লোডশেডিং এর সময় ব্যবহারকৃত বিদ্যুৎ সরবরাহ সিস্টেম গুলির সম্পর্কে তথ্য বিশেষ-SumonBDnet

লোডশেডিং এর সময় ব্যবহারকৃত বিদ্যুৎ সরবরাহ সিস্টেম গুলির সম্পর্কে তথ্য বিশেষ-SumonBDnet
Posted by Admin
Your Ads Here

লোডশেডিং এর সময় ব্যবহারকৃত চার্জার ফ্যান লাইট/ আইপিএস / জেনেরেটর/ সোলার সিসষ্টেম সম্পর্কে তথ্য জেনে নিন - Know information about Charger Fan Light / IPS / Generator / Solar System used during load shedding - SumonBDnet
লোডশেডিং এর সময় ব্যবহারকৃত বিদ্যুৎ সরবরাহ সিস্টেম গুলির সম্পর্কে তথ্য বিশেষ-SumonBDnet
লোডশেডিং এর সময় ব্যবহারকৃত বিদ্যুৎ সরবরাহ সিস্টেম গুলির সম্পর্কে তথ্য বিশেষ-SumonBDnet

আজকে এই পোস্ট এ জানতে পারবেন লোডশেডিং এর সমাধানে চার্জার ফ্যান লাইট, আইপিএস ও সোলার প্যানেল এর মধ্যে কোনটি ব্যবহারে বেশি উপকৃত বা লাভোবান হবেন।

আমরা প্রায় দিন ২ ঘন্টার এর মতো লোডশেডিং থাকি কিন্তু সাম্প্রতি সময় বিশ্ব বাজারে জ্বালালি তেলে দাম বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় লোডশেডিং বেড়ে দিন ৩-৫ ঘন্টা। এই গরমে অনেকে চার্জার ফ্যান কিনছে। এতেও সমস্যা কারণ চার্জার ফ্যানের দাম বৃদ্ধি হয়েছে। এতে বেশি খরচ হচ্ছে আমাদে কষ্টের টাকা। কোনো কিছুতেই যেন শান্তি নেই। তাই এই লোডশেডিং কাটানো জন্য ও নিজের ভালো রাখতে আমাদের দেওয়া কিছু পরামর্শ। লোডশেডিং এর সমাধান। প্রথমে জানবো

চার্জার ফ্যান ও চার্জার লাইট ব্যবহারে লোডশেডিং এর সমস্যার সমাধান কতটুকু ভূমিকা পালন করবে। How much role will the use of charger fan and charger light play in solving the problem of load shedding?

আমরা সাবাই চাই যে আমাদের কষ্টের টাকা খরচের হাতে থেকে বাচাঁতে বা কম খরচ করতে। কিন্তু আমাদের বুঝার ভুলেই হক বা পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের কষ্টের টাকা নষ্ট হয়।কারণ আমাদের লোডশেডিং এর সময় প্রথম পছন্দ চার্জার ফ্যান লাইট। এর একটা কারণ এই চার্জার ফ্যান লাইট কমে পাওয়া যায়। কমের মধ্যেও ৩হাজার থেকে ৪হাজার টাকার মধ্যে পাওয়া যায়। এই দাম টা সর্ব নিম্ন সেটার দাম বললাম। এর চেয়ে আরো বিভিন্ন দামে রয়েছে। কিন্তু এ চার্জার ফ্যান লাইট মূলত্ব কোনো গ্যারান্টি পাওয়া যায় না। অনেক সময় অনেক দোকানদার গ্যারান্টি বা ওয়ারেন্টি দিয়ে বিক্রি করে। আমরা জেনে তাও কিনি কারণ এর কমে আর কোনো ব্যবস্থা নেই। এই চার্জার ফ্যান লাইট অনেক সময় অল্প কয়দিনেই নষ্ট হয়ে যায়। কপাল ভালো থাকলে বেশ কিছু দিন চলে বা ব্যবহার করা যায়। এতে বেশি ভাগ মানুষ ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। অন্য দিকে আছে জনপ্রিয় পছন্দ আইপিএস...

আইটিএস এর ব্যবহারে লোডশেডিং এর সমস্যার সমাধান কতটুকু ভূমিকা পালন করবে। To what extent will solving the problem of load shedding play a role in the use of ITS?

আইপিএস আবিস্কার হবার পর থেকেই এই পাওয়া সিসষ্টেম এর চাহিদা ও জনপ্রিয়তা রয়েছে। এর একটা বড় সুবিধা হচ্ছে এটির এক চার্জে সর্বনিম্ন ১-৩ ঘন্টা পর্যন্ত এটি সার্ভিস দিয়ে থাকে। কিন্তু বাজেট ভালো থাকলে ৮ থেকে ১০-১৫-২৪ ঘন্টা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকে। কিন্তু এটা মাথায় রাখতে হবে এটা ব্যয় বহল হয়ে থাকে। সাধারণ ও মধ্যবিত্ত মানুষেরা ৮-১০ভিএ ৩থেকে সর্বচ্চ ৮ ঘন্টা সার্ভিস দেওয়া আইপিএস কিনে থাকেন। 

আইপিএস এর অসুবিধা

আইপিএস এর গ্যারান্টি বা ওয়ারেন্টি থাকে ৬ মাস থেকে ১ বছর। যেকোনো সময় নষ্ট হতে পারে। একবার নষ্ট হলে পরবর্তিতে ভালো সার্ভিস খুব কম মেলে। অন্য দিকে কারেন্ট এ আইটিএস এর ব্যাটারি চার্জার করতে অনেক কারেন্ট এর বিল আসে। ৮-১০ ভিএ  আইপিএস এর জন্য মাসে আনোমানিক মাসে কারেন্ট বিল আছে ১০০০-১২০০ টাকা। বড় আইপিএস ক্ষেত্রে আরো অনেক বেশি।

আইপিএস এর সুবিধা

আইপিএস একটি বড় সুবিধা এটির মাধ্যমে টিভি, কম্পিউটার, ফ্যান, লাইট চালানোর সাথে মোবাইল ফোন চার্জার ফ্যান সহ নানা রকম গ্যাজেট চার্জার করা যায়। আইপিএস মূলত্ব এই সুবিধার কারণে বেশি জনপ্রিয়। এর পর আছে জেনেরেটর.....

জেনেরেটর এর ব্যবহারে লোডশেডিং এর সমস্যার সমাধান কতটুকু ভূমিকা পালন করবে। How much role will the solution of load shedding play in the use of generators?

আমরা বেশির ভাগ অফিসে জেনেরেটর ব্যবহার বেশি লক্ষ করি। এর কারণ এটি অনেক সময় ধরে বিদ্যুৎ সর্বরাহ করতে পারে। এবং অনেক বেশি কারন্টে সর্বরাহ করেত পারে। এটি বাসা বাড়িতেও অনেক ভালো ফলাফল দিতে পারে। দাম ১৫হাজার টাকা থেকে শুরু করে লাখ লাখ কোটি কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে।

জেনেরেটর এর অসুবিধা

জেনেরেটর গুলো সাধারণত তেল ও গ্যাসে এর মাধ্যমে কারেন্ট উৎপাদন করে সর্বরাহ করে। কিন্তু বিশ্ব বাজারে যে ভাবে জ্বালানি তেল দাম বৃদ্ধি হচ্ছে জেনেরেটর চালানো কষ্ট সাধ্য হয়ে পড়েছে সাধারণ ও মধ্যবিত্ত মানুষের।

জেনেরেটর এর সুবিধা

জেনেরেটর যেকোনো জায়গায় নিয়ে যাওয়া খুবিই সহজ। এবং যে কোনো জায়গায় এক টানা ২৪ ঘন্টা সার্ভিস দিতে সক্ষম। অনেক বেশি ভোল্ট কারেন্ট দিতে পারে। এতে কারেন্ট এর সব ধরণের ইলেকট্রিক গ্যাজেট গুলো চলতে পারে।

এরপর সর্বশেষ এ আছে সোলার সিসষ্টেম।

সোলার সিস্টেম ব্যবহারে লোডশেডিং এর সমস্যার সমাধান কতটুকু ভূমিকা পালন করবে। To what extent will solving the problem of load shedding play a role in the use of solar systems?

বিশ্বের প্রতিটি দেশেই প্রায় সোলার সিসষ্টেম ব্যবহার করে আসছে। এটি বাসা বাড়ি অফিসে ব্যবহার করা হয়। এই সোলার সিসষ্টেম ব্যবহারে দীর্ঘ দিন সার্ভিস দিয়ে থাকে।

সোলার সিস্টেম এর অসুবিধা

সোলার সিসষ্টেম সোলার প্যানেল দ্বারা ব্যাটারি চার্জ এর মাধ্যমে ডিসি ও এসি কারেন্ট সর্বরাহ করে থাকে। ব্যাটারি চার্জ হতে অনেক সময় নিয়ে থাকে। 

সোলার সিস্টেম এর সুবিধা

সোলার সিসষ্টেম রোধে চার্জ নিয়ে থাকে। এতে কারেন্ট এর বিল বা তেলে খরচ নেই। এতে অনেক খরচ বেঁচে যায়। এটি একবার সেটাআপ করলে ও পরিচর্যা করলে দীর্ঘ দিন সার্ভিস দিয়ে থাকে। ভালো ব্যাটারি ও প্যানেল এ ২০ বছরের গ্যারান্টি থাকে। এর সার্ভিস এক টানা ২৪ঘন্টা দিতে পারে।

আশা করছি লোডশেডিং এর সময় সার্ভিস পাওয়ার মতো প্রতিটা কারেন্ট পাওয়ার সম্পর্কে  ভালো করে ধারণা পেয়েছেন। আশা করছি আপনার উপকার এ আসবে। উপকারে আসলে বা নতুন জানলে একটি কমেন্ট ও আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিন ধন্যবাদ..........
লোডশেডিং এর সময় ব্যবহারকৃত চার্জার ফ্যান লাইট/ আইপিএস / জেনেরেটর/ সোলার সিস্টেম সম্পর্কে তথ্য জেনে নিন - Know information about Charger Fan Light / IPS / Generator / Solar System used during load shedding - SumonBDnet
চার্জার ফ্যান ও চার্জার লাইট ব্যবহারে লোডশেডিং এর সমস্যার সমাধান কতটুকু ভূমিকা পালন করবে। How much role will the use of charger fan and charger light play in solving the problem of load shedding?
আইটিএস এর ব্যবহারে লোডশেডিং এর সমস্যার সমাধান কতটুকু ভূমিকা পালন করবে। To what extent will solving the problem of load shedding play a role in the use of ITS?
জেনেরেটর এর ব্যবহারে লোডশেডিং এর সমস্যার সমাধান কতটুকু ভূমিকা পালন করবে। How much role will the solution of load shedding play in the use of generators?
সোলার সিস্টেম ব্যবহারে লোডশেডিং এর সমস্যার সমাধান কতটুকু ভূমিকা পালন করবে - Information about power distribution systems used during load shedding is particular - লোডশেডিং এর সময় ব্যবহারকৃত বিদ্যুৎ সরবরাহ সিস্টেম গুলির সম্পর্কে তথ্য বিশেষ - SumonBDnet
Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

Comments

Post a Comment
Loading comments...