ক্ষুদ্র উদ্যোক্তাদের সফলতার গল্প - Sumonbdnet

ক্ষুদ্র উদ্যোক্তাদের সফলতার গল্প - Sumonbdnet
Posted by Admin
Your Ads Here

ক্ষুদ্র উদ্যোক্তাদের সফলতার গল্প - সুমনবিডিনেট
ক্ষুদ্র উদ্যোক্তাদের সফলতার গল্প - সুমনবিডিনেট

উদ্যোক্তা নাম টি শুনলেই যেন বড় ধরণের ভালো লাগা তৈরি হয়। আর তাই আজ ক্ষুদ্র উদ্যোক্তাদের সফলতার গল্প শেয়ার করবে আপনাদের মাঝে। যাতে করে আপনাকে মাঝ খান থেকে যেন আরো উদ্যোক্তা তৈরি হয়। আর বাংলাদেশে বেকার সমস্যা দূর হয়। আজ যে গল্প শেয়ার করব সেটি বাস্তব রিয়েল লাইফে ঘটে যাওয়া কাহিনী। তো শুরু করছি.....

রাজ মা বাবা এক মাত্র সন্তান। রাজ এর যখন ১০বছর বয়স তখন তার বাবা মারা যান। মা তাকে কষ্ট করে  ১০শ্রেণী পর্যন্ত লেখা পড়া করিয়েছেন তারপর তার মাও মারা যান। এরপর সে পড়ালেখার পাশা পাশি কাপড়ের দোকানে কাজ করেন বিক্রতা হিসেবে। কারণ চাকরি তার পছন্দ নয় এবং সে সময় ভালো চাকরি পাবে না। কারণ তার পড়ালেখা চাকরি পাবার মতো যোগ্যতায় পৌঁছাতে পারেনি। তার উদ্যোক্তার হবার খুব আশা বা শখ যাই বলি সেটি ছিল প্রবল। তিনি খুব ভালো বিক্রি করতে ও তার রেগোলার ক্রেতা বানিয়ে ছিল অনেক। যাতে সে যখন উদ্যোক্তা হবে তখন সে যাতে ক্রেতা খুঁজতে না হয়।

তিনি দীর্ঘ্য দিন সে দোকানে থেকে ব্যবসার আট-ঘাট বুঝে নেন। তারপর সে কিস্তি তুলে খুব ভালো মার্কেটে দোকান ভাড়া নেন। সেখানে তার ক্রেতাদের চাহিদা অনুযায়ী মালা-মাল ক্রয় করে দোকান সাজান। ৬-১২মাস সে ভালো বেঁচাকেনা না করতে পারলেও সে ধর্য্য হারান নি। তারপর সে হঠাৎ করেই তার আগের কাষ্টমাদের সাথে আসতে আসতে সবার সাথে দেখা হয় আর তারা তাকে দেখে খুবই আনন্দিত। কাষ্টমার সবাই তার কাছ থেকে এত বেশি জামা কাপড় ক্রয় করলো যে তার অনেক পরিমাণ লাভ হলো। তার কাছে এসে কোনো কাষ্টমার ফেরত যাননি। তার ব্যবহার ও নেন দেন অনেক ভালো ছিল। এভাবে তার সকল ঋণ শোধ করেন এবং তার দোকান সে মার্কেটের সেরা দোকান হলো। তিনি তার দোকানে ১০জন লোক রাখেন ও প্রশিক্ষণ দেন। তারপর তিনি বাড়ি ঘর তৈরি করেন দালান করে ২তালা।

তিনি এর সাথে একটি উদ্যোক্তার প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেন ও প্রশিক্ষণ দেন ঋণ দেন অল্প লাভে। এভাবে তার ১থেকে ১০হাজারের ও বেশি মানুুষের ফ্রী প্রশিক্ষণ সাপোর্ট দিয়ে উদ্যোক্তা তৈরি করেন। প্রশিক্ষার্থীর সকলের সফল উদ্যোক্তা তৈরি করে। এর মধ্যে তিনি মাষ্টাস্ পাস করেন। এভাবেই তিনি বছর বছর বিভিন্ন একাধিক প্রতিষ্ঠান তৈরি করে ও সমাজ ও দেশের জন্য ‍সুনাম সহ দেশ গড়ার অংশিদার হতে চলেছেন।

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

Comments

Post a Comment
Loading comments...