শাকিব খান অপু বিশ্বাস বুবলি ও পূজা চেরি
Posted by
Admin
Your Ads Here
শাকিব খান অপু বিশ্বাস বুবলি ও পূজা চেরি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচন এবং জয় ও বীর দুই ভাই
সাম্প্রতিক সময় শাকিব খান ও শবনম বুবলির সন্তান বীর কে সবার সামনে নিয়ে আসার পরেই এই আলোচনার ঝড় আসে শাকিব খান কে নিয়ে। ইতিমধ্যে অনেকেই বলাবলি করছে যে শাকিব খান বুবলির ডিভোর্স হয়ে গিয়েছে ও আরো আলোচনা হচ্ছে শাকিব খান আর পূজা চেরিকে নিয়েও।শাকিব খান অপু ও সাম্প্রতিক সময় শবনম বুবলি কে নিয়ে বেশ কিছু ছবি তৈরি করেছেন শাকিব খান। সর্বশেষ পূজা চেরি নিয়ে তার ছবি বেরিয়েছে নোলক। বিশেষ করে সাকিব অপুর ছবি করা যদি বেশ বছর ভালই ছিল ছবিও ভালো চলছিল তার মধ্যেই অপু শাকিবের ছেলে জয় আসার পর থেকেই অপু বিশ্বাস সেইভাবে কাজ করতে পারছে না। সেখানে সঙ্গে ও অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়ে যায় এরপর বুবলিকে নিয়ে ছবি করা শুরু করে কিং খান শাকিব খান। তার সাথেও একই রকম হয়েছে যেমনটি হয়েছিল অপু বিশ্বাসের সাথে। এর মাঝে শাকিব নোলক ছবি কে কেন্দ্র করেই মানুষ বিভিন্ন কথা বলাবলি করছে। শাকিব ও পূজা চেরি কে নিয়ে।
সর্বশেষ শাকিব খান ও বুবলির এই সন্তানকে নিয়ে বহু মানুষ বহু রকমের ভিডিও তৈরি করছে ও নানা মানুষ তাতে কমেন্ট করছে বিভিন্নভাবে বিভিন্ন রকম। এর মাঝেই শাকিব খান আর পূজা চেরি দুজন দুজনের সাথে প্রেম আছে এমনটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আসছে। কিন্তু এতে পূজা চেরি বিরক্ত। এই কয়েকদিনে ইউটিউবারা পূজা চেরিকে নিয়ে বেশ কিছু ভিডিও কন্টেন্ট তৈরি করেছে। এটা জানিয়েছে যে তাকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও আপলোড করলে সে আইনের সহযোগিতা নিবে।
বন্ধুরা যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করেছি। আমাদের সাথে থাকুন ও আমাদের সাইটটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আশা করছি আপনাদের অনেক তথ্য ও অনলাইন ইনকাম সম্বন্ধে অনেক ধারণা পাবেন। ধন্যবাদ সাথে থাকবেন।
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts
Comments