সবার জন্যই মার্কেটিং
মার্কেটিং এর কাজ এমন একটি কাজ যে কাজে মানুষের কাছাকাছি থেকে বিভিন্ন ধরনের সুযোগ প্রদান করার সুযোগ। যদিও কাজটি অনেক চ্যালেঞ্জিং ও কষ্ট কর। তার পরও এই কাজটি করা খুবই প্রয়োজন। কারণ এই কাজের মাধ্যমে খুব সহজে জীবনে বোঝা যায় যে জীবন কত টা কঠিন কতটা যন্ত্রা দায়ক কতটা চিন্তার ও কতটা কষ্টের।
আমরা যারা মার্কেটিং ডিপাটমেন্ট আছি তারাই জানি যে মার্কেটিং এ কাজ কত সহজ কতটা কঠিন কত টা আরাম দায়ক কাতটা কষ্টের। তবে আমি মনে করি প্রতি মানুষ মার্কেটিং কাজ করুন। এই কাজের মাধ্যমে মানুষকে কন্টোল করা যায়। মানুষের সুবিধা অসুবিধা নিয়ে কাজ করা যায়। যেটা অন্য কোনো কাজ বা চাকরির মধ্যে নেই। বলতে পারেন অনেক মানুষের লিডার হয়ে কাজ করা যায়। অনেকে আছেন যারা মার্কেটিং কাজকে ছোট করে দেখেন। কিন্তু এরা জানে না যে এই কাজের মাধ্যমে কত মানুষের থেকে সম্মান পাওয়া যায়।
মার্কেটিং কাজের সমস্যা।
পৃথিবীতে অনেক রকম মানুষ রয়েছে। সবাই সবার থেকে আলাদা ও আলাদা মন মানসিকতা। এটা কিন্ত সাভাবিক। তাই আপনি যখন মার্কেটে নতুন কাজ করতে যাবেন তখন আপনার সাথে যা হবে তার জন্য আপনি কখনই তৈরি থাকবেন না আর তৈরি থাকেও না। মানুষ যে কত বহু রুপি তা আপনি বাস্তবে জানতে পারবেন যখন আপনি মার্কেটে মধ্যে থাকবেন। মানুষ যে কতটা কঠিন হতে পারে তা আপনি তৎক্ষনত বুঝতে পারবেন। আপনার মনে হবে মার্কেটিং কাজ ছেড়ে দিতে হবে। কিন্তু হয়তো তা পারবনে বা পারবেন না। সেটি নিরভর করবে আপনার অবস্থার উপর। তবে আপনি যদি রেগে বা মনে দুঃখ পেয়ে মার্কেটের কাজটি ছেড়ে দেন তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করবেন। না ছেড়ে যাদি কাজটি চালিয়ে যেতে পারেন তাহলে দেখবেন নতুন দরজার আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে আপনি একদিন একটি সময় আপনি সাফল্য অর্জন করতে পারবেন।
মার্কেটিং কাজের সমস্যার সমাধান।
মার্কেটিং এ আমরা কেন কাজ করবেন।
মার্কেটিং কাজ করবেন এই কারণে যে এই কাজে আপনি সব জায়গা ঘুরতে পারবেন। নিজে কঠিন করে গড়তে পারবেন। আর একটি কথা হচ্ছে এই কাজের মজা আছে। আপনি যখন ৬মাস থেকে ১বছর মতো করবেন তখন আপনি এই কাজের মজা বুঝতে পারবেন। তখন আপনি এই কাজই করতে চাইবেন। আরো অন্যদের এই একাই উৎসাহিত করবেন নিজেই নিজেই। এটি সত্যিই অদ্ভত ব্যাপার। এই পোস্ট আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আপনাদের অনেক প্রযোজনে আসবে। সকল ভিজিট কে শুভ কামনা রইল। ভালো থাকবেন সব সময়।
Comments