ফ্রীতে কিভাবে নিজেই ইংরেজি শিখতে হয় ও ইংরেজির মাধ্যমে টাকা আয় - Sumonbdnet

ফ্রীতে কিভাবে নিজেই ইংরেজি শিখতে হয় ও ইংরেজির মাধ্যমে টাকা আয় - Sumonbdnet
Posted by Admin
Your Ads Here

ফ্রীতে কিভাবে নিজেই ইংরেজি শিখতে হয় ও ইংরেজির মাধ্যমে কিভাবে মাসে লক্ষাধিক টাকা আয় যায় - Sumonbdnet
ফ্রীতে কিভাবে নিজেই ইংরেজি শিখতে হয় ও ইংরেজির মাধ্যমে কিভাবে মাসে লক্ষাধিক টাকা আয় যায় - Sumonbdnet


আমাদের বাঙালীদের সবচেয়ে বড় দূূর্বলতা হলো ইংরেজি ভাষায় অদক্ষ্যতা। কারণ পৃথিবীর মধ্যে একটি বড় ভাষা যা ইন্টারন্যালান ভাষা বলা হয় সেই টিইতে আমাদের বাংলাদেশের ৯০% মানুষ এই ভাষায় অনেক অদক্ষ্য। আর তার জন্য আমরা অনেক সময় অনেকের সহযোগিতা নিয়ে থাকি। এতে আমাদের নিজেদের সময় বেশি নষ্ট হয় এবং অন্যর প্রতি নির্ভরতা গভীর হয়ে পড়ে। যার ফলে আমরা অনেক জায়গা থেকে যোগ্য সম্মান টুকু পাইনা। কারণ একটাই সেইটি হচ্ছে International Language English আমরা জানি না ও বুঝি না। এটা আমাদের সবচেয়ে বড় দূর্বলতা কাটিয়ে তুলতে হবে।

টাকা ছাড়া কিভাবে নিজে নিজে ইংরেজি শিখতে হয় - আইডিয়া

আমাদের মনে রাখতে হবে। আমরা ‍সৃষ্টির সেরা জীব মানুষ। মানুষ ভালো কিছু চাইলে তা অর্জন করতে পারে। তার জন্য আমাদের বেশি কিছু করতে হয় না শুধু Target টুকু সেটা করতে হবে। যেমন আমাদের এমন প্র্রতিজ্ঞা করতে হবে যে আমি যেকোনো মূল্যেই ইংরেজি শিখব। যেকোনো কাজ না জানা থাকলে তা একটু কঠিন মনে হয়। কিন্তু তা প্রতিনিয়ত চেষ্টার ফলে তা সহজ হতে বাধ্য হয়। তেমনি আপনি ইংরেজি ভাষা শেখার জন্য ইংরেজি ভাষার সময় দিতে হবে। তা সেই সময় ১ঘন্টা হলেও কোনো সমস্যা নেই। কিন্তু এই একঘন্টার মধ্যে আপনার মনে যা যা জানে চান তা খুঁজে বের করতে হবে। এবং তা অনুশীলন করতে হবে প্র্রতিনিয়ত। তার পাশা পাশি ইউটিউব থেকে প্রচুর পরিমাণ ইংরেজি ভিডিও দেখতে ও শুনতে হবে। এবং সেই ভিডিওই যে কি বলছে তা বুঝার চেষ্টা করতে হবে। ধীরে ধীরে বুঝতে যখন শুরু করবেন তখন তা নিজে নিজে বলার চেষ্টা করবেন্। এই ভাবে প্র্রতিদিন নিজের মতো করে ইংরেজি বলুন দেখবেন ইংরেজি আপনাকে খুব সহজেই ধরা দেবে।

ইংরেজি শিখে কি নিজের ভাগ্য পরিবর্তন হবে।

প্রথমে আমি একটা কথা বলব যে ইংরেজি এমন একটি ভাষা যার মাধ্যমে যে কেউ কাজে লাগিয়ে নিজের জীবন Develop করতে পাববে।

আপনার মনে প্রশ্ন আসতে পারে ইংরেজি শিখে কিভাবে ভাগ্য পরির্বতন করা যায়?

উত্তরে আমি বলব অবশ্যই এটা সম্ভব। আপনি যখন ইংলিশে একজন পারর্দশী হবেন তখন আপনি নিজেই জানতে পারবেন যে ইংরেজি কোথায কাজে লাগিয়ে ভাগ্য পরিবর্তন করা যায়। যেমন আপনি যখন ইংরেজি ভালো জানেন কোনো একজনে বিশেষ প্রয়োজন হয়েছে তার জন্য সে অবশ্যই আপনাকে খুঁজে বের করে আপনার থেকে সহযোগিতা নিবে। আবার আপনি কোনো বিদেশিদের সাথে কথা বলতে পারবেন। এবং বিদেশে বিভিন্ন রকম ছোট ছোট ব্যবসা করে মাসে লক্ষ টাকার চেয়ে বেশি ইনকাম করা যা্য় সেই ব্যবসা গুলো অনলাইনের ইংরেজি ভাষা জানার কারণে সেই ব্যবসা করতে পারবেন। এ রকম আরো কিছু উদাহরণ নিচে দেওয়া হলো অনু্গ্রহ করে নিচে মনোযোগ দিয়ে পড়ুন। আশা করছি আপনাদের অনেক টা সহযোগিতা করবে।

কিভাবে ইংরেজি ভাষা ব্যবহার করে মাসে লক্ষাধিক টাকা আয় করা যয়।

১. বিদেশিদের হয়ে বাংলাদেশি দের তৈরি কৃত পূন্য গুলো কম দামে বিদেশিদের কিনতে সহযোগিতা করলেন। এতে বিভিন্ন কোম্পানি আপনাকে ডাকবে।এ রকম হাজার হাজার কোম্পানির সাথে কাজ করতে পারবেন বাংলাদেশে বসে ও ঘরে বসে।

২. ইংরেজি জানা থাকলে বিভিন্ন প্রতিষ্ঠা আপনাকে স্বাগত জানাবে তাদের প্রতিষ্ঠানে যোগ দানের জন্য জন্য যেমন আমাদের দেশের শিক্ষক আয়মান সাদ্দিকের প্রতিষ্ঠান 10 minute School এর মতো হাজার প্রতিষ্ঠান আপনাকে ডাকে।সেখানে থেকে ভালো Earn করা সম্ভব।

৩. ইংরেজি শিখিয়ে মাসে একজনের থেকে ১৫ - ২০ টাকা ইনকাম করা সম্ভব। যদি ১০ জন ছাত্র যারা চাকরী জীবি ইংরেজিতে দূর্বল চাকরিতে এগোতে পারছে না এমন এমন অনেক লোক আপনাকে খুঁজে নিবে এই ইংরেজি শেখার জন্য। এই রকম অনেকে আছে যারা সিনিয়র দের ইংলিশ শিখিয়ে মাসে লক্ষাধিক অর্থ উপার্জন করছে।

৪. ফ্রিলান্সিং করার মাধ্যমে ইংরেজি ভাষা কে কাজে লাগিয়ে হাজার হাজার বাইয়ার এর সাথে ভালো ভাবে যোগাযোগ করা ও বায়ার এর সুযোগ সুবিধা বুঝা যায়। এতে বায়ার খুবই খুশি হয় ও নিজের কাজ ভালো করিয়ে নেয়ার জন্য আপনাকেই Select করবে কারণ আপনি ইংরেজি ভাষা ভালো জানেন ও ইংরেজিতে ভালো Communication করতে পারছেন। আর এই ভাবেই ফ্রিলান্সিং ইন্ডাট্রিজে ভালো সফলতা পাওয়া সম্ভবনা ৯৯%।

এগুলো ছাড়াও অনেক গুলো ভালো ভালো সুযোগ আসবে। যা ইংরেজি ভাষা জানার কারনে তাই ইংরেজি ভাষার আমাদের ভাগ্য পরিবর্তনের অনেক সহযোগিতা করবে সারা জীবন। এই ইংরেজি ভাষা নিয়ে আগামীতে আরো পোস্ট আসবে। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে এই পোস্টটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট এ জানাবেন। ধন্যবাদ প্রিয় ভিজিটর।
ইংরেজি শেখার গাইড লাইন ইংরেজি শেখার ফ্রি কোর্স
ইংরেজিতে ভালো করার উপায় সুশান্ত পাল সহজে ইংরেজি শিখুন
ইংরেজি শেখার স্কুল ইংরেজি শেখার সেরা উপায়
ইংরেজি শেখার বাংলা ওয়েবসাইট বাংলা থেকে ইংরেজি শেখার অ্যাপ
Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

Comments

Post a Comment
Loading comments...