কিভাবে পজিটিভ থিংক এর মাধ্যমে জীবন গড়ব - Sumonbdnet

কিভাবে পজিটিভ থিংক এর মাধ্যমে জীবন গড়ব - Sumonbdnet
Posted by Admin
Your Ads Here

আমাদের দেশে পজিটিভ থিংকস এর অনেক বড় অভাব রয়েছে। আমাদের বেশি রয়েছে  নেগেটিভ থিংকস। কেবল কিছু মানুষ আছে যারা পজিটিভ। আমরা পজিটিভ কাজ গুলো না করে শুধু নেগেটিভ কাজ গুলো করে থাকি ও জীবন সাজাতে চেষ্টা করি অনেকেই ব্যর্থ হই আবার অল্প কিছু মানুষ সাজাতে সফল হয় কিছু সময়ের জন্য। তারপর সব শেষ হয়ে যায় নিজের সম্মান পর্যন্ত অনেকে রক্ষা করতে পারে না। শেষ পর্যন্তু অপবাদ এর মাধ্যমে নিজের জীবন শেষ হয়।

কিভাবে পজিটিভ থিংক এর মাধ্যমে জীবন গড়ব। How to build a life through positive thinking.। Success-Life
কিভাবে পজিটিভ থিংক এর মাধ্যমে জীবন গড়ব। How to build a life through positive thinking.। Success-Life

তাই আজ আমরা জানবো পজিটিভ আর নেগেটিভ থিংকস আমাদের জীবন প্রভাব বিস্তার করে থাকে। আমার শেয়ার করা “কিভাবে পজিটিভ থিংক এর মাধ্যমে জীবন গড়ব। (How to build a life through positive thinking)” পোষ্টটি বাস্তব জীবন থেকে নেওয়া ও দেখা Experience থেকে শেয়ার করছি। যাতে করে আপনাদের জীবনে কোনো ভূল সিন্ধান্ত থেকে বাঁচিয়ে ভালো জীবন যাপন করতে পারেন।

আমরা সবাই সামাজিক জীব সবাই সাথেই আমাদের চলতে হয় প্রয়োজনে অপ্রয়োজনে আরো বিভিন্ন কারণে। তাই আমরা অনেক সময় কিছু নেগেটিভ ও পজিটিভ মানুষের সাথে চলতে থাকি। তবে আমাদের সমাজে খুম কম মানুষ আছে যারা পজিটিভ। আমরা এখন পজিটিভ ও নেগেটিভ মানুষদের মধ্যে কিছু পার্থক্য দেখে নিই।

পজিটিভ ব্যক্তিঃ

আমরা আমাদের জীবনের চলার পথে অনেক মানুষের সাথে চলতে হয়। যার মধ্যে পজিটিভ মানুষ সেরা। আমরা পজিটিভ মানুষ বল বুঝি যারা ভালো কাজ কর্ম প্রতিনিয়ত করে যায় কোনো স্বার্থ ছাড়া। এবং রাগ ত্যাগ করে ঠান্ডা মাথায় যে কোনো সির্দ্ধান্ত ও পরার্মশ দিয়ে থাকে অথবা নিজে জন্য নিয়ে থাকে। এরা কারো সাথে বাজে কথা বার্তা বলেন না ও ঝগড়া মারা মারি করেন না। কারো সম্পদ বা সম্প্রতি উপর জোড় দেখায় বা করে না। পজিটিভ মানুষ শুধু নিজের ও সকল মানুষের ভালো চায়। কারণ একজন পজিটিভ মানুষ জানে যে ভালো মানুষ কখনো কারো উপর কোনো রকম অন্যায় অত্যাচার করতে পারে না। পজিটিভ মানুষ সকল মানুষের মুখ কথা বার্তা চলা-ফেলা ও বসা দেখে বুঝতে পারে এই ব্যক্তির কি ধরণের কাজ করতে পারে। তাই সে আগে থেকেই সর্তক থাকেন। যদি কোনো নেগেটিভ ব্যক্তি সামনে পড়লে তাকে মেনজ করে তার থেকে ২০০গজ কম পক্ষে দূরে থাকে। (পজিটিভ ব্যক্তির আরো অনেক ভলো গুণাবলি আছে সেই গুলি হয়তো অন্য পোস্ট এ জানতে পারবেন।) পজিটিভ ব্যক্তি যত কম ইনকার করেন কেনো জীবনে সে অবশ্যই সুখি ও শান্তি অনুভব করে।

নেগেটিভ ব্যক্তিঃ

আমাদের সমাজের নেগেটিভ ব্যক্তির অভাব নেই। এদের দেখলেই চেনা সহজ। এরা কারো ভালো দেখতে পারে না। ভালো কাজের আগে নেগেটিভ কথা বার্তা বলে অন্য ব্যক্তিদের ডিমোটিভেট করে। এই ব্যক্তিরা বাজে কথাবার্তা ঝগড়া মারা মারি করে ও অন্যকে ঝগড়া মারামারি করতে সাহার্য্য করে ও বাধিয়ে দেয় এবং অন্যর সম্পদ সম্প্রতির উপর জোড় করে। নেগেটিভ ব্যক্তি নিজের চিন্তার করার চেয়ে পরের চিন্তা বেশি করে। ভালো যেকোনো কিছু তারা দেখতে পারে না। (নেগেটিভ ব্যক্তির আরো খারাপ গুণাবলি রয়েছে সেগুলো আমাদের অন্য পোষ্ট এ পাবেন।) নেগেটিভ ব্যক্তির শেষ পরিণিত খুবিই খারাপ হয়ে থাকে। কারণ সময় সব সময় এক রকম থাকে না।

এখন সবই তো পড়লেন ও বুঝলেন। আপনি কোন দলে যাবেন সেটা আপনার ইচ্ছা। খারাপ বা নেগেটিভ ব্যক্তি এক সময় বেশি ভয়ংকর হয়ে ওঠে আবার হঠাৎ করে শেষ হয়েও যায়। আর পজিটিভ বা ভালো ব্যক্তি ধৈর্য্য ধরে খারাপ সময় পার করে এবং সময় হলে সঠিক জবাব দেয় তার ভালো কাজের মাধ্যমে। পজিটিভ ব্যক্তি একদিন সবাই চেনে ও সবাই তাকে ভালোবাসা উপহার দেয়।

তাই পজিটিভ থিংক এর মাধ্যমে জীবন গড়তে উল্লেককৃত পজিটিভ ব্যক্তির যে সকল ভালো গুণাবলির কথা বল হয়েছে সে গুলি অবশ্যই নিজের মধ্যে সৃষ্টি করুন। অবশ্যই ভালো জীবন গড়তে পারবেন ও ভালো থাকবেন হাজার দুঃখেও...............

সকল ভিজিটর/পাঠক কে আন্তরিক ধন্যবাদ সময় দিয়ে আমাদের পোষ্টটি পড়বার জন্য। আশা করি আপনাদের জীবনে পজিটিভ প্রয়াগ করে ভালো জীবন যাপন করুন ও সুন্দর জীবন গড়ুন। অপর কে সহযোগিতা করুন। আমাদের সাথেই থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল।

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

Comments

Post a Comment
Loading comments...