ইংরেজি ভাষা জয় করেছেন - দয়াল চন্দ্র বর্মন।international language english

ইংরেজি ভাষা জয় করেছেন - দয়াল চন্দ্র বর্মন।international language english
Posted by Admin
Your Ads Here

ইংরেজি ভাষা জয় করেছেন - দয়াল চন্দ্র বর্মন।international language english
ইংরেজি ভাষা জয় করেছেন - দয়াল চন্দ্র বর্মন।international language english

দয়াল চন্দ্র বর্মন international language english কে করেছে জয় হার মানিয়ে না পারার ব্যর্থতাকে। দয়ল চন্দ্র বর্মন কৃষক পরিবারে তারা জন্ম হলেও নিজে কে নিয়ে যেতে চেয়েছে অনেক উপরে। হাজার কষ্ট এর মাঝে নিজের Fashion কে ধরে রেখে তা করেছে জয়। বর্তমান তাকে সবাই এক নামে চেনে দয়াল চর্ন্দ্র নামে। এখন এই দয়াল চন্দ্র বর্মন সকল মানুষের INSPIRATION হয়ে কাজ করে যাচ্ছে। এই দয়াল চন্দ্র কে বাংলাদেশে সকল মিডিয়া ও যোগামাধ্যমে তার বিষয়ে জানাচ্ছেন।

দয়াল চন্দ্র বর্মন ইউটিউব চ্যানেল

কৃষক এর ঘরের ছেলে এই ইংরেজি ভাষায় পারদর্শী ছেলে যে তার এলাকার ও শহরের সকল ছেলে মেয়েদের ইংরেজি ভাষার গুরুত্ব দিচ্ছেন দয়াল চন্দ্র বর্মন। দয়াল চন্দ্র তিনি নিজের তৈরি করা চ্যানেল এ তাঁর তৈরি করা ভিডিও গুলো ছাড়েন। দয়াল চন্দ্র্র ইংরেজি ভাষায় ভিডিও তৈরি করেন। এই ইংরেজি ভাষা কিভাবে শিখলেন সেই কথা গুলো শেয়ার করেন। যাতে অন্যরা ইংরেজি শিখতে আগ্র্রহী হয়।

দয়াল চন্দ্র বর্মন ফেসবুক পেজ

এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দয়াল চন্দ্র বর্মন ব্যাপক সাড়া ফেলেছে।দয়াল চন্দ্র ইউটিউব এর মতো ফেসবুক ও সেই ভিডিও গুলো পোস্ট করে। তিনি মানুষের কাছে বেশি পৌঁছায় এই যোগাযোগ মাধ্যম Facebook এর মাধ্যমে। তাকে সবাই পছন্দ করে তিনি বিভিন্ন স্কুলে ‍গিয়ে ছাত্রছাত্রীদের ইংরেজি প্রতি গুরুত্ব বোঝায় ও উপকার তুলে দেন।

যেভাবে সহজে ইংরেজি শিখতে হয়।

  • ইংরেজি  lagcure ইউটিউব থেকে শুনতে হবে।(যত সময় সম্ভব)
  • প্রতিদিন Practice করতে হবে। (যত সময় সম্ভব)
  • নিজে নিজে English  কথা বলার চেষ্টা করতে হবে।(সর্বনিম্ন ১০ মিনিট)
  • প্রতিদিন নিজে নিজে ইংরেজি লেখার চেষ্টা করতে হবে।( কমপক্ষে ৩০ মিনিট)
  • ইংরেজি নিয়ে ভবনা চিন্তা করতে হবে।(যত টুকু সম্ভব)
এভাবে করে প্রতিনিয়ত ইংরেজির ভাষার প্রতি আমাদের আগ্রহ কে জাগ্রত করতে হবে। তাহলে আসতে আসতে ইংরেজি ভাষা নিজে মধ্যে ফুটিয়ে তুলতে পারব। যা আমাদের দয়াল চন্দ্র বর্মন দেখে শেখা উচিৎ।
Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

Comments

Post a Comment
Loading comments...