ড্রোন ইলেকট্রিক গ্যাজেট নিয়ে তথ্য। Sumonbdnet

ড্রোন ইলেকট্রিক গ্যাজেট নিয়ে তথ্য। Sumonbdnet
Posted by Admin
Your Ads Here

ড্রোন ইলেকট্রিক গ্যাজেট নিয়ে তথ্য | Information on Drone Electric Gadgets | ড্রোন বাংলাদেশ | Drone Bangladesh | Drone buy Usa | Sumonbdnet
ড্রোন ইলেকট্রিক গ্যাজেট নিয়ে তথ্য। Sumonbdnet
ড্রোন ইলেকট্রিক গ্যাজেট নিয়ে তথ্য| Sumonbdnet

আমরা সবাই সবাই ড্রোন পছন্দ করি। এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে সে ড্রোন পছন্দ করে না। বিশ্বের বড় বড় দেশে ড্রোন ব্যাপক ভাবে তৈরি করছে ও রপ্তানি করছে। সবাই এই ইলেকট্রিক গ্যাজেটটি কিনতে এবং ব্যবহার করতে আগ্রহী আছে। অনেকের ড্রোন কেনার সামর্থ্য না থাকলেও নিজে নিজে তৈরি করার আগ্রহ রয়েছে। অনেক সময় ব্যয় করে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশি তরুণ কিছু যুবক। তাদের একটি আশা যে তাদের তৈরি ড্রোনটি নিজে ব্যবহার করবে পাশাপাশি বাজার করবে ও বিদেশে রপ্তানি করবে কম মূল্যে তে। ড্রোন রপ্তানিতে আসতে পারলে বৈদেশিক মুদ্রা আয় বাড়বে বাংলাদেশের।

বিশ্বে ড্রোনের ব্যবহারের  ও চাহিদার কারণ | Reasons for the use and demand of drones in the world

বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ড্রোনের চাহিদা ও ব্যবহার রয়েছে অপরিসীম। এর একটি বড় কারণ নিজের মন মতো কন্ট্রোল করা যায় এবং খেলনা মতো ড্রোন। এতে বসানো আছে ক্যামেরা যার মাধ্যমে পাখির চোখে পৃথিবী দেখতে পারা যায়। আর মানুষ পাখির চোখে পৃথিবী দেখতে পেরে খুশিতে মুগ্ধ হয়। আসলে একটি সময় ছিল উপর থেকে পৃথিবী দেখা ভাগ্য ব্যাপার ছিল। কিন্তু তা এখন সহজেই সম্ভব হচ্ছে। তাছাড়া সিনেমায় ড্রোনের ব্যবহার হচ্ছে। বড় বড় মুভিতে ড্রোনের ব্যবহার লক্ষ করা যায়। এবং কৃষি জমিতে ড্রোন ব্যবহারে করে স্যার ওষধ দিতে এবং অন্য কিছুতে  জমির ফসল নষ্ট না করতে পারে সে জন্য ড্রোর এর সাহার্য্যে নজর রাখতে যায়। আরো ড্রোন রেষ্টুরেন্ট এর খাবার গুলো পৌঁছিয়ে দিতে ব্যবহার করছে বিদেশী রেষ্টুরেন্ট গুলো যা বাংলাদেশে চালু হতে সময় লাগবে। অন্য দিকে নিরাপত্তার কাজে বহু ব্যবহিত হচ্ছে ড্রোন। বিশেষ করে নিরাপত্তা বাহিনী বিশেষ কিছু ড্রোন ব্যবহার করেন নিরাপত্তা দেয়ার জন্য। ড্রোনের সাহার্য্যে নিরাপত্তা দিলে সব গুরুত্ব পূর্ণ দিকে নজর রাখা যায়। এবং কম সময়ে সবদিকে নজর রাখা যায় ড্রোনের মাধ্যমে। সর্বশেষ যুদ্ধে ড্রোন এর ব্যবহার ও চাহিদা লক্ষ করা গেছে।

ড্রোন কি সবাই ব্যবহার করতে পারবে? | Can Everyone Use Drones?

হ্যা ড্রোন সবাই ব্যবহার করতে পারবে তার জন্য নিতে হবে লাইসেন্স। লাইসেন্স ব্যতিত কিন্তু এটি সর্ব সাধারণের জন্য সব জায়গায় ড্রোন উড়ানো সর্ম্পন্ন নিষেধ ও দন্ডণীয় অপরাধ। লাইসেন্স নিলেও সব জায়গায় ড্রোন উড়ানো যাবে। এই নিয়ম উন্নত দেশ গুলির জন্য। তবে আমার জানা মতে বাংলাদেশে ড্রোন উড়ানো যাবে লাইসেন্স ছাড়া কিন্তু সব জায়গায় উড়াবেন না। এখনো সেই ভাবে বাংলাদেশে আইনটি কার্যকর হয়নি।কিন্তু একটা সময় আসবে সবাইকে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স ছাড়া ড্রোন উড়ানো সর্ম্পন্ন নিষেধ হবে।

ড্রোন কোথায় কিনতে পাওয়া যায় | Where to buy drones

ড্রোন কিনতে ঢাকা সহ বড় বড় শহরে বড় বড় ড্রোনের শপে পাওয়া যায়। তবে কয়েক বছরের মধ্যে সারা বাংলাদেশ পাওয়া যাবে। সেখানে থেকে গ্রাম থেকে শহর সব জায়গার মানুষ এই ড্রোন কিনতে পাওয়া যাবে। আপনি চাইলে আপনার শহরে খুঁজে দেখতে পারেন। 

ড্রোন এক চার্জে কতক্ষণ ব্যবহার করা যায় | How long can the drone be used on one charge?

ড্রোন কতক্ষণ ব্যবহার করা যাবে এক চার্জে এটা বল কঠিন। কারণ এটা নিরর্ভর করে ড্রোনের ব্যাটারির ‍উপর। এক এক ড্রোনে এক এক রকম চার্জের ব্যাকআপ দেয়। তবে এটা মনে রাখবে যে কম দামের ড্রোনে কম সময় ব্যাকআপ দেবে এটাই স্বাভাবিক। যেমন ৮ থেকে ১০ হাজার দামের ড্রোন ৩০ থেকে ৪০মিনিট ব্যাকআপ দিতে পারে। এভাবেই পর্যায়ক্রমে ড্রোন থেকে ব্যাকআপ পাওয়া যায়।

 
ধন্যবাদ সকল ভিজিটর দের আশা রাখছি আপনাদের একটু হলেও তথ্য দিতে পেরেছি। এবং আশা রাখিছি আগামিকে ড্রোন এই তথ্য গুলো আপনাদের কাজে দেবে। আমাদের তথ্য গুলো ভালো লাগবে অবশ্যই কমেন্ট এ জানিয়ে ‍দিন। আবারো ধন্যবাদ ও শুভ কামনা জানাচ্ছি সমাপ্ত ........
ড্রোন ইলেকট্রিক গ্যাজেট নিয়ে তথ্য | Information on Drone Electric Gadgets | ড্রোন বাংলাদেশ | Drone Bangladesh
বিশ্বে ড্রোনের ব্যবহারের ও চাহিদার কারণ | Reasons for the use and demand of drones in the world
ড্রোন কি সবাই ব্যবহার করতে পারবে? | Can Everyone Use Drones? | ড্রোন কোথায় কিনতে পাওয়া যায় | Where to buy drones
ড্রোন এক চার্জে কতক্ষণ ব্যবহার করা যায় | How long can the drone be used on one charge?
Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

Comments

Post a Comment
Loading comments...