ফ্রীলান্সিং, ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইট থেকে ইনকাম - SumonBDnet
Posted by
Admin
Your Ads Here
How easy and how hard to earn from freelancing, YouTube, Facebook and websites - SumonBDnet |
ফ্রীলান্সিং, ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইট থেকে ইনকাম করা কতটা সহজ আর কতটা কঠিন
আমরা সবাই কোনো না কোনো ভাবে অনলাইন থেকে ইনকাম করছি বা করার চেষ্টা করছি। এই অনলাইন থেকে আয় করার বেশি উদ্যাগ এসেছে মানুষ যখন করোনা কারণে ঘরে বা বাড়িতে আটকা পড়েছে তখন। অনেকেই সময় কাটানো জন্য অনলাইনে ভিডিও তৈরি করে ইউটিউব এ ছেড়েছে। ইউটিউবে ভিডিও দেখে ফ্রীলান্সিং এর কাজ শিখেছে আবার কেউ বা ওয়েব ডেভেলমেন্ট শিখেছে। এই ভাবে মানুষ নানা অনলাইন কাজের সাথে যুক্ত হয়ে যায় ও ভালো লাগা তৈরি হয়ে যায়। তার মধ্যে অনেকই সফল বলা যায়। কারণ মানুষ করোনা সময়ে অনেক সময় দিয়ে কাজ করতে পেরেছে। যা এখন অনেকেই পড়ছে। বর্তমান সময়ে নতুন যারা শুরু করেছে তারা আগের মতো সুবিধা ও সফলতা পাচ্ছে না। এর একটি বড় কারণ হচ্ছে সারা পৃথিবী অর্থনৈতিক সমস্যায় পড়েছে। ঠিক মতো ব্যবসা পরিচালনা করতে পারছে না। তার কারণে বড় বড় প্রতিষ্ঠান পর্যন্ত তার অর্থ নেল - দেন কমিয়ে দিয়েছে। আর এই প্রতিষ্ঠানে মধ্যে রয়েছে সবচেয়ে বড় কোম্পানি গুলো যেমনঃ- ইউটিউব কোম্পানী গুগল।
- ফেসবুক কোম্পানী মেটা।
- ফ্রীলান্সি কোম্পানি।( Upwork, Freelancing.com, Fiverr )
- টিকটক।
ইউটিউব থেকে ইনকাম নিয়ে তথ্য বিশেষ
বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ্ইনকাম করার ওয়েবসাইট মধ্যে Youtube একটি। এই Youtube থেকে ফ্রীলান্সার থেকে শুরু চাকরী জীবি, কৃষক, শিক্ষক, পুুলিশ সহ সকল ধরনের পেশা জীব মানুষ এখান থেকেই ইনকাম করে ভিডিও তৈরি করে। এই কাজ করে মাসে কমপক্ষে ৩০ হাজার থেকে শুরু ২লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে এই Platform থেকে। যা আমাদের পরিবারের অনেক অনেক সহযোগিতায় আসে। এভাবেই করে সকলেই ইনকাম করতে চাই।ইউটিউব কাজ করতে যে সমস্যা পড়তে হয়।
ইউটিউব থেকে ইনকাম করলে আমরা সবাই জানি ১হাজার সাবক্রাইভার ও ৪হাজার মিনিট ওয়াচ টাইম হতে হবে। তারপর ইনকাম করতে হবে।এই সাবক্রাইভার ও ওয়াচ টাইম পূরণ করা অনেক কঠিন। যা সহজে পূরণ হয় না। তার জন্য অনেক ভিডিও তৈরি করতে হয় কমপক্ষে ১০০টি। এরপর ভিউজ ও ইমপ্রেশন বাড়তে নাইলে ইনকাম কমে যায়। এর জন্য অনেক সময় ভিডিও Boost করতে হয়। অথবা মার্কেটিং করতে হয়। তার জন্য অর্থ ব্যয় করতে হয়।Freelancing করে ইনকাম নিয়ে তথ্য বিশেষ
বাংলাদেশে ব্যাপক ভাবে ফ্রীলান্সিং কাজের প্রতি মানুষের আগ্র্রহ বাড়ছে। তার মধ্যে মেয়েরাও এই কাজ করে যাচ্ছে।আর এই কাজ করে মানুষ বিদেশিক মুদ্রা(foreign currency) আয় করছে দেশে বসে এবং ঘর বসে। সাধারণ ভাবেই আমরা সবাই কম বেশি জানি যে ইন্টারনেটের মাধ্যমে যে কাউকে কাজ করে দেওয়া কে ফ্রীলান্সি(Freelancing) বলে। নামটি সহজ হলেও এই ফ্রীলান্সিং করা অনেক কষ্টের যা আমাদের মোকাবেল করতে হয়। শিখতে নানা রকম কাজ যেমনঃ- YouTube Marketing - ইউটিউব মার্কেটিং
- Facebook Marketing - ফেসবুক মার্কেটিং
- search engine optimization - সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (Seo - এসইও)
- Graphics Design - গ্রাফিক্স ডিজাইন
- Video editing - ভিডিও এডিটিং
- Web development - ওয়েব ডেভেলমেন্ট
- Content writing - কান্টেট রাইটিং
- Video creation - ভিডিও তৈরি
সহ আরো রয়েছে হাজার হাজার কাজ যা অনলাইনে করে ইনকাম করা যায়। যার মাধ্যমে আমাদের দেশে বিশাল কর্ম
সংস্থান তৈরি হচ্ছে।
সংস্থান তৈরি হচ্ছে।
ফ্রীলান্সিং কাজে যে সকল সমস্যা পড়তে হয়।
কাজ শেখা পর আমাদের নানা রকম ফ্রীলান্সিং কাজ করা যায় এমন মার্কেটপ্লেস এ অ্যাকাউন্ট করে বিভিন্ন বায়ার এর সাথে কথা বলে কাজ গুলো নিতে হয় এর জন্য Freelancing Marketplace গুলোকে কমিশন দিতে হয়। এছাড়াও আমরা যখন ফ্রীলান্সিং এর কাজ শিখতে যায় তখন আমরা অনেকে প্রতারণার শিকার হয়। যার কারণে অনেকেই এই ফ্রীলান্সিং কাজ করতে ব্যর্থ হয়। এরকম অনেকে ভূয়া প্রতিষ্ঠান খুলে Freelancing Course এর নামে প্রতারনা করছে প্রতিনিয়ত। তাই আমাদের যাচাই বাছাই করার পর সেই প্রতিষ্ঠানে Freelancing Course নেওয়া/করা উচিৎ।Facebook কোম্পানি Meta থেকে ইনকাম নিয়ে তথ্য বিশেষ
Meta Facebook কোম্পানি। এই মেটা কোম্পানি সকলের ইনকাম দেওয়া জন্য তাদের ওয়েবসাইট এর নানা রকম ফিচার্স যোগ করছে। এর মধ্যে Reels, Page monetize, Profile monetize সহ আরো নানা রকম ইনকামের Option তৈরি করেছে Facebook কোম্পানি Meta। যা থেকে প্রতিমাসে অনেকেই হাজার ও লক্ষ টাকা ইনকাম করছে।Facebook থেকে ইনকাম করার কিছু সমস্যা বা নিয়ম।
আমরা আগেই জেনেছি Facebook কোম্পানি Meta থেকে ইনকাম করতে Reels, Page monetize, Profile monetize এর মাধ্যমে ইনকাম করতে হয়।আর থেকে ইনকাম করতে মিনিমাম ১০,০০০ ফলোর হতে হয়। তা না হলে ইনকামের জন্য Facebook Page monetize দেয় না কোম্পানি টি। আর আমাদের এই ১০হাজার ফলো পেতে অনেক টা সময় কেটে যায়। করতে হয় হাজার হাজার রকমের কষ্ট। আমাদের তৈরি কৃত ভিডিও গুলি Viewers যাতে পছন্দ ও প্রয়োজনে আসে সেটি মাথায় রেখে ও সর্ম্পন্ন Unique করতে হয়। এক কথায় ভিডিও টি Attractive হয় সেই দিকেও খেয়াল রাখতে হয়। এর পর 10k Viewers হলে Monetize জন্য Apply করে ইনকাম শুরু করতে হয়। এর মধ্যে কতটা কষ্ট কত টা সাধনা করতে হয়।ওয়েবসাইট এর মাধ্যমে ইনকাম নিয়ে তথ্য বিশেষ
বর্তমান ডিজিটাল যুগে শেষে দিকে আর স্মার্ট যুগের শুরু হতে চলেছে। আর তার জন্য আমাদের সকলেরই একটি ওয়েবসাইটের প্রয়োজন হয় এবং হচ্ছে। আর এটি সাধারণ ব্যক্তি থেকে শুরু করে ছোট ব্যবসায়ি ও বড় ব্যবসায়ি এবং অফিসেও ওয়েবসাইট একটি বড় ধরণের ভূমিকা রাখতে শুরু করেছে। যার মাধ্যমে যেকোনা ছোট ও বড় ব্যবসায়ি খুব সহজেই তাদের দেশ থেকে বিদেশের ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছে খুব সহজে ও মিনিটের মধ্যেই। আবার সরকারি ও বেসরকারি কাজের জন্য আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় না। বাসায় বসে বা একটি কম্পিউটারের দোকান কিংবা একটি অফিসে গিয়েই আমাদের জরুরী কাজ টি করতে পারছি ঝামেলা ছাড়াই। এই সবই কাজই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি বা করে থাকি। তাই ওয়েবসাইট আমাদের জীবনে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। আমরা ওয়েব ডেভেলমেন্ট কাজ শিখে ওয়েবসাইট তৈরি করে ইনকাম করতে পারি। বর্তমানে ভালো মানের ওয়েবসাইটের বিশাল চাহিদা রয়েছে। বর্তমানে যে সকল ওয়েবসাইট চাহিদা রয়েছে তাহলঃ-- Fast security website for office and bank - অফিসের ও ব্যাংক এর জন্য ফাস্টসিকোরিটি ওয়েবসাইট
- Easy and friendly website for e-commerce - ই কর্মাস এর জন্য ইজি ও ফ্রেন্ডলি ওয়েবসাইট
- Personal and portfolio websites - ব্যক্তিগত ও পোর্টফোলিও ওয়েবসাইট
ওয়েবসাইট এর মাধ্যমে ইনকাম করার জন্য যে সমস্যা গুলো ফেস করতে হয়।
আমাদের দেশে এখনো ইন্টানেট সম্পর্কে ধারণা অনেক কম থাকায়। আমাদের এই ওয়েবসাইট তৈরি করে দিয়ে ইনকাম করা একটুু কষ্ট দায়ক। কারণ এমন মানুষ এখনো দেশে আছে যে তারা ওয়েবসাইটের নাম শুনেছে কিন্তু ওয়েবসাইট ভালো ভাবে বুঝে না কিন্তু তার এটা প্রয়োজন। তাদের বুঝে গেলে অনেক টা কষ্টা সাধ্য ব্যাপার হয়ে পড়ে। যার কারনে আমাদের দেশে ওয়েবসাইটের কাস্টমার অনেক অংশে কম। যে রকম বাইরের দেশ গুলো দেখা যায় তার তুলনায় আমাদের দেশে কম।তবে দেশ স্মার্ট হতে শুরু করেছে তার কারণে আমাদের আসতে আসতে ওয়েবসাইটের চাহিদা বেড়ে চলেছে।সর্বশেষ আমরা বলছি তাহলো
আমাদের দেখানো প্রতিটি ক্ষেত্রে ব্যাপর প্র্রয়োজনিয়তা রয়েছে। আপনি যখন যা করতে চান তা জেনে এবং বুঝে করবেন। জেনে বুঝে না করলে সেখান থেকে ভালো হতেও পারে তবে না পারার সম্ভবনা অনেক অংশে বেশি থাকে। তাই সময়ে নিন বুঝে তারপর সেই কাজটি করুন।ইউটিউব থেকে ইনকাম নিয়ে তথ্য বিশেষ ও ইউটিউব কাজ করতে যে সমস্যা পড়তে হয়।
Freelancing করে ইনকাম নিয়ে তথ্য বিশেষ ও ফ্রীলান্সিং কাজে যে সকল সমস্যা পড়তে হয়।
Facebook কোম্পানি Meta থেকে ইনকাম নিয়ে তথ্য বিশেষ ও Facebook থেকে ইনকাম করার কিছু সমস্যা বা নিয়ম।
ওয়েবসাইট এর মাধ্যমে ইনকাম নিয়ে তথ্য বিশেষ ও ওয়েবসাইট এর মাধ্যমে ইনকাম করার জন্য যে সমস্যা গুলো ফেস করতে হয়।
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts
Comments