দারাজ ইকমার্স নিয়ে তথ্য বিশেষ - SumonBDnet

দারাজ ইকমার্স নিয়ে তথ্য বিশেষ - SumonBDnet
Posted by Admin
Your Ads Here

দারাজ ইকমার্স নিয়ে তথ্য বিশেষ - Special information on Daraz e-commerce - ‍SumonBDnet
দারাজ ইকমার্স নিয়ে তথ্য বিশেষ - Special information on Daraz e-commerce - ‍SumonBDnet
দারাজ ইকমার্স নিয়ে তথ্য বিশেষ - Special information on Daraz e-commerce - ‍SumonBDnet

আজ আমরা দারাজ ইকমার্স নিয়ে সংক্ষেপে তথ্য জানবো। আশা করছি যে আপনাদের অজানা তথ্য জানতে পারবেন।

দারাজ অর্থ কী?

দারাজ এর অর্থ কি এটি আপনারা অনেকে জানার চেষ্টা করি দারাজ এটি মুলত একটি পাকিস্তান ভাষায় অথাৎ উর্দু ভাষা এটির মুল ভাষার অর্থ ড্রয়ার বলা হয়ে থাকে।

দারাজ শোরুম কোথায়ঃ

দারাজ একটি অনলাইন মার্কেট প্লেস। দারাজ  ইকমার্স  এর কোনো শোরুম নেই। দারাজ এর যেকোনো পূণ্য সম্পর্কে সহজেই জানতে পারি এবং অডার করতে পারি দারাজ অ্যাপ দিয়ে। দারাজ অ্যাপটি ডাউনলোড করতে প্লে স্টোর থেকে Daraz app লিখে সার্চ করে ডাউনলোড করে ইন্সটল করতে পারবেন।

দারাজ থেকে পূণ্য কেনার/অর্ডার করার নিয়মঃ

দারাজ থেকে পূণ্য কেনার নিয়ম খুব সহজ অনেকেই জানে অনেকেই জানে না। দারাজ পূণ্য কেনার নিয়মে প্রথমে আমাদেরকে বাই নাও অপশনটি ক্লিক করলে আমাদের ঠিকানাটি দিতে হবে। এরপর আমাদের যে মোবাইল ফোন নাম্বার ব্যবহার করে থাকি সেইটা দিতে হবে। সব কিছু ঠিক ঠাক মতো পূরণ করার পর আমাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এভাবেই দারাজ থেকে অর্ডার বা র্পণ্য কিনতে হয়।

দারাজ মোবাইল অ্যাপঃ

নতুন দারাজ মোবাইল অ্যাপ এ সংযুক্ত হয়ে বেশ কিছু আকর্ষনীয় ফিচার ব্যবহার করতে পারবেন। এগুলোর মধ্যে রয়েছে জনপ্রিয় ব্যান্ড গুলোর আলদা অফিসিয়াল স্টোর, ‍পূন্যের স্পেশাল কালেকশন, আকর্ষনীয় ফিল্যাশ সেল,প্রোডাক্ট রেকোমেন্ডেশন জাস্ট ফর ইউ, উইশ লিস্ট,  ইজি অ্যান্ড সিকিউর চেক আউট প্রসেস, টপ আফ ও স্টোর সহ আরো নানা রকম মোবাইল আ্যাপ ফিচার আছে।

দারাজ কিভাবে ব্যবসা করেঃ

দারাজ কিভাবে ব্যবসা করে আপনি যদি বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো দারাজ এর অ্যাপস কিংবা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রয় করেন বিভিন্ন দোকানের বা কোম্পনি। বিক্রয় কৃত সেই প্রোডাক্টস লাভের একটি অংশ দারাজ কেটে রাখে। আর বাকি লাভ আসল প্রোডাক্ট এর মালিক পাই। এ ভাবেই হাজার হাজার কোম্পনি ও দোকান দার প্রোডাক্ট বিক্রয় করছে প্রতিদিন। এতে দারাজ ও প্রোডাক্ট এর কোম্পনি বা দোকানদার অনেক কম সময়ে অনেক বেশি বিক্রয় করতে পারে এতে অনেক লাভ হয়।

দারাজ অফারঃ

শুধু মাত্র বিকাশ অ্যাপ দিয়ে দারাজে পেমেন্টের ক্ষেত্রে অনেক সময় অনেক ছাড়/ ক্যাশব্যাক পাওয়া যায়।

ডেলিভারি চার্জ কত টাকাঃ

দারাজ কালেকশন পয়েন্টে ডেলিভারি চাজ ০.০০ টাকা। তার মানে দারাজ কালেকশন পয়েন্টে ডেলিভারি চাজ সম্পূর্ণ বিনামূল্যে।

দারাজ বাংলাদেশ লিমিটেডঃ

দারাজ ইকমার্স বা অনলাইন শপিং সাইট টি খুবই জনপ্রিয়তা পেয়েছে। এখান থেকে প্রতিদিন মানুষ নানা ধরনের পূণ্য ক্রয় করে থাকেন। এতে বিভিন্ন আনকমন প্রোডাক্ট পাওয়া যায়। এত ক্রতা কেনার জন্য অগ্রহী হয়ে পড়ে এবং সেই প্রোডাক্ট টি কিনেন। এতে অনেক ভালো প্রোডাক্ট পান আবার অনেক খারাপ প্রোডাক্ট পান। সবকিছু মিলিই দারাজ তার নিজ গতিতে চলছে।
Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

Comments

Post a Comment
Loading comments...