বিয়ানীবাজার পুরাতন গ্যাস কূপ থেকে নতুন গ্যাস তোলা শুরু হয়েছে - SumonBDnet
Posted by
Admin
Your Ads Here
বিয়ানীবাজার পুরাতন গ্যাস কূপ থেকে নতুন গ্যাস তোলা শুরু হয়েছে - SumonBDnet |
বিয়ানীবাজার পুরাতন গ্যাস কূপ থেকে নতুন গ্যাস তোলা শুরু হয়েছে
বিয়ানীবাজারে ১নং গ্যাসের কূপ থেকে নতুুুন গ্যাসের সংধান মিলেছে এবং তা উত্তোলন শুরু হয়েছে। গত ২৪ঘন্টা ধরে গ্যাস উত্তোলন কার্যক্রম চলমান রয়েছে।এথন গ্যাসের অনেক চাপ রয়েছে বলে জানা গেছে।ইতিমধ্যেই আরো জানা গেছে ৮মিলিয়ন চাপ রয়েছ্। এটিকে বিভিন্ন ভাবে রিফাইন করে পেটল, কেরোসিন তেল, গ্যাস সহ আরো অনেক খনিজ সম্পদ পাওয়া যাবে। এতে করে বাংলাদেশের একটু হলেও উপকারে আসবে বসে ধারণা করছি।বিগত ৭-৮ মাস ধরে বাজারে তেল দাম হঠাৎ করেই বেড়ে মানুষের জীবন দূবিসহ হয়ে ওঠেছে। এই তেলের দামে কারণে বেড়ে চাল,ডাল, মাছ, শাকসবজি, বিদ্যুৎ সহ বেড়েছে মোবাইল ও ইলেকট্রনিক সংযামের দাম। যার ফলে সারা দেশে চলছে গরিবের হা হা কার। এই হাহাকার তত দিন পর্যন্ত কমবে না যত দিন না এই তেলের দাম না কমছে। এর মধ্যে সরকারি ভাবে এই হাহাকারের নিরাশনের কার্যক্রম শুরু করেছে তার মধ্যে এই বিয়ানীবাজার গ্যাস কূপ পুণঃধনন ও পেনোরায় গ্যাস উত্তোলন শুরু করেছে। আশা করা যায় আগামী সময়ে আরো এরকম কার্যক্রম চালিয়ে যাবে।
বিয়ানী বাজার এর নতুন গ্যাস দৈনিক যোগ ্হবে জাতীয় গ্রীডে। আর এই যুুুক্ত হওয়া গ্যাসে পরিমাণ হবে দৈনিক ৮মিলিয়ান ঘন ফুট গ্যাস।যা অনেক বড় ভূমিকা পালন করবে বাংলাদেশের অর্থনৈতিতে।
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts
Comments