আমরা কিভাবে সুখময় সুন্দর জীবন গড়ব? - Success-Life

আমরা কিভাবে সুখময় সুন্দর জীবন গড়ব? - Success-Life
Posted by Admin
Your Ads Here

আমরা সবাই চাই আমাদের জীবন সুন্দর ও সুখের করতে চাই। কিন্তু এই সুুখের জীবন গড়তে গিয়ে আমরা আমাদের জীবন দুঃখময় করে তুলি। প্রশ্ন জাগতে পারে আপনাদের কিভাবে আমরা আমাদের জীবনকে দুঃখময় করে তুলি? 

আমরা কিভাবে সুখময় সুন্দর জীবন গড়ব? How can we build a happy and beautiful life? - Success-Life
আমরা কিভাবে সুখময় সুন্দর জীবন গড়ব? - Success-Life

উত্তরের বলছি আমরা সবাই মনে করি যে টাকা মাধ্যমে ছাড়া সুখ শান্তি অসম্ভব। আসলে টাকা প্রকৃত সুখ ‍দিতে পারে না। কারণ সুখ একটি অনুভবের ব্যাপার। যা আমরা টাকা উপার্জনের চিন্তার কারণে তা আমাদের সুখ অনুভব করতে প্রধান বাধা হিসেবে কাজ করে। এর পর আছে নানা ধরনের চাহিদা যা আমাদের না থাকলেও হয়। কিন্তু আমরা মানুষ কে দেখাতে সবচেয়ে বেশি পছন্দ করি তার জন্য আমরা আমাদের উপর বেশি পরিমাণ চাপ সৃষ্টি করি। আর তার থেকে জন্ম নেয় রোগ-শোক, মানসিক অশান্তি ও হিংসাময় জীবন। যার ফলে আমরা আমাদের নিজেদের ধ্বংস নিজেরাই আমন্ত্রণ জানি বরণ করি।

আসলে কিভাবে আমরা আমাদের সুখময় সুন্দর জীবন গড়তে পারি।

জীবন টাকে টাকার দিকে না ছুটে জীবন স্বাদ গ্রহণ করুন। যেমন জীবনে অনেক টাকার মালিক, সোনা দানা, গোহন গাটি ও গাড়ি-বাড়ির চিন্তায় নিজের জীবন টাকে নষ্ট না করে প্রয়োজন মত টাকা পয়সা আয় ও ব্যয় করুন। মানুষকে দেখানোর জন্য বেশি বেশি ব্যয় ও আয় করে নিজের শরীর টাকে অসুস্থ করবেন না। কারণ শরীর একবার বেশি অসুস্থ হলে সেটি আর কখনো যাবে না। এবং সেই অসুস্থতা সারাজীবনে বয়ে নিয়ে বেড়াতে হবে। যদি একটি একটু কম খাই ও কম চাহিদা রাখি তাহলে আমরা সারাজীবনে বেশি টাকা চেয়ে বেশি সুস্থ থাকবো। আমরা সবাই জানি স্বাস্থ্য শরীর আসল সম্পদ। স্বাস্থ্য শরীর ভালো থাকলে সারা জীবন প্রয়োজন মতো আয় বা উপার্জন করতে পারবেন।

তাহলে স্বাদের জীবনে কেনো এত চাপ নিয়ে জীবন অতিবাহিত করতে হবে। জীবনে যতো সাধারণ থাকবেন যতো সহজ সরল থাকবেন জীবনে তত ভালো থাকবেন। হয় তো কিছু নেগেটিভ মানুষের কারণ হবেন কিন্ত জীবনে আসল স্বাদ নিতে পারবেন ও বেশি দিন বাঁচবেন। 

যথা স্বাধ্য গরিব ও সাধারণ মানুষের যেকোনো ভাবে সহযোগিতা করুন। টাকা দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই। যেভাবে পারেন সেইভাবেই সহযোগিতা করুন। এটা আমাদের করা কঠিন কিন্তু করতে পারলে দেখবেন মানসিক শান্তি ও আর্শিবাদ পাবেন যেটা টাকা পয়সা ধন দৌলত এর মধ্যে পাবেন না।

কখনো কারো ক্ষতি করা বা ক্ষতি চাওয়া ও হিংসা করা করবেনা। কারণ যাকে ক্ষতির চেষ্টা বা হিংসা করছেন তাকে হয়তো ক্ষতি করতে পারবেন কিন্তু একদিন ঠিক তার থেকেও বেশি ক্ষতি গ্রস্থ আপনি হবে। এটা আমরা সবাই জানি কিন্তু বাস্তবে তা করি না তার উল্ট টা করি। কারণ আমদের নেগেটিভ থিংকস এ আমরা চলি। তার কারণে এমন টা ঘটে। আমাদের নেগেটিভ থিংকস থেকে ধিরে ধিরে বের হয়ে এসে পজেটিভ থিংকস এ চলতে হবে। এর জন্য পজেটিভ মানুষের দের সময় দিতে হবে ও পজেটিভ এবং মোটিভিশন ভিডিও দেখতে হবে। পজেটিভ মানুষদের থেকে পরার্মশ নিতে হবে। এভাবে পজেটিভ এ আসবেন দেখবে জীবন আসলেই সুখময় সুন্দর হবে।

সকল ভিজিটর/পাঠক দের শুভকামনা জানিয়ে শেষ করছি। আপনাদের সুমতি হক ও জীবনে অনেক ভালো মানুষ হোন এবং সুখি মানুষ হন।

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

Comments

Post a Comment
Loading comments...