কোন কাজ শিখব ও সেই কাজের মাধ্যমে ইনকাম করব সারাজীবন | Online Earnings
Posted by
Admin
Your Ads Here
কোন কাজ শিখব ও সেই কাজের মাধ্যমে ইনকাম করব সারাজীবন | Online Earnings |
Online Earnings:
কোন কাজ শিখব ও সেই কাজের মাধ্যমে ইন্টারনেট থেকে ইনকাম করব সরাজীবন এই প্রশ্নটি প্রায় সবাই মনে মনে ও মুখে মুখে আছেই। সবাই চেষ্টা করছে কিভাবে বাড়িতে থেকেই অনলাইন থেকে ইনকাম করা যায়। যাতে পরিবারের হাত ধরতে পারি ও নিজের ক্যারিয়ার গড়তে পারি। এমন টা সবাই ভাবে ও করতে চায়। তাই আমরা কষ্টের টাকা খরচ করে ফ্রিলান্সিং এর কাজ শিখি থাকি। কিন্তু অনেক কাজ শিখেও ফ্রিলান্সিং মার্কেট প্লেস এর কাজ পাচ্ছে না। তাই ইনকাম করতে পারছিনা। এমন অনেক মানুষ রয়েছে। তো চুলুন ফ্রিলান্সিং সম্পর্কে জেনে আসি।ফ্রিলান্সিং কেমন কিভাবে কি করতে হয়।
ফ্রিলান্সিং আসলে অন্যর কাজ ইন্টারনেট ব্যবহার করে দূর থেকে করে দেওয়া কে ফ্রিলান্সিং বলে। এই কাজ করতে গেলে বিভিন্ন ধরণের বিভিন্ন কাজ শিখতে হয়। একাধিক কোর্সের একাধিক ফি দিয়ে। যেমনঃ
- Seo
- Data entry
- Graphics design
- Web develobment
- Facebook marketing
- Youtube marketing
আরো নানা রকম কাজ শিখতে হয়। এই জন্য কঠিন কষ্ট করে শিখতে হয়। শেখার পর বিভিন্নি মার্কেট প্লেস অ্যাকাউন্ট করে গিগ তৈরি করে দেশি ও বিদেশী বায়ার ধরতে হয়। এই বায়ার পাওয়া অনেক কঠিন ব্যাপার। কারণ Freelancing Marketplace এ কম বেশি সবাই Expert। আর Freelancing Marketplace এ সবাই কাজ করতেই বেশি ভাগ করতে যায়। বায়ার সেই তুলনায় বাস্তবিক পক্ষে অনেক কম। সে ক্ষেত্রে কাজ পাওয়া কাজ পাওয়া খুববি কষ্ট সাধ্য হয়ে পড়ে। যারা সহজেই বায়ার পাই কম সময়েই তারাই ১০০% সার্ফল্য পাই। কিন্তু অনেক সময় কাজ পাওয়া যায় না বা থাকে না তখন বসে থাকতে হয়। আর Freelancing Marketplace বাইরে কাজ পাওয়া সেই টিও অনেক কঠিন। কিন্তু সব Freelancing শেখার প্রতিষ্ঠানটি ও শিক্ষক এমন ভাবে ব্রেন এমন ভাবে ভিডিও দেখিয়ে ওয়াস করে যে Freelancing শিখলেই লক্ষ টাকা ইনকাম হবে। অর রাতারাতি বড় লোক বা ধনি হওয়া যাবে। সত্যি অর্থে কাজ করলে টাকা ইনকাম করতে পারবেন না পেলে ইনকাম করতে পারবেন। এখানে বেশির ভাগ মানুষই ব্যর্থ হয়ে থাকে। ১০ভাগ ভালো কাজ পাই ও ভালো ইনকাম করতে পারে। এই Freelancing আমার কাজে অনেক রিংস্কস মনে হয়। সে ক্ষেত্রে ব্লগিং ভালো।
ব্লগিং কেমন কিভাবে কি কাজ করতে হয়।
ইন্টারনেট জগতে সবচেয়ে সহজে ইনকামের উপায় হলো ব্লগিং। ব্লগিং ওয়েবসাইট এর মাধ্যমে কম সময়ে ইনকাম করা সম্ভব। প্রশ্ন থাকতে পারেঃ-
কত দিনে ব্লগিং করে ইনকাম শুরু করা সম্ভব?
উত্তরে বলব মাত্র ৩মাস ব্লগিংয়ের মাধ্যমে ইনকাম শুরু করতে পারবেন।
আর এই ব্লগিং করতে কোনো টাকা পয়সা ছাড়াও করা সম্ভব। কোনো কোর্স করতে হয় না শুধু ইউটিউব থেকে ব্লগিংয়ের উপর সাধারণ জ্ঞান নিলেই কাজ করতে পারবেন। আবার কোনো সমস্যায় পড়লে ইউটিউব থেকে ভিডিও দেখে তার সমাধান করতে পাবেন। ব্লগিং করে আপনি সারা জীবন ইনকাম করতে পারবনে। কাজ করলেও ইনকাম করেত পারবেন না করলেও ইনকাম করতে পারবেন। কিন্তু ব্লগিং সাইটি সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। সপ্তাহে ২টা থেকে ৩টা কাজ করলেই হবে। তাও আবার ৫-৬ঘন্টা কাজ করলেই হবে। কাজ গুলো হলো Content writing করে ও Graphics Design করে পোস্ট সাজিয়ে পোস্ট করলেই বাস্ কাজ শেষ। একে বারেই ছোট্ট কাজ মাত্র ৫-৬ ঘন্টা লাগে রেডি করতে। তারপর আপনার ছুটি।
তাহলে দেখুন টাকা খরচ করে মাসে মাসে কোর্স করে সময় নষ্ট করবেন নাকি টাকা ছাড়াই ইনকাম শুরু করবেন। ব্লগিং কাজ করলেও আপনি আপনি ইউটিউব বা কোনো প্রতিষ্ঠান থেকে কাজ শিখতে পারবেন। তবে দুই নৌকায় পা রাখা কষ্টই হবে। ব্লগিং অবহেলাই পড়বে। তাই আপনার পছন্দ আপনি কি করতে চান।
সকল পাঠক ভিজিটরদের শুভ কমনা জানিয়ে আজ এই খানেই শেষ করছি। ভালো থাকবেন সঠিক সির্দ্ধান্ত নিবেন সময় নিয়ে। কারণ আজকের নেওয়ার সির্দ্ধান্ত আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করে।
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts
Comments