ভালোবাসার এই বাজারে ভালোবাসা আজ বিষাক্ত
ভালোবাসা একটি স্বর্গের একটি সুখ। যদি হয় সেই ভালোবাসা বাস্তবে অন্তরে অন্তরে। যেটি কোনা অর্থের কাছে বিক্রয় হবার নয়া। কোনো সুখের কাছে হার না মানে। কোনো আশা আকাঙ্কা কাছে পরাজিত না হয়। কোনো রুপের কাছে যেন না হার মানে। পৃথিবীর কোনো শক্তির কাছে ভয়ে ভিত না হয়ে মাথা উচু করে দাঁড়িয়ে থাকে আপন স্বর্গীয় ভালোবাসায়।
মানুষের জীবনে এক বা একাধিক বার ভালোবাসা আসলেও বাস্তবীক ভাবে সবসময় সত্য ভালোবাসা নয়। কখনো কখনো ভুল মানুষ ভুল সময় একটি সহজ মানুষের মনে ও জীবনে চলে আসতে পারে ও আসেও। বেশি ভাগ সময় আপন ভালোবাসা ও সত্য ভালোবাসা পূর্ণ্যতা পায় না অথবা পাবার আগেও ভেঙ্গে যায়। কিন্ত এই ভালোবাসার মধ্যে কিছু সময় থাকে যা কখনো ভোলার নয়। জীবনে স্মৃাতি হয়ে রয়ে যায় জীবনে। যা জীবনে সুখের একটি অংশ। আর এই অংশ টুকু শরীর জীবন থাকা পর্যন্ত রয়ে যায়। যা হাজার দুঃখে সুখের অনুভব করায়। আর এই টুকু নিয়ে মানুষ বেঁচে থাকে এই কঠিক পৃথিবীতে।
জীবনে কিছু কিছু সময় মানুষের এসে থাকে যে সময় মানুষ কিছু সময়ের জন্য হলেও জীবনের সবচেয়ে বেশি সুখ বা ভালো অনুভব করে। সেটা হতে পারে ভালোবাসার মানুষটিকে দেখে আবার কখনো হতে পারে ভালোবাসার মানুষকে বুকে নিয়ে সুখে স্বর্গে অনুভব। আবার হতে পারে মনের মানুষের একটু কথায়। আবার হতে পারে আপনার অধিকার কে সুন্দর করে আপনাকে বুঝিয়ে দেওয়ার মাধ্যমে।
কোনো যে ভালো মানুষ ভালো ভালোবাসা পায় না? এই প্রশ্নে উত্তর কখনোই পাইনি। আর হয়তো কখনোই ভালো কোনো উত্তর পাবো না। যা সত্যিকারে ভালোবাসতে জানে তারা সারা জীবনে ভুল মানুষের মনের মানুষ ভেবে আসতে চাই কিন্তু বাস্তবে সেই মানুষটি আসলে ব্যর্থ হয়।
মানুষ যেকোনো কিছু সহজে পায় না এর কারণ আমরা জানি যে সহজে কোনো কিছু পেলে তার মর্ম বোঝে না। আর মনে হয় যে আসলে তার কপালে নেই বা কখন ছিল না। কিছু পাবার আশায় মানুষ তার জীবনে কে অতিবাহিত করে দেয়।
মনের অনুভূতি গুলো প্রকাশ না করার যে ব্যথা কতটা কঠিন তা শুধু সেই মানুষটি বুঝতে পারে তা আর অন্য কেউ তা বুঝতে পারে না। কিছু তা জোর করে প্রকাশ করতে গেলে লোকে আপনাকে তুচ্ছ তাচ্ছিল করবে। এটি একটি বড় সমস্যা।
পৃথিবীতে কেউ কাউকে বুঝতে চাই না। বুঝলেও বুঝবে না। এই সকল লোকজনকে আমি ঘূণা করি। আবার কিছু মানুষ আছে যারা আপনার কথা গুলো শুনে বুঝে আপনাই ক্ষতি করবে বিভিন্ন উপায়ে। এর মঝেও কিছু মানুষ থাকে যারা আপনাকে বুঝবে এবং আপনাকে সার্পোট করবে। আপনার আত্না বিশ্বাস বাড়াবে। এই রকম মানুষকে জীবনে যেখানেই থাকুন না কেনো এদের সাথে যোগাযোগ রাখুন।
লেখার মাধ্যমে ভুলত্রুতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
সুমনবিডিনেট একটি তথ্য ও প্রযুক্তি ওয়েবসাইট
আমাদের সাথেই থাকবেন ও শেয়ার করবেন।
Comments