স্মার্ট ইনকামের জন্য ইংরেজি ভাষার গুরুত্ব

স্মার্ট ইনকামের জন্য ইংরেজি ভাষার গুরুত্ব
Posted by Admin
Your Ads Here

বর্তমান সময়ে ইংরেজি ভাষার কোনো বিকল্প নেই। কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইংরেজি ভাষার ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। জীবনে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ হচ্ছে ইংরেজি ভাষা শেখা। আমরা বেকার শিক্ষিত আছেন তাদের উচিৎ ইংরেজি ভাষা নিয়ে কিছু একটা করা। কারণ  ইংরেজি ভাষা দিয়ে বিশ্ব সকল দেশের মানুষের সাথে কমিনিকেশন করা যায়। যার ফলে সহজে আমরা আমাদের যেকোনো ব্যবসা করতে পারি। এজন্য আমরা আমাদের ব্যবসাকে বিশ্ব ব্যাপি করতে পারি। এর মধ্যে আমাদের দেশে ফ্রীন্সাসিং করে বৈদেশিক মুুদ্রা আয় করছে আমাদের দেশের তরুনরা।

স্মার্ট ইনকামের জন্য ইংরেজি ভাষার গুরুত্ব - ‍Sumonbdnet

এই পোস্ট থেকে আমরা  যা যা জানতে পারব। তাহলোঃ-

    ১. ইংরেজি ভাষা আমাদের কোনো শেখা দরকার?

    ২. ফ্রী তে কীভাবে আমরা ইংরেজি শিখতে পারব?

    ৩. কীভাবে ইংরেজি ভাষা কাজে লাগিয়ে নিজের জীবন সফল করব?

ইংরেজি ভাষা আমাদের কোনো শেখার দরকার

বর্তমান ইন্টারনেট ও ডিজিটাল দেশ নয় এই প্রযুক্তি পুরো পৃথিবী। আমরা আমাদের মনের কথা থেকে শুরু করে সমস্ত কথা আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার মাধ্যমে প্রকাশ করে থাকি। কিন্ত এমন একটা ভাষা আছে। যে ভাষায় পৃথিবীর বেশির ভাগ মানুষই জানে। সেই ভাষা টি হচ্ছে ইংরেজি ভাষা। যার মাধ্যমে বিভিন্ন ব্যবসা লেন-দেন চলে সারা পৃথিবী ধরে। যে ইংরেজি ভাষা ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানি গুলো কার্যক্রম চলে। ইংরেজি এমন এমন একটি ভাষা যে ভাষায় কথা বললে সকল দেশের মানুষ সহজে বুঝতে পারে। এজন্য সকল ধরণের কাজ হয়ে যায়। সফলতার প্রথম ধাপ ভাষা বোঝা। এজন্য আমাদের প্রথমে ইংরেজি ভাষা শেখা প্রয়োজন। সময় করো নিজেকে সময় দিয়ে ইংরেজি ভাষার চর্চা করো। যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে নিজের জীবনের পথে ও সফলতার দিকে। তাই আমাদের সবার ইংরেজি ভাষা খুব ভালো ভাবে শেখা অত্যন্ত জরুরী। বিশ্বের সবচেয়ে ভালো ভাষার মধ্যে ইংরেজি ভাষা অন্যতম একটি ভাষা।

ফ্রী তে কিভাবে ইংরেজি শিখতে পারব?

বর্তমান এ আই প্রযুক্তির যুগে পা রেখেছে সবস্ত বিশ্ব। প্রযুক্তি একটি বড় উন্নয়ণ ঘটেছে AI এর প্রযুৃক্তি মাধ্যমে। AI এর কারণে অনেক কঠিন কাজ সহজে করা যাচ্ছে। আপনি যদি চান যে আপনি কত সহজে ইংরেজি শিখবেন চান। তা AI মাধ্যমে সহজ করে নিয়ে শিখতে পারবেন। এছাড়া রয়েছে সবচেয়ে বড় ভিডিও প্লাটর্ফম ইউটিউব। এই ইউটিউব কোটি কোটি ভিডিও রয়েছে ইংরেজি শেখার জন্য। এখন থেকে ভিডিও গুলো দেখে আপনি সহজে ইংরেজি শিখতে পারেন। ফ্রী তে আরো যেভাবে ইংরেজি শিখতে পারেন তাহলোঃ

      ১. প্রতিদিন ইংরেজি পড়তে ও লিখতে হবে।

      ২. ইংরেজি পড়তে কষ্ট মনে হলে ইউটিউব থেকে ইংরেজি লেগচার গুলো শুনুন মিনিমাম ১০ - ৩০             মিনিট

      ৩. ইংরেজি কথা বলার চেষ্টা করতে হবে। প্রতিদিন যখন যখন সুযোগ হবে তখন তখনই ইংরেজি                   বলতে হবে। 

      ৪. ইংরেজি ভাষা কে কঠিন না মনে করে। ভালোবেসে ইংরেজি প্রতি মায়া তৈরি করুন।

আশা করছি আপনার ইংরেজি ভাষাকে জয় করতে পারবেন।

কিভাবে ইংরেজি কাজে লাগিয়ে নিজর জীবন সফল করব?

ইতিমধ্যেই আমরা জেনেছি ইংরেজি ভাষার ব্যবহারের কিছুটা হলেও ধারণা পেয়েছি। নিজের জীবনকে সফল করতে আমরা আরো কি করতে পারি ইংরেজি ভাষা দিয়ে। তা আমরা আরো সহজ করে জানবো।

ইংরেজি একটি ইন্টান্যাশনাল ভাষা। এই ভাষা কে ব্যবহার করে জীবনের সার্ফল্যর পথে এগিয়ে যাওয়া ৯০ ভাগ সহজ। তা আমরা ধাপ আকারে জানবো। আপানি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন। তাহলে নিচের ধাপ গুলো অনুসরণ করতে পারেন। এই ধাপ গুলো গ্রাফিক্স ডিজাইনারদের জন্য নয়। যে যে বিষযে পারদরশি সে এই ধাপ গুলো ফলো করতে পারবে। আমরা উদাহরণ সরুপ গ্রাফিক্স ডিজাইনার কে ধরে নিচ্ছি। আপনি যে কোন বিষয়ে পারদরশি হন না কেনো আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে।

আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা শুরু করছি। কিভাবে ইংরেজি ভাষা কাজে লাগিয়ে চেষ্টা করে ভালো মানের একটি কাজ করে ইংরেজির সাহায্যে জীবনকে সার্ফল্য দিকে নিয়ে যেতে পারি।

       ১. অনলাইলে যেমন গুগলে কাজের জন্য সার্চ করতে হবে। পছন্দ মতো কাজ পেলে আবেদন                     করবে।

       ২. বিভিন্ন দেশের কোম্পানি গুলোর ইমেইল ঠিকানা সংক্ষরণে করে প্রতিটা কোম্পানিতে নিয়মিত                আবেদন করতে হবে।

        ৩. আবেদনে অবশ্যই নিজের কাজের সেরা কাজগুলো দিবেন কাজের উদাহরণ হিসেবে ও                           আপনার বিষয়ে কাজের বিস্তারিত তথ্য উল্লেখ করবেন আবেদন করার সময়।

         ৪. আবেদন করার পর অপেক্ষা করবেন। তাড়াহুরা করবেন না। ভাববেন না কেনো আপনাকে                      উত্তর দিচ্ছে না। 

         ৫. আবেদন টি  যদি সফল হয় তাহলে কোনো কথাই নাই। কাজে নেমে পড়বেন দায়িত্ব সাথে।                      আর যদি কোনো কারণে আপনার আবেনদন টি বাতিল হয়। তাহলে ভেঙ্গে পড়বেন না। আবার                নানান কোম্পানিতে আবেদন করবেন।


আশা করছি ভালো কিছু হবে আপনার জীবনে। আমাদের লিখা থেকে যদি ভালো পেয়ে থাকেন। তাহলে অবশ্যই জানাবেন। আপনার জন্য শুভ কামনা জানিয়ে আজকের মতো ইতি।

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

Comments

Post a Comment
Loading comments...