ফেসবুক আমাদের সাফল্যর পথে বড় বাঁধা

ফেসবুক আমাদের সাফল্যর পথে বড় বাঁধা
Posted by Admin
Your Ads Here

আমরা সময় অসময় ফেসবুকে ফেসবুকিং করে থাকি অযথা। আমাদের কাজের সময় আমার সুযোগ করে নিয়েই আমরা আমাদের সময় নষ্ট করতে শুরু করে দিই। যার ফলে আমাদের জীবনের লক্ষ্য থেকে আমরা দূরে সরে যায়। যার ফলে আমরা দিন দিন  ১ পা এগিয়ে গেলে ১০ পা পিছিয়ে যায়। এত আমরা সারা জীবনে সফল হতে পারিনা। 

ফেসবুক আমাদের সাফল্যর পথে বড় বাঁধা


পৃথিবীতে মানুষ জীবনে কোটিপতি সবাই হতে চাই। কিন্তু অতিরিক্তি খারাপ অভ্যাস থাকার ফলে আমাদের জীবন এগিয়ে যেতে পারি না। বিশেষ করে বর্তমান সময় ফেসবুকিং আর ইউটিউবিং করে আমরা আমাদের জীবনে বারোটা বাজিয়ে ফিলি। এ কারণে আমাদের জীবনে মাসুল দিতে হয়। কিন্তু বুঝতে পারি জীবনে শেষ সময়ে।

আমাদের জীবনে আমরা সবকিছু পরিমাণ মতো ব্যবহার করতে হবে। আমাদের খারাপ অভ্যাসকে সুযোগের পরিণিত করতে হবে। এতে আমাদের জীবন পাল্টে যাবে। তার সাথে সাথে সার্ফল্য অর্জনে এক এক করে এগিয়ে হবে। অনলাইন আমাদের সময় কাটানোর জন্য ব্যবহার না করে কাজে ব্যবহার করতে হবে।

স্যোশাল মিডিয়া আপনার জন্য তৈরি কিন্তু আপনা জন্ম স্যোশাল মিডিয়া জন্য না। তাই নিজের কাজ কে আগে গুরুত্ব দিতে হবে এর পর বাকি সবকিছুর সময় দেবেন। 

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

Comments

Post a Comment
Loading comments...