বেকারত্ব নিয়ে তথ্য বিশেষ । SumonBDnet

বেকারত্ব নিয়ে তথ্য বিশেষ । SumonBDnet
Posted by Admin
Your Ads Here

বেকারত্ব নিয়ে তথ্য বিশেষ । Information on unemployment is special । SumonBDnet
বেকারত্ব নিয়ে তথ্য বিশেষ । Information on unemployment is special । SumonBDnet
বেকারত্ব নিয়ে তথ্য বিশেষ । Information on unemployment is special । SumonBDnet 

আমরা আজকে সকলে যে বিষয় সম্পকে জানব তা হলো বাংলাদেশের বেকার সমস্যা
যে সমস্যার কারণে দেশে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়।
  

বাংলাদেশ একটি ছোটো দেশ। আয়তনের তুলনায় এই দেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। যা আমরা সকলেই খুব ভালো ভাবে জানি। এদেশে নানা ধরনের সামাজিক সমস্যা রয়েছে। যার মধ্যে বেকারত্ব একটি বড় ধরনের সমস্যার কারন বলে আমি মনে করি। বেকারতোকে এ দেশের জন্য অভিশাপ হিসেবে বিবের্চনা করা হয়। এটি কেবল কোনো এক ব্যক্তির জন্যই অভিশাপ নয়,বরং এটা দেশ এবং জাতির জন্য একটা অভিশাপ। আমাদের দেশে এই সমস্যা বিশাল বড় ধরনের রুপ ধারণ করে চলছে।

বেকারত্বের ধারণাঃ বেকারত্ব বলতে কোনো সমাজে কমক্ষম লোকের জন্য কাজ বা কর্ম সংস্থানের অভাবকে বোঝানো হয়।

বাংলাদেশে বেকারত্বের কারণ।

বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দরিদ্র জনবহুল দেশ। প্রতিনিয়ত এ দেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই অনুযায়ী সম্পদ বাড়ছে না, কর্ম সংস্থান এর সংখ্যা বাড়ছে না। শুধু বৃদ্ধি পাচ্ছে শিক্ষার হার। যায় কারণে বেকার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২০১২ সালের অনৈতিক সমিক্ষা অনুযায়ী দেশে মোট কর্মজীবি ১৫ বছর + ৫ কোটি ৬৭ লখ্য। ২০১২ সালে আন্তজার্তিক কর্ম সংস্থার হিসাব অনুযায়ী দেশের শতকরা ৩.৭ শতাংশ লোক বেকার হয়ে পড়ে আছে।

আমরা একটু লক্ষে করলে দেখতে পাই যে আসলেই বাংলাদেশ সব দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে ।এই যে বাংলাদেশে বেকার সমস্যা রয়েছে। এটা আমাদের সকলের জন্য একটা অভিশাপ। একটা বড় সমস্যা বলে আমি মনে করি। বাংলা দেশে বেকারত্বের অনেক কারন রয়েছে যা আমরা সকলেই জানি। নিচে এই গুলো নিয়ে আমরা আলোচনা করছিঃ

১. কৃষি ব্যবস্থাঃ বাংলাদেশ কৃষি প্রধান দেশ। যদিও এটি মানুষের পুরনো দিনের কাজ। তবুও কিন্তু বাংলাদেশের কৃষি ব্যবস্থা কোনো ভাবে উন্নত নয়। তার এক মাত্র কারন আমাদের দেশের কৃষকেরা কৃষির উন্নত আবিস্কার সম্পর্কে ভালো ভাবে জানেনা। তারা এখন অনেক গ্রামে কাঠের লাঙ্গল, দূর্বল বলদ, এবং পানি সেচের জন্য বৃষ্টির উপর নিভরশীল। এতে অনেক কৃষককে ক্ষতির সম্মাখীন হতে হয়। যার ফলে মৌসুমি ও ছদ্মবেশী বেকারত্বের সংখ্যা দিন দিন বৃদ্ধি পায়।

২. মুলধনের অভাবঃ বাংলাদেশের অধিকাংশ মানুষ গরীব লোক। গরীবের কারণে তাদের গোছানো টাকা পয়সা বেশি নেই, থাকলেও কিছু পরিমাণ। টাকা না থাকার কারণে তারা অথৈনৈতিক ভাবে বিনিয়োগ করতে পারে না। যার ফলে তাদের কাজের জায়গায় কাজের সুযোগ সৃষ্টি হয় না।

৩. নিরক্ষতাঃ এই নিরক্ষতা আমাদের দেশের একটি মৌলিক সমস্যা বলে আমি মনে করি। তার একটা কারন শিক্ষার অভাবে বেকার হয়ে অনেকে ঘুরে বেড়ায়। আমি মনে করি এটা তাদের জন্য একটা অভিশাপ। যে শিক্ষার অভাবে তারা অনেকই নিজেকে কোনো ধরনের কাজের সাথে যুক্ত হতে পারে না।

৪. শিল্পে অগ্রসরতাঃ পৃথিবীর অন্যান্য দেশে খুব বেশি গতিতে শিল্প কারখানা প্রতিষ্ঠান সংখ্যা বাড়ছে। কিন্তু সেই তুলনায় আমাদের দেশে শিল্প কারখানা প্রতিষ্ঠান বৃদ্ধির হার কম। শিল্প কারখানার সংখ্যা বৃদ্ধি না হওয়ার কারণে বেকার সমস্যা ব্যাপক ভাবে বেড়ে চলছে। এছাড়া কুটিরশিল্প অবলুপিতও বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণ।

৫. ত্রুটিপূণ শিক্ষাব্যবস্থাঃ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেকার জনগোষ্ঠী সৃষ্টির পেছনে অনেকাংশেই দায়ী। ব্যবহারীক বা ফলিত শিক্ষাব্যবস্থা অভাবে শিক্ষিত হওয়ায় পরও অনেক বেকারত্ব ভাবে জীবন যাপন করে থাকে।

৬. কারিগরি জ্ঞানের অভাবঃ বাংলাদেশে বিভিন্ন ধরনের শিল্প কারখানা আছে। এইসব শিল্প কারখানায় নিয়োগ লাভের জন্য কারিগরি বুদ্ধির দরকার। কিন্তু আমাদের দেশের বিরাট মানুষের পরিশ্রমের বেশির ভাগ কোনো কারিগরি বুদ্ধি নাই। তাই সুযোগ থাকা সত্তে ও কেবল যোগ্যতার অভাবে তারা বেকার জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।

৭. জনসংখ্যা বিস্ফোরনঃ বর্তমানে জনসংখ্যা বিস্ফোন বাংলাদেশের ১ নম্বর সমাজিক সমস্যা। জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই হারে কমসংস্থানের সুযোগ সৃষ্টি সম্ভব হচ্ছে না।বর্তমানে জনসংখ্যা নানা ভাবে বেকার সমস্যা বৃদ্ধি করেছে।

৮. মুল্যবোধ ও দৃষ্টিভঙ্গিঃ বাংলাদেশে বেকারত্ব জনগোষ্ঠী সৃষ্টির পেছনে মূল্যবোধ ও দৃষ্টি ভঙ্গির পরোখভাবে দায়ী। জনসংখ্যা যে হারে বৃদ্ধি এবং শিক্ষিত হওয়ায় কারণে অনেকে নিম্নমানের কাজ করতে চায় না অনেকে আবার বংশমর্যাদার কারনে নিম্নমানের কাজের প্রতি অনিহা বোধ করে থাকে।

৯.নারী কমসংস্থানের পতি বদ্ধকতাঃ আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অধেকাংশের বেশি নারী। কিন্তু নানা কারনে তারা অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত হতে পারে না। ফলে আমাদের মোট জনশক্তির একটি বড় ধরনের অংশ বেকার ভাবে জীবন যাপন করে চলছে।

১০. রাজনৈতিক অস্থিতিশীলতাঃ রাজনৈতিক অস্থিতিশীলতা কমসংস্থানের সুযোগ সৃষ্টির পথের অন্যতম কারণ। রাজনৈতিক অস্থিতিশীলতা কারনে আমাদের অর্থনৈতিক কাঠামো ধীরে ধীরে দূর্বল হয়ে পড়ে। দুবল অর্থনৈতিক কাঠামো কমসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে না।

আমাদের বাংলাদেশে বেকারত্বের যে রকম প্রভাব বিস্তার করে থাকে তা হলোঃ

১.দারিদ্র্যের সংখ্যা বৃদ্ধিঃ বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ। এবং একটি দরিদ্র বহুল দেশ। বর্তমানে আমাদের দেশের শর্তকরা ৪০ ভাগ লোক দারিদ্র্ সীমার নিচে বাস করে। বেকারত্বের কারনে তারা দারিদ্র্যের কলঙ্কতিলক জীবন কাটিয়ে উঠতে পারছে না।

২.মৌলিক চাহিদা পূরণে অক্ষমতাঃ বেকারত্বের কারনে আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ কর্মহীন। তারা কোনো কাজ খুঁজে পায় না। এবং কোনো কাজ করে না। ফলে কোনো উপার্জন করার কারণ খুঁজে পায় না। অর্থের অভাবে তারা খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি সকল কিছুর চাহিদা পূরণ করতে পারে না।

৩.জাতীয় উৎপাদন আয় কমঃ বেকারত্বের কারনে বাংলাদেশে অনেক লোক অর্থ উপার্জন করতে পারে না। অর্থ উপার্জন কম হওয়ার কারনে তারা জাতীয় ও সামাজিক কাজে অর্থনৈতিক কোনো ধরনের অবদান রাখতে পারে না। মুলধনের অভাবে তারা উৎপাদন মুলক অর্থনৈতিক কাজে অংশগ্রহন করতে পারে না। যার ফলে বেকারত্বের কারণে জাতীয় আয় এবং উৎপাদন কম হয়ে থাকে ।

৪.অপরাধের সংখ্যা বৃদ্ধিঃ বেকারত্ব এর কারণে আমাদের দেশে বিভিন্ন রকম অপরাধ জনিত কাজ বিস্তার করে থাকে। যা প্রতিনিয়ত হয়ে থাকে। কারণ বেকার মানুষগুলো চাকরি বা কোনো কাজ খুঁজে না পেয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যা, অপহরন, ইত্যাদি জনিত অপরাধ মুলক সকল কাজ এর সাথে জড়িয়ে থাকে।

৫.রাজনৈতিক অসিথতিশীলতাঃ বেকারের সংখ্যা বাংলাদেশে সব থেকে বেশি। তবে এর মধ্যে দেখা যায় শিক্ষাথীর সংখ্যা বেশি। আর বেকার যুবকেরা নানা ধরনের রাজনৈতিক কাজে অংশ গ্রহন করে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে।

৬.সামাজিক বন্ধন ছিন্নঃ বেকারত্ব এর কারণে নারী নিযার্তন, বিবাহ বিচেছদ, আত্মহত্যা ইত্যাদি সামাজিক সমস্যার সৃষ্টি হয়।

৭.মাদকে আসক্তিঃ বাংলাদেশের যুব সমাজের এক বড় ধরনের অংশ বেকারত্ব। এর হত্যাশা কাটিয়ে ওঠার জন্য মাদকের পতি আসক্ত হয়ে পরেছে। এই আসক্তি তাদের জীবনকে বড় ধরনের সমস্যার সামনের পথে টেনে নিয়ে যেতে পারে বলে আমরা সকলেই খুব ভালো ভাবে বুঝতে পারি বলে আমি মনে করি।

আমরা যেভাবে এই বেকারত্ব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি।

আামাদের দেশে, সমাজে ও জাতীয় জীবনে যতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে আমি মনে করি এটার জন্য বেকারত্ব অনেকাংশেই দায়ী হয়ে থাকে। কারন সামাজিক ও অনৈতিক উন্নয়নের পথে এটি খুব বড় একটা বাঁধা। যতো তারাতাড়ি সম্ভব এ সমস্যার সমাধান করতে হবে। বাংলাদেশে বেকার সমস্যা সমাধানের জন্য আমাদের যা করা উচিতঃ

১. মুলধন এবং দৃষ্টি ভঙ্গির পরিবর্তন করতে হবে।
২. জনসংখ্যা বৃদ্ধি রোধ করা উচিত।
৩. কুটির শিল্পের প্রতি মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করতে হবে।
৪. নিরক্ষতা দূর করতে হবে।
৫. শিল্প কারখানায় বিনিয়োগ বাড়ানো দরকার।
৬. শিক্ষা খাতে ত্রুটি দূর করতে হবে ও কারিগরি শিক্ষা ব্যবস্থা করতে হবে।
৭. কৃষি খাতে আধুনিক জিনিস ও কৌশল ব্যবহার করতে হবে এবং এর উন্নতি ঘটাতে হবে।
৮. জনগোষ্ঠীকে জন সম্পদে পরিণত করার জন্য তাদের বিবেক বুদ্ধি বৃদ্ধির জন্য একটা উপযুক্ত তথ্যের ব্যবস্থা করতে হবে।
৯. তথ্য ও প্রযুক্তি ব্যবহারে সাধারণ মানুষের সহজ ও কম খরচ নিশ্চত করতে হবে।
১০. পেপ্যাল বাংলাদেশে আনতে হবে যাতে বিদেশিক মুদ্রা সহজে আয় করা যায়।

বেকারত্ব থেকে আমরা সকলেই যে বিষয় সমূহ লক্ষ করব, আমাদের সকলের জন্য যা করা উচিতঃ

বেকারত্ব আমাদের সকলের জাতীয় পথে মুল প্রতিবন্ধকতা। সকল জায়গায় এর প্রভাব বিস্তার করে থাকে। এ থেকে মুক্তি পেতে হলে আমাদের সকলেরই সচের্তন হতে হবে। কারণ কারো জন্যই এটি দমন একার পক্ষে সম্ভব না। এ থেকে মুক্তি পেতে হলে সকল মানুষের কাছে শিক্ষা পৌঁছে দিতে হবে। এবং তথ্য ও প্রযুক্তি আমাদের হাতের দোরগোড়ায় আনতে হবে। যাতে করে আমাদের ভবিষ্যৎ আরো উন্নত ও ডিজিটাল হবে ও ভালো হবে আমরা সকলেই মুক্তি পাবো বলে আমি মনে করি।
Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

Comments

Post a Comment
Loading comments...