সফলতার ১০বছর Motivation Success-Life। SumonBDnet

সফলতার ১০বছর Motivation Success-Life। SumonBDnet
Posted by Admin
Your Ads Here

মানুষ সব সময় তার নিজের জীবনকে ভালো ও সুখময় করতে সফলতা বা টাকার পিছনে ছুটে বেড়ায় সরা জীবন। এটাই সাভাবিক মনে করেন অনেকে। আসলে কিন্তু তা নয়। কারণ আমাদের জীবনে টাকা/সফলতার অবশ্যই দরকার আছে। কিন্তু এই সফলতার জন্য নিজকে তৈরি করতে হয় আর তার জন্য অনেক সময় আর ধৈর্য্যর প্রয়োজন রয়েছে অপরিসীম।

সফলতার ১০বছর Motivation Success-Life। SumonBDnet
সফলতার ১০বছর Motivation Success-Life। SumonBDnet

সুখ,টাকা আর ক্ষমতা আর সফলতা সবাই পেতে চাই। টাকা ক্ষমতা পেলেও সুখ ও সফলতা পাওয়া সহজ নয়। বা জোড় করেও পাওয়া সম্ভব নয়। কিন্তু সফলতা পেতে নিজের সততা, প্রতিভা, শিক্ষা, সময়, ধৈর্য্য দিয়ে পাওয়া সম্ভব। কিন্তু আমরা অনেকেই সফলতা পেতে চাইলেও এই পাঁচটি আমাদের অনেকের মধ্যেই নেই। তার কারণেই আমাদের অনেকেই সফলতা পাই না। 

আমাদের সফলতা পেতে কি করতে হবে।

আমরা যারা সফলতা পেতে চাই বা সফলতার পেছনে পড়ে আছি তাদের সর্ব প্রথমে সততা, প্রতিভা, শিক্ষা, সময় ও ধৈর্য্য অর্জন করতে পারেন তাহলে সফলতা পাওয়া অনেক সহজ। 

সততাঃ আমদের জীবনে একটি বড় ভূমিকা পালন করে। কারণ সততা আমাদের ভালো পথ প্রদর্শন করে। যা আমাদের ভালো মানুষ হতে সহযোগিতা করে।

প্রতিভাঃ আমাদের প্রতিটি মানুষেরই কোনো না কোন প্রতিভা রয়েছে। সেই প্রতিভা আমাদের জনগোষ্ঠির কাছে প্রকাশ ও প্রতিভাকে কাজে লাগিয়ে আমাদের মানুষের কল্যানে কাজ করতে হবে।

শিক্ষাঃ আমাদের জীবনে বিশাল ভূমিকা পালন করে। যা আমাদের জীবনকে আলোকিত করে ভালো মন্দ কে বোঝার জ্ঞান প্রদান করে। 

সময়ঃ দিয়ে আমাদের যেকোন একটি লক্ষকে স্বার্থক করে তুলতে হবে। সময় মানুষের জীবনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ও সবচেয়ে বড় শক্তি সময়। যার সময় ভালো তার সব ভালো। যার সময় ভালো না তার কোনো কিছুই ভালো চলে না। তাই সময়ে ‍দিকে লক্ষ রেখে নিজের লক্ষ ধরে রাধতে হবে।

ধৈর্য্যঃ মানুষের জীবনে মহত গুণ হচ্ছে “ধৈর্য্য”। ধৈর্য্য ছাড়া কোনো কিছু সম্ভব না। কোনো কিছুতে ব্যর্থ হলে ধৈর্য্য ধারণ করে আবার পথ চলতে হবে। ধৈর্য্য ধারণ করলে কোনো না কোনো ফল অবশ্যই আপনাকে দেবে। 

এই পাঁচটি গুলো আয়তো করা এই জগতে অনেক বড় কঠিন কাজ। যা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। কিন্তু নেগেটিভ ব্যক্তির কারণে আমাদের এই সফলতার গুণ গুলো ধারণ করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু আপনি যদি লক্ষ ঠিক রেখে নেগেটিভ ব্যক্তিকে এড়িয়ে চলেন তাহলে অবশ্যই সফলতা আপনাকে মাথায় করে রাখবে।

সফলতা কত বছরে পাবো?

অনেক নিজেকে এই প্রশ্ন করে থাকে যে কত ‍দিনে পরে আমি সফলতা পাবো। আমাদের প্রথম সমস্যা হলো এই প্রশ্ন করা। কারণ আমরা তো কর্মই ভালো মত শুরু করি না কিন্তু ফল এর পাওয়ার আশা করি থাকি বেশি এটা ঠিক না। আপনার কর্ম যেমন হবে তার ফল তেমন পাবেন। এই সরল কথা আমাদের মাথাই আসে না। আপনি যদি সততা,প্রতিভা,শিক্ষা,সময় ও ধৈর্য্য ধারণ করে কর্ম করে যান তাহলে অবশ্যই ১০বছরের মধ্যেেই সফলতা পাবেন ১০০তে ১০০।

আশা করি আমাদের দেওয়া তথ্য গুলো আপনাদের জীবনে সফলতা দিকে নিয়ে যাবে। আপনাদের জন্য আরো সফলতা নিয়ে লিখব অনেক বিষয়ে নিয়ে। আমাদের সাথেই থাকবেন। যেকোন পরার্মশ পেতে আমাদের সেসেজ দিন। আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। ভালো থাকুন ভালো কর্ম করুন ও ভালো মানুষ হন। শুভ কামনা রইল সকলের জন্য।
Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

Comments

Post a Comment
Loading comments...