মেট্রোরেল দেশের তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ - ‍SumonBDnet

মেট্রোরেল দেশের তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ - ‍SumonBDnet
Posted by Admin
Your Ads Here

২৮-১২-২০২২ থেকে মেট্রোরেল দেশের তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ - ‍SumonBDnet
মেট্রোরেল দেশের তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ - ‍SumonBDnet

২৮-১২-২০২২ থেকে মেট্রোরেল দেশের তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ

এই মাসের ২৮ তারিখে বাংলাদেশ মেট্রোরেলের তারিকায় লিপিবদ্ধ হবে বাংলাদেশ। যার বাঙালীর অনেক দিনের আশা ও স্বপ্ন ছিল। তা ২৮-১২-২২ তারিখে পূরণ হতে চলেছে। এই মেট্রোরেল চালু হলে বাংলাদেশের রাজধানী ঢাকার যান জোট অনেক অংশে কমে আসবে অনেকের ধারণা। এতে ঢাকার সাধারণ মানুষের সব চাইতে উপকারের আসবে।

আগামী ২৮ ডিসেম্বর বাংলাদেশ আরো এগিয়ে যাবার এক ধাপ যাবে বাংলাদেশ। কারণ ওই দিন উদ্বোধন হবে বাংলাদেশের মেগা প্রকল্প মধ্যে দ্বিতীয় প্রকল্প বৈদিুৎতিক মেট্রোরেল। এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। এবার উদ্বোধন হবে মেট্রোরেল যা এর আগে বাংলাদেশের ছিল না। মানুষের দুর্ভোগ এটাই কমে আসবে মানুষের সময় বাঁচবে। মানুষ দ্রুত ঘরে ফিরতে পারবে এবং কর্মস্থলে পৌঁছাতে পারবে। মেট্রোরেল এর পরে উদ্বোধন হবে তৃতীয় মেগা প্রকল্প বঙ্গবন্ধু টানেল। যেটি কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে গিয়েছে। এরকম আরো উন্নয়নমূলক কাজ চলছে বাংলাদেশ যেটা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করবে।

বাংলাদেশ আগামীতে পাতাল মেট্র্রোরেল কাজ সর্ম্পন্ন হবে। আমাদের দেশে এইটাও ছিলো না। সেই টিও কাজ চলমান যা খুব তাড়াতাড়ি শেষ হবে এবং পাতাল রেল ও চালুু হবে। যা আমাদের বাংলাদেশে উন্নত দেশের মতো সবধরণের সুযোগ সুবিধা থাকবে। যা বীর বাঙালীর অর্জন করেছে।

মেট্রোরেলের ভাড়ার তারিকা ২৮-২-২০২২

২৮-১২-২০২২ থেকে মেট্রোরেল দেশের তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ - _SumonBDnet (1) (1)

স্টেশন থেকে স্টেশনের নাম মেট্রোলের ভাড়ার পরিমাণ
❐দিয়াবাড়ি থেকে সেন্টার পর্যন্ত ◣২০টাকা
❐দিয়াবাড়ি থেকে পল্লবী পর্যন্ত ◣৩০টাকা
❐দিয়াবাড়ি থেকে মিরপুর১০ পর্যন্ত ◣৪০টাকা
❐পল্লবী থেকে মিরপুর১১ পর্যন্ত ◣২০টাকা
❐পল্লবী থেকে শেওড়াপাড়া পর্যন্ত ◣৩০টাকা
❐মিরপুর১০ থেকে ফার্মগেট পর্যন্ত ◣৩০টাকা
❐দিয়াবাড়ি থেকে শেওড়াপাড়া পর্যন্ত ◣৫০টাকা
❐মিরপুর১০ থেকে কারওয়ান বাজার পর্যন্ত ◣৪০টাকা
❐মিরপুর১০ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ◣৫০টাকা
❐আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত ◣৬০টাকা
❐মিরপুর১০ থেকে কমলাপুর পর্যন্ত ◣৭০টাকা

মেট্রোরেল এর সম্পর্কে কিছু কথা

বাংলাদেশে এরকম আরো মেগা উন্নয়ন হক যতে করে বাংলাদেশ বিশ্বের বুকে স্মার্ট বাংলাদেশ হিসেবে জায়গা করে নিতে পারে। এই শুভকামনা জানিয়ে সকল ভিজিটরদের সুুস্থা কামনা করি। ধন্যবাদ সাথে থাকবেন আর পজিটিভ ভাবুন আর ভালো কাজের সাথে নিজেকে যুক্ত রাখুন। মানুষ হিসেবে মানুষের ভালো কর্ম করুন। আরো পোষ্ট পড়ার অনুরোধ জানাই।
Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

Comments

Post a Comment
Loading comments...