সিত্রাং ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে।info
Your Ads Here
![]() |
সিত্রাং ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে।info |
প্রকৃতি অনেক বড় শক্তিশালী। আর এই প্রকৃতির শক্তিশালী ভয়ানক এর নাম ঝড় বন্যা ও জলোচ্ছ্বাস। প্রকৃতির একটি ভয়ানক রূপ সিত্রাং সাইক্লোন ঝড়। যেটি বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে সাধারণ মানুষের ক্ষতি করেছে বৈদ্যুতিক লাইনের। এই ঝড়ের কবলে পড়ে ৩০ থেকে ৩৫ জন ও নিহত হয়েছে এমনটি ধারণা করা হচ্ছে। এখন যে বাজারের সব দ্রব্যমূলক দাম এত বেশি এতে মানুষ অনেক বেশি ক্ষতি ও কষ্টে আছে এর মধ্যেই আবার সিত্রাং সাইক্লিন ঝড়। এই ঝড়টি সুপার সাইক্লিন হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি হলে অনেক মানুষ আরো মারা যেত। সারা বাংলাদেশ অন্ধকারের আচ্ছন্ন হতো। সে দিক থেকেই সৃষ্টিকর্তা বাঁচিয়ে দিয়েছে।
এর আগে ঝরে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবার সেই ঝড় থেকে এই সিত্রাং ঝড়ের ক্ষয়ক্ষতি অনেক বেশি। অনেক ধানের ক্ষেতের ধান মাটিতে শুয়ে পড়েছে এবং ধান চিট ধরে যাবে বলে অনেক চাষী বলছে। এতে করে ধানের দাম চালের দাম অনেক বৃদ্ধি হতে পারে। এমনটি হলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যাবে। তবে বাংলাদেশের অনেক অঞ্চলেই ঝড়ের কোন প্রভাব পড়ে নিই। সেইখানকার ফসল সহ সবকিছুই ভালো আছে। তবে সারা বাংলাদেশের বৈদ্যুতিক সংযোগের অনেক ক্ষতি হয়েছে। এবং গাছপালার অনেক ভেঙে পড়েছে রাস্তার উপর। সব মিলিয়ে সিত্রাং ঝড় অনেক ক্ষতি করেছে বাংলাদেশের।
ঝড় দ্রব্যমূলের দাম বৃদ্ধি সবমিলিয়ে মানুষ এখন অনেক কষ্টের দিন কাটাচ্ছে। দ্রব্যমূলের দাম বাড়লেও বাড়েনি সাধারণ মানুষের আয় বরং অনেক অংশে কমে গিয়েছে সাধারণ মানুষের কাজ ও আয়। এতে করেও ছোট ছোট ব্যবসায় যারা আছেন তারাও অনেক বিপক্ষে রয়েছে। খুব তাড়াতাড়ি যদি দ্রব্য মূল্যর দাম না কমে বা কাজের মূল্য বৃদ্ধি যদি না হয় তাহলে মানুষ এর কষ্ট হাজার গুনে বেড়ে যাবে। অনেক সাধারণ গরিব মানুষ না খেয়ে থাকতে হবে দিনের পর দিন। যদিও বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে কর্তৃপক্ষ কি হবে বলা মুশকিল। আশা রাখি খুব তাড়াতাড়ি আমরা সবাই ভালো কোন ফলাফল পাবো। যাতে সর্বসাধারণের অসুবিধা না হয় এমনটাই আশা করছি।
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts
Comments