গেরিনা ফ্রি ফায়ার নিয়ে তথ্য বিশেষ।SumonBDnet

গেরিনা ফ্রি ফায়ার নিয়ে তথ্য বিশেষ।SumonBDnet
Posted by Admin
Your Ads Here

গেরিনা ফ্রি ফায়ার নিয়ে তথ্য বিশেষ । Information about Gerina Free Fire is special । SumonBDnet
গেরিনা ফ্রি ফায়ার নিয়ে তথ্য বিশেষ।SumonBDnet
গেরিনা ফ্রি ফায়ার নিয়ে তথ্য বিশেষ।SumonBDnet

আজ এই পোস্ট এ গেরিনা ফ্রি ফায়ার (Free Fire) গেমস সম্পর্কে জানব। এবং একটি ভালো ধারণা পাবো। Free Fire গেমস টির সুবিধা,অসুবিধা এবং এই গেমস টির বিকল্প গেমস এর নাম সহ আরো অনেক কিছু জানব। আশা করছি আপনার দের ভালো লাগবে এবং অনেক তথ্য জানতে পারবেন। তো শুরু করা যাক.........

গেরিনা ফ্রি ফায়ার ( ফ্রী_ফায়ার_ব্যাটল_গ্রাউন্ডস_বা_ফ্রি_ফায়ার_নামে_পরিচিত)। ব্যাটল রয়্যাল গেম বা ১১১ ডটস স্টুডিও মাধ্যমে বিকাশিত হয়েছে।  গেরিনা ফ্রি ফায়ার অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএসের (Iso) জন্য গেরিনা কোম্পারি প্রকাশিত করেছে।  গেরিনা ফ্রি ফায়ার টি সারা দেশে ২০১৯ সালে সব থেকে বেশি ডাউনলোড হয়। তার পর থেকে সবাই জানতে পারে এই গেমস টি সম্পর্কে।

ফ্রি ফায়ার গেমস এর আবিষ্কারঃ

ফ্রি ফায়ার নামের জনপ্রিয় এই গেমসটি তৈরি করা হয় সাধারণত মানুষের খেলার জন্য। এই গেমসটি তৈরি করে থাকে গেরিনা নামের কোম্পানি। এবং এটার শুরু করা হয় ২০০৯ সালের সিঙ্গাপুর নামের শহরে। এবং সারা বিশ্বে ২০১৯ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হয় ফ্রি ফায়ার গেমসটি।


ফ্রি ফায়ার গেমস খেলার নিয়মঃ

এই গেমটি প্লে স্টোর থেকে ইন্টারনেটর মাধ্যমে ডাউনলোড করে ইন্সটল করে একটি জিমেইল বা ফেসবুক আইডির মাধ্যমে অ্যাকাউন্ট করে খেলা শুরু করা যায়। যা আমরা অনেকই জানি ও বুঝি।

গেরিনা ফ্রি ফায়ার জিমেইল বা ফেসবুক দিয়ে খুললে কি হয়?

এই গেমসটি খেলতে হলে প্রথমেই গেমটির সাথে নিজের ফেসবুক একাউন্ট বা জিমেইল এর সংযোগ করে নিতে হবে এটা আমরা আগেই জেনেছি। এতে কি হয় তা জেনে নিইঃ-

এতে করে ফেসবুক একাউন্ট বা জিমেইল একাউন্ট এর মাধ্যমে একটি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট তৈরি হয় এবং ফেসবুক ও জিমেইল এর সাথে গেমের সকল তথ্য সংরক্ষিত থাকবে। ফলে গেম আনইন্সটল করলেও কিংবা মোবাইল ফোন চুরি বা মোবাইল সেটিং রিসেট করলেও গেমস টি ইন্সটল করলে সেই লেভেল থেকেই খেলা যায় এই ফেসবুক ও জিমেইল আইডির মাধ্যমে।


ফ্রি ফায়ার ম্যাকসঃ

 গেরিনা ফ্রি ফায়ার ম্যাকস বলতে আমরা সাধারণ ভাবে বুুঝি গেমস টির সব ধরণের পাওয়ার থাকা ও পাওয়ার এর সুবিধা পাওয়া। এই ম্যাকস এর মাধ্যমে গেমস টির প্রতিপক্ষ প্লেয়ার কে সহজে পরাজিত করা যায়। এটাই আমরা সাধারণ ভাবে বুঝি।

ফ্রি ফায়ার গেমস এর বিকল্পঃ

 গেরিনা ফ্রি ফায়ার গেমস এর মতো অনেক ব্যাটেল রয়েল গেমস আছে।  কিন্তু কিছু রোমাঞ্চকর মাল্টি প্লেয়ার ব্যাটেল রয়েল গেমস হল  গেরিনা ফ্রি ফায়ার গেমস। এটি এমন একটা আ্যাকশন অ্যাডভেঞ্চার সমৃদ্ধ গেম। গেমটির অন্যতম প্রধান আকর্ষণের কারণ হল ফ্রি রেডিম কোড নির্মাতারা গেমারদের প্রতি দিন টাকা ছাড়া কিছু কোড দিয়ে থাকে। এই কোড গুলিকে বলা হয় রেডিম কোড। এর সাহায্যে আবার প্লেয়ারেরা বেশ কিছু পুরষ্কার অর্জন করে থাকে। তাই অন্য ব্যাটেল রয়েল গেম এর থেকে ফ্রি ফায়ার গেমস সবার আগে।

ফ্রি ফায়ার গেমস এর সুবিধাঃ

এখানে ভালো গেমের এক্সপেরিয়েন্স পারেন। সাথে থাকছে একটি ছোটো ম্যাপ। আর এই ম্যাপ এর ঠিকানা গুলো খেলোয়াড়েরা খেলতে খেলতে সবই মুখস্থ করে থাকে। যার কারণে এই ফ্রি ফায়ার গেমস খেলার সময় খেলোয়াড়দের কাছে খেলার সময় একটা আলাদা আনন্দ সাচ্ছনদ্য আসে। আর প্রতি ম্যাসে মাত্র ৪৫-৫০ জন পেলেয়ার যোগ দান করে থাকে। আমি রেংক বা ক্লাসিক ম্যাসের কথা বলছি।এছাড়া ফ্রি ফায়ার গেমস এর গ্রাফিকস বাস্তবের মতো অনেকটা  রিয়েলিস্টিক এবং  গ্রাফিকস ও  বিশেষ এনিমেশন অনেকটা বাস্তবের মতো যা সহজে প্লেয়ার সহজে ভালো মতো খেলতে সহযোগিতা করে। যা অন্য গেম এ পাওয়া যায় না।


ফ্রি ফায়ার গেমস খেলার অসুবিধাঃ

যেকোনো নেশাই আমাদের সকলের জন্য খুব খারাপ দিক বিষয় বলে আমি মনে করি। গেম খেলা আমি মনে করি খারাপ। বিশেষ করে ফ্রি ফায়ার গেমস ও এ ধরণের গেমস। তার কারণ এই ফ্রি ফায়ার গেমস খেলে সমাজের সামাজিক সমস্যা সৃষ্টি হয় এবং সামাজিক নৈতিকতা নষ্ট হয়ে যায়। এতে ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায়। তারা ভালো ভাবে পড়াশোনা করে না।  এতে বিশৃঙ্খলার সৃষ্টি হয় সমাজের বিভিন্ন জায়গায়। এছাড়াও এই গেমসে শুধু মাত্র মারামারি এবং খুনাখুনি করা হয়। এত ছেলে মেয়েদের মনে এগুলি গেথে যায়। তারা গেমস টির মতো কারো সাথে ছোট-খাটো ঝামেলা হলে গেমের মতে ফায়ার করতে চাই। এত ছোট খাটো ঝামেলা থেকে বড় ঝামেলার সৃষ্টি করে। 


ফ্রি ফায়ার গেমস এর কিছু বিকল্প গেমঃ

জনপ্রিয় অনলাইন মাল্টি খেলোয়াড় গেম হল গেরিনা ফ্রি ফায়ার গেমস। এই গেমস এর বেশ কিছু ভালো বিকল্প নেই। গেরিনা ফ্রি ফায়ার গেমস ব্যান করা হলেও তার জনপ্রিয়তার বেশ ভালোই। তার বিকল্প মধ্যে কিছু গেমস আছে। বিকল্প ফ্রি ফায়ার এর বিকল্প গেমস হলোঃ

১.ফি ফায়ার মাকস
২.ব্যাটেল গাউনডস মোবাইল ইন্ডিয়া।
৩.ফোট নাইট
৪.ব্যাটেলানডস
৫.কল অফ ডিউটি
৬.পাবজি নিউ সেট
৭.ইনফিনিটি অনস
৮.ইসকারফল
৯.হিবো হান্টার
১০.ফারটাইন
১১.রুলস অফ সারাভাইভাল
১২.জুসমস রয়েল
১৩.নইভস আউট
১৪.পিকয়েল আননোন ব্যাটেল
১৫.ফৌজি
১৬.ফোগ
১৭.মাসক গান
১৮.জুবা
১৯.মডাণ অনস
২০.সিলি রয়্যাল।
এই ২০ গেমস হলো  গেরিনা ফ্রি ফায়ার গেমস এর বিকল্প গেম।

ভারতে কেনো ফ্রি ফায়ার গেমস খেলা নিষিদ্ধ করা হল?

ভারতের গেরিনা ফ্রি ফায়ার গেমস খেলা নিষিদ্ধ হওয়ার অনেক কারণ রয়েছে। প্রথম কারণ বলা যায় ভারতীয়দের জাতীয় নিরাপত্তা এছাড়া  গেরিনার সাথে টেনসেন্ট এর যোগাযোগ।  গেরিনার চিনা কোম্পানি টেনসেন্ট এর ২০ ভাগ শেয়ার আছে। গেরিনা ভারতীয় গেমারদের ডেটা চিনের সাভারে প্রেরণ করতো এর ফলে ভারতীয় জাতীয় নিরাপত্তা সাবভৌম এবং শৃঙ্খলা নষ্ট হয়। তাই ভারত সরকার এই পদক্ষেপ নিয়েছে।

ফ্রি ফায়ার গেমস এর বন্ধ হওয়ার সম্ভবনাঃ

গেরিনা ফ্রি ফায়ার গেমস এবং আরো কিছু গেমস বন্ধ করে দেওয়ার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে বলে ডয়চে ভেলকে জানিয়েছে ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। পাবজি এবং গেরিনা ফ্রি ফায়ার গেমস বন্ধ করে দিতে এক রিটের প্রেক্ষিতে ১৬ আগষ্ট ২০২১ হাইকোট ১০ দিন এর মধ্যে পবজি এবং গেরিনা ফ্রি ফায়ার সহ সব ক্ষতিকর গেম ৩ মাসের জন্য বন্ধ করে দেয়। বর্তমান অনির্দিষ্ট কালের জন্য গেরিনা ফ্রি ফায়ার ও পাবজি বন্ধ করে দেয়া হয়।

কিন্তু ভিপিএন ব্যবহার করে অনেক গেমার রা এই গেরিনা ফ্রি ফায়ার ও পাবজি সহ নানা রকম নিষিদ্ধ গেম গুলো খেলে চলেছে অনেকে। কিন্তু মানব কল্যাণে ও নতুন প্রজন্মকে বিশ্বের কাছে তুলে ধরতে এই ক্ষতিকারণ গেমস গুলো খেলা থেকে বিরত থাকতে হবে।
Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

Comments

Post a Comment
Loading comments...