আগামী ২০২৩সালে সংকটে পড়বে বিভিন্ন দেশ। Information
Posted by
Admin
Your Ads Here
আগামী ২০২৩সালে সংকটে পড়বে বিভিন্ন দেশ। Information |
২০২২ সাল শেষের দিকে ইতিমধ্যে দূর্গা পূজা সর্ম্পন্ন হলো। বলা যায় বাঙালীর সকল আচার অনুষ্ঠান সর্ম্পন্ন হয়েছে ২০২২ সালের মতো। আগামীতে ২০২৩সালের সবাই অপেক্ষায় সকলে। এর মধ্যে একটি গবেষণা প্রকাশ পেয়েছে আমেরিকার একটি সংস্থা থেকে। সংস্থাটির ওযেবসাইটে প্রকাশ করে এই বার্তা। সেখানে বলা হয়েছে যে আসছে ২০২৩ সালে বাংলাদেশে সহ পৃথিবীর প্রতিটা দেশ সব ধরনের সংকটে পড়তে যাচ্ছে। ২০২৩ নতুন বছরে প্রথমে যে সংকটে পড়তে যাচ্ছে তাহলো গ্যাস সংকট। ইউরোপের গ্যাসের চাহিদার ৪৫ভাগই বড় দেশ গুলি রপ্তানি করে থাকে পাইপ লাইনের মাধ্যমে।
২০২৩সালে কি কি সংকট হতে পারে।
- প্রতমত ডলারের দাম আরো বৃদ্ধি হওয়া সম্ভবনা রয়েছে শত ভাগ। এর কারণে সকল প্রকার পণ্যর দাম বৃদ্ধি পাবে। আয় কম হবে খরচ বেশি হবে। জীবন আরো কঠিন হবে জীবন ধারা।
- দ্বিতীয়ত গ্যাসের দাম বৃদ্ধি হবে যার ফলে অনেক রাষ্ট্র বা দেশ গ্যাসের চাহিদা অনুযায়ী ক্রয় করতে পারবে না। এর ফলে দেশে সাধারণ মানুষের উপর ভিষণ কষ্ট নেমে আসবে।
- তৃতীয়ত সকল প্রকার তেলে দাম বৃদ্ধি পাবে। এত করে মানুষের জীবন জটিল ও কটিন হবে ফলে মানুষের কষ্টের শেষ থাকবে না।
আরো অনেক ধরণের সমস্যা ও সংকট আসতে চলে বলে জানা গেছে।
সংকট এড়াতে ২০২৩ সাল আসার আগেই ও পরে আমাদের যা যা করা উচিত।
বিদ্যুৎ, গ্যাস, পানি, সকল প্রকার তেল সহ সকল প্রকার পণ্যর অপচয় ব্যবহার রোধ করতে হবে। যা লাগবে তার থেকে একটু খানি আরো কম খরচ করা উচিত। এবং আয়ের উপর ব্যয় করুন। আর অল্প অল্প করে টাকা সড়িয়ে রাখুন আলাদা করে। যেখানে সব সময় হাত দেওয়া সম্ভব না। এত আপনার সঞ্চয় বাড়বে ও বড় ছোট সব ধরণের বিপদ থেকে রক্ষা হতে সহযোগিতা করবে। অপচয় সময় নষ্ট না করে যে কোনো কাজ করার চেষ্টা করতে হবে। আমরা অনেক সময় ধরে ফেসবুুকিং করে থাকি তা করা থেকে বিরত থাকতে হবে।
আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে বুঝে শুনে মালা মাল ক্রয় করতে হবে। এবং প্রয়োজন চেয়ে বেশি মালা মাল ক্রয় করবেন না। কারণ চাহিদা থাকায় বেশি মাল ক্রয় করলে বাজারে আরো মালের দাম বৃদ্ধির সম্ভবনা থাকে। তাই বাজার অত্তিশীল করা যাবে না। প্রয়োজন ছাড়া কোনো পণ্য ক্রয় করা যাবে না এত ক্ষতির হতে পারে।
সাধারণ খেটে খাওয়া মানুষের থেকে লাভ কম করে পণ্য বিক্রয় করবেন। এবং আমাদের সকলের সাধ্য অনুযায়ি সকল গরিব মানুষের পাশা দাড়াতে হবে। কারণ গরিব মানুষ আছে বলেই বড়লোক চলতে পারে না হরে চলতে পারবে না। এ ছাড়াও গরিবের কথা সয়ং সৃষ্টি কর্তা নিজে শোনেন। কারণ গরিব মানুষ সৃষ্টি কর্তা আসল ভক্ত। তারা সব সময় সৃষ্টি কর্তা কে স্মরণ করে। এতে সৃষ্টিকর্তা খুশি হন।
কোনো মানুষ কে জাতি হিসেব বিবের্চনা করে আলাদা চোখে দেখবেন না। একে অন্য প্রতি দোয়া আর্শিবাদ করবেন ও একে অন্যর জন্য সাধ্য অনুসারে সহযোগিতা করবেন। মনে রাখবে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। মানবতাই সবচেয়ে বড় জাতি.....এসো সবাই সবার জন্য মঙ্গল কামনা করি।
২০২৩ সাল আমরা কিভাবে বরণ করব।
২০২৩সাল সংকটের বছর হলেও আমরা সকলে মিলে পজেটিভ ভাবে গ্রহণ ও বরণ করব। কারণ সময় যতই খারাপ হক না কোনো সবাই জাতি ধর্ম বর্ণ নিবিশেষে এক সাথে হাতে হাত কাজ করে যেতে পারলে তা আমাদের ভালো সময় আসবেই। কারণ পজেটিভ মানুষের জীবন পাল্টিয়ে নতুন জীবন দেয়। সেই নতুন পজেটিভ জীবন থাকে হাজার কষ্টেও দেয় সুখ,আনন্দ ও ভালোবাসা। তাই আমাদের সবাইকে পজেটিভ জীবনে প্রবেশ করতে হবে। আর পজেটিভ জীবনে প্রবেশ করলে ২০২৩ সাল যতই সংকট থাক না কেনো আমরা তা জয় করতে পারব। এখনি সময় পজেটিভ হাবার এখনি সময় জাতি বর্ণ ভোলার। এসো সবাই মিয়ে বাংলাদেশ গড়ি। আমরা সবাই মিলে বাংলাদেশ বাঙালী..........
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts
Comments