তীব্র রোদে তীব্র গরমে মানুষ পুড়ছে বেড়েছে হিট স্ট্রোকের সম্ভবনা।
Posted by
Admin
Your Ads Here
প্রকৃতি যেমন সুন্দর তেমনি কঠোর। তাই সারা বাংলাদেশ জুরে বইসে তীব্র গরম। এই তীব্র গরম ও রোদে খেটে খাওয়া মানুষ পুড়ছে। কমেছে টিবিউবওলের জল উঠার পরিমাণ কমেছে বিশুদ্ধ জলের পরিমাণ। কৃষক ও সাধারণ মানুষের অপেক্ষা শান্তির বৃষ্টির।
এই তীব্র গরমে মানুষ পারছে না কাজ করতে পারছে একটু আরাম করতে। এই গরম সবার কাল হয়ে দাড়িয়েছে যার ফলে বাড়তে পারে হিট স্ট্রোক। বাংলাদেশে এই গরমে মানুষের নাজেহাল অবস্থা। কৃষক পাচ্ছে না পানি ফলে দেশে অর্থ কারি ফসল পাঠ উৎপাদন করতে সমস্যা হচ্ছে। অনেক সেচ দিয়ে চেষ্টা করছে কিন্তু তাতেও কাজ হচ্ছে না। মাটি শুকিয়ে যাচ্ছে এই তীব্র রোদে ফেটে যাচ্ছে মাটি। কৃষণ রা চাষাবাদ করতে পারছে না। এতে আমাদের অর্থনৈতিতে বড় ধরনের সংকট হতে পারে। কারণ ভালো ফল উৎপাদন না করতে পারলে বিদেশে রপ্তানি করতে পারবে না ফলে আর্থিক ভাবে সবাই ক্ষতি গ্রস্থ হবে। আশা করি সময় মতো বৃষ্টি হবে আর মানুষ সচ্ছল ভাবে জীবন যাপন করতে পারবে।
এই গরমে কি কি হতে পারে মানব শরীরে
অতি পরিমাণে গরমে মানুষের যে সকল ক্ষতি বা রোগ হবে/বেড়ে যাবে।
১. অতি সহজে হিট স্ট্রোক করার সম্ভবনা বেড়ে যাবে।
২. অতি সহজে গরমে লেগে যাবে।
৩. পানি শূন্যতা বেড়ে যাবে।
৪. জ্বর এলার্জি সহ নানা রকম রোগ বেড়ে যাবে।
এগুলো আরো অনেক পুরনো রোগ বেড়ে যেতে পারে। যাদি নিজে দিকে না খেয়াল রাখলে। আশা করি নিজে দিকে খেয়াল রাখবেন। যাতে নিজে সুস্থ থাকতে পারেন ও অন্যদের খেয়াল রাখতে পারেন।
হিট স্ট্রোক এড়াতে যেগুরো ফলো করতে পারেন।
- তরমুজ সহ নানা রকম ফলফলালি খেতে হবে।
- সরাসরি গরম সময়ে ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া যাবে না।
- বাজার বা অফিস থেকে এসে গোসল করা যাবে না।
- গরমে গরম পানি খেলে ভালো হতে পারে।
- অতিরিক্ত রোদে যাবেন না।
- খাবার ও ঘুম ঠিক হবে।
আশা করি ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন ভালো রাখবেন। সবার জন্য শুভকামনা রইল। আরো নতুন পোস্ট নিয়ে আসব ভালো লাগলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাই পোস্টটি পড়বার জন্য।
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts
Comments