ফেসবুক মার্কেটিং নিয়ে তথ্য বিশেষ - SumonBDnet

ফেসবুক মার্কেটিং নিয়ে তথ্য বিশেষ - SumonBDnet
Posted by Admin
Your Ads Here

ফেসবুক মার্কেটিং নিয়ে তথ্য বিশেষ । Information about Facebook marketing is special । SumonBDnet
ফেসবুক মাকেটিং নিয়ে তথ্য বিশেষ । Information about Facebook marketing is special । SumonBDnet
ফেসবুক মার্কেটিং নিয়ে তথ্য বিশেষ । Information about Facebook marketing is special । SumonBDnet

আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানতে যাচ্ছি তা হলো ফেসবুক মাকেটিং। যে বিষয় গুলো সম্পর্কে আমাদের সকলের জানা ও বোঝা দরকার। যে আসলে ফেসবুক মাকেটিং কি , কত প্রকার, কেনো ব্যবহার করবো ইত্যাদি সকল কিছু। তবে এর আগে আমাদের সকলের জানা দরকার ফেসবুক মাকেটিং কি।

ফেসবুক মার্কেটিং কি?

ফেসবুক মাকেটিং হলো এমন একটি যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যম দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহার কারীদের কাছে জানাই দেয়া হয়ে থাকে। ফেসবুক মাকেটিং এর মাধ্যমে বেশি সংখ্যক মানুষের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয়। এবং বেশি পরিমাণ পণ্য বিক্রি নিশ্চিত করা হয়।


ফেসবুক মার্কেটিং কতো প্রকার?

ফেসবুক মাকেটিং সাধারণত ২ ধরনের হয়ে থাকে। আর তা হলো ফ্রি  ফেসবুক মাকেটিং এবং পেইড ফেসবুক মাকেটিং। ব্যবসার ধরন অনুযায়ী ফ্রি এবং পেইড ফেসবুক মাকেটিং ব্যবহার করা হয়।


ফেসবুক মার্কেটিং কেনো ব্যবহার করবো?

প্রথম মতো বর্তমানে ৯০ বিলিয়ন এর অধিক ব্যবসা রয়েছে ফেসবুকে। প্রায় ১.৮৮ বিলিয়ন ইউজার প্রতিদিন ফেসবুক ব্যবহার করে থাকে এবং এদের মধ্যে শতকরা ১৭ জন তাদের বিসনেজ, প্রডাক্ট বা সোবার দেওয়ার এর জন্য ফেসবুক ব্যবহার করে থাকে। সহজ ভাবে বলতে গেলে তথ্য প্রযুক্তির এই যুগে বেশির ভাগ মানুষ অনলাইনে নির্ভরশীল এবং তারা অনলাইনের বেশির ভাগ সময় ব্যয় করে থাকে। তাই পণ্য সামগ্রিক ও সার্ভিস দেওয়ার লক্ষে এই ফেসবুক মার্কেটিং করে থাকেন। একে জন্য ফেসবুক বিশেষ কিছু ভুমিকা পালন করে থাকে।


এডস এর মাধ্যমে কিভাকে ফেসবুক মার্কেটিং করবো?

ফেসবুক আপনাকে বিভিন্ন ধরনের এডস বা বিজ্ঞাপন ব্যবহার করার সুবিধা দিয়ে থাকে। নিচে এই এডস বা বিজ্ঞাপন এর সম্পর্কে কিছু তথ্য বলি দেওয়া হলোঃ

ইমোজ এডসঃ স্ট্যাটিক ইমেজি এডস এর মাধ্যমে ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর জন্য সবচেয়ে বেশি উপযোগী। এতে গ্রাহক/ক্রতা সার্ভিস বা প্রাডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারে ও ক্রয়ে জন্য আগ্রহী হয়।

ভিডিও এডসঃ ভিডিও এডস এর মাধ্যমে আপনিও আপনার প্রডাক্ট দেখতে পারবেন। গ্রাহকদের রিভিউ তুলে ধরতে পারেন। এতেই আপনার প্রাডাক্ট বা সেবা সম্পর্কে সহজেই জানবে এবং নিতে আগ্রহী হয়।

ফেসবুক মার্কেটিং এর বিশেষ ৫ টি চ্যালেঞ্জ এর সেই গুলো সামাধানঃ

মন স্থির একজন বিখ্যাত ফেসবুক মাকেটিং এক্সপার্ট তাকে ফেসবুক মাকেটিং এর রাজা/মাকেটিং এক্সপার্ট বলা হয়। ফেসবুক মাকেটিং বিষয়ে একটি জরিপ পরিচালনা করেন। যাদের প্রত্যেককে একটি সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয় ছিল। 

ফেসবুক দ্বারা বিজনেস পরিচালনা বা বেচাকেনা করার জন্য কোন কোন বিষয় গুলো আমাদের সকলের জানা দরকার আমাদের সকলের জন্য প্রধান বলে মনে হয়। প্রায় ২ হাজারে বেশি মানুষের  অংশ গ্রহণ কারীর উত্তর পেয়েছিলেন সেখান থেকে যাচাই বাছাইয়ের পরে ৫ টি গুরুত্বপূর্ণ কারণ সামনে আসেন।

১. আকর্ষনীয় কনটেন্ট তৈরি করে।

২. সঠিক টাগেল অভিয়েন্ট খুঁজে বের করা।

৩. কাষ্টমারদের এঙ্গেজ পরে রাখা।

৪. ক্রমাগত ফেসবুকের অ্যাপডেট এর সাথে আপটু ডেট করা।

৫. কমে যাওয়া আগেনিক রিচের সাথে মানিয়ে নেওয়া।


বড় ও ছোট ব্যান্ড ফেসবুক মার্কেটিং করার ক্ষেত্রে কিছু কথাঃ

বড় ব্যান্ড গুলোর ক্ষেত্রে আসলে ফেসবুক মাকেটিং খরচ তেমন কোনো বড় ধরনের চ্যালেঞ্জ না।কেননা তাদের অভিজ্ঞতা এবং বাজেট ২ টিই বেশি থাকে। যার ফলে তাদের সাথে সাথে রিটান যেখন দরকার হয় না। আবার একই ভাবে তাদের বাজেট বেশি থাকার কারণে তাদের কন্টেন্ট, টুলস এবং হিউম্যান রিসোর্স নিয়ে খুব একটা সমস্যায় পড়তে হয় না। সব কিছুতেই তারা গুনাগত মানের দিকে নজর দিয়ে থাকেন। 

তবে ছোট ব্যবসাগুলোর ক্ষেত্রে ব্যপারটি ভিন্ন। ছোট ব্যবসায় মাকেটিং এর জন্য আপনাকে অবশ্যই এমন একটি সলিউশন ডেভেললপ করতে হবে যা কম খরচে করা যায়। কম রিসোর্স দরকার হয় এবং টুলস এর ব্যবহার করা যায় কি না সে দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা ফেসবুক মাকেটিং এর নিয়ে কথা বলতে চাইলে বিশেষ করে খরচ সংক্রান্ত। তাহলে প্রশ্ন জাগতে পারে ফেসবুক মাকেটিং এর ক্ষেত্রে আসলে খরচ গুলো হলো এই ৪ টি।

১. কান্টেন্ট ( ইমেজ,ভিডিও, টেকস ইত্যাদি)।

২. টুলস ( রিসার্চ, অটোমেশান ইত্যাদি)।

৩. বিজ্ঞাপন এর খরচ।

৪. হিউম্যান রিসোর্স।
 

ফেসবুক মার্কেটিং এর ব্যবহার আমরা কেন করবোঃ

বর্তমানে বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ৩৪২ কোটি এর থেকেও বেশি। যার মধ্যে প্রায় ১.৫ বিলিয়ন মানুষ প্রতিদিন ফেসবুক ব্যবহার করছে। আজকাল আমাদের দেশে ১০ বছরের ছেলে মেয়ে থেকে শুরু করে যুবক বৃদ্ধ পর্যন্ত সহ সকলে ফেসবুক ব্যবহার করে থাকে না। ফেসবুক নাই বা ফেসবুক ব্যবহার করে না এমন লোকের সংখ্যা আমাদের দেশে খুব কম আছে। সুতরাং বুঝতেই পারছেন আপনি যদি এই ফেসবুক মাকেটিং ভালো ভাবে শিখতে পারেন তা হলে কত সহজে আপনার পক্ষে আপনার প্রোডাক্ট বা সেবা মানুষের কাছে কত সহজে পৌঁছাতে পারবেন।অর্থাৎ খুব কম সময়ে, কম খরচে অনেক মানুষকে আপনি জানিয়ে দিতে পারবেন আপনার প্রোডাক্ট বা সোবা সম্পর্কে। যা আপনার পণ্য বা সার্ভিস খুব দ্রুত সেল বা মানুষ গ্রহণ করবে।

আশা করছি যে আপনাদের ফেসবুক মার্কেটিং সম্পর্কে অনেক ভালো ধারণা সহ কিছু শিখতে পেরেছেন। ধন্যবাদ সকল পাঠক ভিজিটরদের সম্পন্ন পড়বার জন্য। 
Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

Comments

Post a Comment
Loading comments...