মানুষের মনের কথা - আপনার জীবনে কাজে আসতে পারে

মানুষের মনের কথা - আপনার জীবনে কাজে আসতে পারে
Posted by Admin
Your Ads Here

মানুষের মনের কথা

মানুষের মনের কথা বা মানুষের প্রাণের কথা বলি না বা বলা হয় না। আর ফলে আমাদের নেই কোনো ভালো ভাবনা চিন্তা নেই কোনো ভালো কোনো উদ্যােগে। কারণ আমরা অনেকেই জানি না ভালো কোনটি। আমরা ইচ্ছে করলেই যেকোনো কিছু বলতে পারি বলেই কথা ও সময় দুই অপচয় করে থাকি। যার ফলে ‍দিনের পর দিন আমরা ভুল ও অপরাধের সাথে জরিয়ে যাচ্ছি। সব কথা হবে এই পোস্ট মাধ্যমে। চলুুল এক এক করে জীবনের কিছু অপ্রিয় সত্য কথা শুনি বা পড়ে আছি।

মানুষের মনের কথা - আপনার জীবনে কাজে আসতে পারে - ‍Sumonbdnet

আমাদের এই পোস্ট থেকে আপনাদের জানার বিষয় সমূহঃ

১. আমরা ভালোই বুঝি না কেনো।

২. আমাদের জীবন কেমন করে সাজানো উচিত।

৩. আমরা কোনো বিষয়ে কিভাবে সঠিকা সিদ্ধান্ত নিতে পারি।


আমরা কেনো ভালো বিষয় বা ভালোই বুুঝি না কোনো।

আমরা বিশেষ করে প্রযুক্তির খারাপ প্রভাবে আমাদের জীবন পাল্টে যাচ্ছে। আমরা শোনা কথায় বেশি বিশ্বাস করে থাকি। নিজে কোনো বিষয়ে সত্যতা না জেনে আমরা শুধু আপরাধে জনক ঘাটনার সাথে জরিয়ে আমাদের না জানার ফলে। আমরা আমাদের নিজের মেধা কাজে লাগাতে পারি না। শুধুু মাত্র আমাদের অজ্ঞানতার কারেণ। আমরা কোনো কিছু করার আগের ভাবি না এই কথাটি যে আমি যে কাজ টি করছি সেটি সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। যদি কোনো মানুষ এগুলো ভাবে তাহলে সে কোনো খারাপ কাজ করতেই পারবে না। এই জন্য কোনো কাজ করার আগে নিজে আগে ভাববেন। তাহলে জীবনে বদলে যাবেই আপনার।

আমাদের জীবন কেমন করে সাজানো উচিত।

নিজের জীবন কে ভালো করে সাঁজাতে তার জন্য সবার আগে যেগুলি আমাদের প্রয়োজন হবে সেটি হচ্ছে...

১. নিজেকে ভালোবাস হবে।

২. সময় মুল্য দিতে হবে।

৩. মানুষকে মূল্য দিতে শিখতে হবে।

৪. মানুষ কথা গুলো শুনতে হবে ও কথা গুলো বুঝতে হবে।( যে আপনার সাথে কথা বলছে সে কথা গুলো কি সঠিক না ভুল। ভুল হলে প্রথমে ভুল ধরিয়ে দেওয়া চেষ্টা করুন। না মানতে চাইলে বাদ দিন তাকে বুঝানো চেষ্টা। )

৫. সব সময় ভালো কাজ করার চেষ্টা করুন। ( কারো ভালো না করতে পারলে কাউকে খারাপ করবেন। সে যত বড় খারাপ মানুষই হোক না কোনো। )

৬. কোনো কথায় বা কোনো খারাপ সময়ে নিজেকে শান্ত রেখে। ঠান্ডা মাথায় নিজেকে পজিটিভলি নিজে বুঝাতে হবে।

আশা রাখছি উপরের কথা গুলো মেনে চললেই নিজের জীবনে খুব সুন্দর হবেই হবে।


আমরা কোনো বিষয়ে কিভাবে সঠিকা সিদ্ধান্ত নিতে পারি।

মানুষের জীবনে সিদ্ধান্ত সবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা আমাদের জীবন কে এগিয়ে নিতে সাহায্য করে শত ভাগ। আমাদের একটি ভুল সিদ্ধান্ত নষ্ট করে দিতে পারে সারা জীবনযাপনে আশা। আর এজন্যই আমাদের সবার আগে আমাদের জীবনে সিদ্ধান্তের প্রতি সব সময় সর্তক থাকতে হবে। এবং মাথায় রাখতে হবে যে, আপনার সিদ্ধান্তের কারণে কারো ক্ষতি গ্রস্থ হচ্ছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ কারো ক্ষতি করে কখনো আপনার ভালো হতে পারে। 

আমাদের যে ভুুল গুলো করা যাবে। সেগুলো নিম্ন তুলে ধরা হলো।

১. সবার কাছে নিজের ব্যপারে সিদ্ধান্ত জানে চাইবেন না। ( যারা আপনা মনে হয় যে এই মানুষ গুলো আপনার ভালো চাই সে সকল মানুুষের কাছে সিদ্ধান্ত ব্যপারে কথা বলবেন। তা হতে হবে ২ থেকে ৩ জন )

২. সিদ্ধান্ত নেওয়া আগে নিজেকে শান্ত না রেখে সিদ্ধান্ত নেবেন।

৩. নিজে নিজে কখনো সিদ্ধান্ত নেবে না। ( আপনার কাছে মানুুষ বন্ধু বান্ধব দের কাছে। অথবা আপনার কথা বোঝে এমন ২ থেকে ৩ জন সাথে নিয়ে তাদের কথার সাথে নিজের সিদ্ধান্ত মিলিয়ে তারপর নিজে এটা সিদ্ধান্ত নেবেন।  )

সর্ব শেষে বলতে চাই

আমাদের পোস্ট থেকে যদি আপনি কিছু নিতে পারেন। তাহলে আশা করছি আপনার জীবনে ভালো কিছু হবে। একটি সুস্থ ও ভালো জীবনের দিকে এগিয়ে যাবেন। সকল ভিজিটর দের শুভ কামনা জানিয়ে আজ এই পোস্টটি ইতি টানছি। ভালো রাখবে ভালো থাকবেন। ধন্যবাদ
Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

Comments

Post a Comment
Loading comments...