কম্পিউটার নিয়ে তথ্য বিশেষ । SumonBDnet
Posted by
Admin
Your Ads Here
কম্পিউটার নিয়ে তথ্য বিশেষ । Information about computers is special । SumonBDnet
কম্পিউটার নিয়ে তথ্য বিশেষ । Information about computers is special । SumonBDnet |
আজকে আমরা সকলেই যে বিষয় সম্পকে জানতে যাচ্ছি সেইটা হলো কম্পিউটার। আর বতমানের সকল সভ্যতা বিজ্ঞানের দান। আর এই কম্পিউটার হলো এই বিজ্ঞানের জয়যাত্রার সবচেয়ে বড় ধরনের অবদান।
বতমান যুগ কমিপউটার এর যুগ। যদিও কম্পিউটার ব্যবহার করা বেশি দিন না কিন্তু এরই মধ্যে কম সময়ে অনেক বেশি এর ব্যাপক বিস্তার লাভ করে চলছে। যেমন তথ্য, চিকিৎসা, শিক্ষা, বৃহৎ শিল্প কারখানা, যানবাহন নিয়ন্ত্রণ ইত্যাদি বিভিন্ন রকম কাজে কম্পিউটার এর ব্যবহার গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে। এছাড়াও দিন দিন এক অবিশ্বাস্য জনক ভাবে বেড়ে চলছে এই কম্পিউটার এর ব্যবহার। আমাদের সকলের জীবনের সবজায়গায় সব রকম কাজে কম্পিউটার এর বিশেষ অবদান রয়েছে।
আমরা জানি কম্পিউটার শব্দের অর্থ হলো গণনাকারী। আর সাধারণ অথে মানুষ একে কম্পিউটার বলে থাকে। কম্পিউটার এর বিশেষ কিছু কাজ গুলো হলো যেকোনো জটিল সমস্যার সমাধান করা। যেমন আমরা বলতে পারি গাণিতিক বিভিন্ন রকম কাজ গুলো, এবং এর সিদ্ধান্ত মুলক সকল কাজ। এছাড়াও আমরা সকলেই খুব ভালো ভাবে বুঝতে পারি কম্পিউটার মানুষের দেওয়া যৌক্তিক তথ্যের উপর অনেক বেশি কাজ করে এবং সবসময় নিদে'শনা অনুযায়ী কাজ করে থাকে,বিভিন্ন তথ্য আদান প্রদান করে থাকে।
কম্পিউটারের গঠনঃ কম্পিউটার সাধারণত ২ টি অংশে গঠিত হয়ে থাকে। এটা হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যার। যা আমাদের সকলের কম বেশি বেশ পরিচিত বলে আমি মনে করি। হার্ডওয়্যারে থাকে সেন্টাল পসেসিং ইউনিট,স্টোর ডিভাইস এবং ইনপুট এবং আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস এর সাহায্যে আমরা সব রকম প্রোগ্রাম করতে পারি এবং ডাটা সংগ্রহ করতে পারি। এছাড়াও কিবোর্ড মাউস ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে থাকে। এস্টোর ডিভাইস এর সাহায্য সকল তথ্য সংগ্রহ করে থাকে। এবং সবসময় যেকোনো তথ্য নিয়ে কাজ করে থাকে এই সিপিইউ। এবং ইনপুট তথ্য সব নিদের্শ করে থাকে, এবং আউটপুট প্রকাশ করে গননা সকল ফল। আমরা সকলেই জানি কম্পিউটার এর যাবতীয় সকল তথ্যই প্রোগ্রাম। আর এই কাজের জন্য কম্পিউটার যে বিশেষ ভাষা সাইন ব্যবহার করা হয়। তাকে পোগামিং ভাষা বলে। পোগ্রাম সংকারানতো যাবতীয় সকল বিষয় হলো সফটওয়্যার। আমরা সকলে তথ্য এবং প্রোগ্রাম রদবদল করে একই কম্পিউটারকে দিয়ে বিভিন্ন রকম কাজ করতে পারি।
এছাড়াও কম্পিউটারে নানা ধরনের ব্যবহারের ওপর ভিত্তি করে কমিপউটারকে সাধারণত ২ ভাগে ভাগ করা হয়। তা হলো সাধারণ ব্যবহারিক এবং বিশেষ ব্যবহারিক। এছাড়াও আমরা জানি কম্পিউটার এর গঠন ও প্রচলন অনুসারে কম্পিউটারকে আবার ৩ ভাগে ভাগ করা হয়। এনালগ, ডিজিটাল এবং হাইব্রিড কম্পিউটার। এছাড়াও আকার দাম ব্যবহারের গুরুত্বের উপর ভিত্তি করে কম্পিউটারকে আবার ৪ ভাগে ভাগ করা হয়। তাহলো মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন কম্পিউটার, এবং সুপার কম্পিউটার।
আশা করছি আপনাদের তথ্য গুলো প্রয়োজনে আসবে। ধন্যবাদ আমাদের কম্পিউটার নিয়ে পোস্ট টি পড়বার জন্য। আমাদের সাথেই থাকবেন।
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts
Comments