১০০০ টাকায় ব্যবসা করে প্রতিদিন কমপক্ষে ৫০০-৭০০ ইনকাম করা যাবে। Idea - আইডিয়া
Posted by
Admin
Your Ads Here
১০০০ টাকায় ব্যবসা করে প্রতিদিন কমপক্ষে ৫০০-৭০০ ইনকাম করা যাবে। আইডিয়া
১০০০ টাকায় ব্যবসা করে প্রতিদিন কমপক্ষে ৫০০-৭০০ ইনকাম করা যাবে। Idea - আইডিয়া |
১০০০ টাকায় ব্যবসা নিয়ে কথাঃ
আমরা সবাই চাই আমাদের একটা ভালো ইনকাম সোস থাকবে। কিন্ত বিভিন্ন কারণে আমাদের তা আর হয়ে ওঠে না্। অনেক সময় আমাদের যোগ্যতা অনুুযায়ী আমরা আমাদের কাংক্ষিত জায়গা পাচ্ছি না। আর তা থেকে আমরা অনেকে হতাশ হয়ে ঘুড়ে বেড়ায় বেকাৃর হয়ে। আর বেকার জীবন নরকের মতোই একটি জায়গা আমরা কাছে এমনই মনে হয়। আর এটা সবাই জানে। যাই হোক আমরা আমাদের জীবনে হয়তো সবকিছু পাবো না। কিন্তু যে টা চাই সেটা পাওয়ার জন্য চেষ্টা তো অন্তত করতে পারি। আর তার জন্য কাজ বা কর্ম কে ছোট করে না দেখে যেকোনো কাজ করে আমাদের জীবন এগিয়ে নিয়ে যেতে হবে। আর এর জন্য প্রয়োজন কর্ম বা কাজ।যা আমাদের উন্নতির দিকে ধবিত করবে। আর জন্য আমাদের আজকের আইডিয়া ১০০০টাকার ব্যবসা করে কমপক্ষে ৫০০-৭০০ টাকা ইনকাম করতে পারি। আগেই বলে রাখি কোনো কর্মই ছোট করে দেখবেন। আমাদের মাঝে অনেকেই আছেন যারা পড়া লেখা করে ডিগ্রী অর্জন করেছে বলে অনেক ধরনের কাজই করতে চাই না। এটার্ আমাদের সমাজের একটি ভুল ধারণা। আপনি যে কাজই করুন না কেনো সেটা আপনার অফিস বা জব মনে করতে হবে। তো চলুন জেনে নিই ১০০০টাকায় ব্যবসা।
Idea - আইডিয়া গুলিঃ
প্রথমতঃ আপনি ঝালমুড়ির ব্যবসা করতে পারেন। আপনার প্রশ্ন থাকতে পারে কেনো আপনি ঝড় মুুড়ির ব্যবসা কেনো করবেন। কারণ এটাই লাভ বেশি ও মানুুষের অধিক চাহিদা রয়েছে এই ঝালমুুড়ি বিক্রয় করে অল্প সময়ে ভালো টাকা লাভবান হওয়া যায়।দিতীয়তঃআপনি চা বিক্রয় করতে পারেন। কারণ চা আমাদের বাঙালীর নেশা ও পেশা বলা যায়। কারণ এই চায়ের প্রচুর পরিমান চাহিদা সাধারণ থেকে শুরু করে বড় লোকের চাহিদা রয়েছ্।আর এই চায়ের ব্যবসা করতে মাত্র ১০০০ প্রয়োজন হবে। চা বিক্রয় করে আপনি ১০০০ টাকা থেকেও বেশি লাভ করতে পারবেন।
তিতৃীততঃ আপনি কম দামি হেডফোন বিক্রয় করতে পারেন।কারণ আমাদের সবাই ফোন রয়েছে আর প্রয়োজন হয় হেডফোনের। আর কম দামে হেডফোন পেলে মানুুষ কিনবেই। কারণ কথায় আছে বিনা পয়সায় বাঙালী আলকারাও খেয়ে ফেলে। তাই কম দামি হেড ফোন বিক্র্রয় করেও আপনি হাজার টাকা লাভ করতে পারবন।
ভালো কিছু কথাঃ
একটা কথা বলতে চাই কাজ তো কাজই তাই কখন কাউকে বা কাজ কে ছোট ভাববেন না। কারণ এই ছোট কাজ করে অনেকে লক্ষাপতি পর্যন্ত হয়েছ্।এটা আমাদের সামনে থেকে দেখা। তাই কোনো কাজ কে ছোট করে দেখার সুযোগ নাই। আপনার যদি উপড়ে উল্লেখ করা কাজ গুলো যদি না ভালো লাগে তাহলে অবশ্যই আপনার যেটা ভালো লাগে সেটাই করতে পারেন কিন্তু সেটি মন দিয়ে করতে হবে। না হলে সেখানে ক্ষতির সম্মখীন হতে পারেন। আর যদি সফল হয়ে যান তাহলে অবশ্যই অহংকার করবেন না কখনো। তাহলে আপনি জীবনে ভালো মতো থাকতে পারবেন।
শেষ কথাঃ
মানুষ কে পারলে ্উপকারে করুন না পারল ক্ষতি করবেন না। উপকারীর উপকারের প্রতিদান সব মানুষ না করতে পারলে আপনাকে সে কখনো ভুলবে না। যদিও মুুখে না শব্দ থাকলেও বিবেক কথা বলে। আর বিবেকের আদালতে সবাইকে জাবাব দিতে হয় ও শস্তি ভোগ করতে হয়। ভালো থাকুন আগামী পো্স্ট এ আরো Idea (আইডিয়া) নিয়ে হাজির হবো সেই সময় পর্যন্ত আমাদের সাইটের সাথে থাকুন এবং আরো প্রয়োজনীয় পোস্ট গুলি পড়ুন। ভালো থাকুন ভালো রাখুন....
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts
Comments