বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে তথ্য বিশেষ । SumonBDnet
Posted by
Admin
Your Ads Here
বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে তথ্য বিশেষ । SumonBDnet |
বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে তথ্য বিশেষ । Information about Bangabandhu Satellite is special । SumonBDnet
আজ আমরা আমাদের দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে বিশেষ তথ্য গুলি আপনাদের জানাবো। আশা রাখছি আপনাদের কোনো না কোনো উপকারে আসবে। সাথেই থাকুন এবার শুরু করছি।বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে বিশেষ কিছু তথ্য বলিঃ
বঙ্গবন্ধু স্যাটেলাইট ১১৬০০ মেগাহার্টজ ক্ষমতা সম্পন্ন মোট ইউ এবং সি ব্যান্ড টানস পন্ডার বহন করবে এবং এটির আয়ু ১৫ বছর হওয়ার কথা ধরা হয়েছে। স্যাটেলাইটের বাইরের অংশে বাংলাদেশ লাল সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশে ও বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। বাংলাদেশের সরকার এটি মহাকাশে উৎক্ষেপণ ২০১৮ সালে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর সমস্ত ব্যয় করা হয়েছে ২-হাজার ৭৬৫কোটি টাকা।
বঙ্গবন্ধু স্যাটেলাইট আসলে কী?
সাধারণত স্যাটেলাইল বলতে পৃথিবীর চারিদিকে কক্ষপথে প্রদক্ষিণ করে কৃএিম উপগ্রহ বা স্যাটেলাইট যার মাধ্যমে তারবিহীন যোগাযোগ কারা যায় তাই কৃএিম উপগ্রহ বা স্যাটেলাইট বলে। স্যাটেলাইট বা কৃএিম উপগ্রহ হলো মহাকাশে উৎক্ষেপণ বৈজ্ঞানিক প্রক্রিয়া মাধ্যমে পাঠানো হয়। যারা মাধ্যমে আমরা সাধারণত যোগাযোগের কাজে ব্যবহার করে থাকি। যোগাযোগ কাজ ছাড়াও আমারা স্যাটেলাইট এর মাধ্যমে টিভি দেখা, অগ্রীম আবাহওয়া সম্পর্কে জানতে পারি। এ ছাড়াও নানা কাজে স্যাটেলাইট এর ব্যবহার রয়েছে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন কোথায়?
বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কৃত্রিম উপগ্রহটি ১১৯.১° ডিগ্রি পূর্ব দ্রাঘীমার ভূস্থির সল্টটে স্থাপিত। এই স্যাটেলাইটটি থেকে আমারা যোগাযোগ, ইন্টারনেট, টিভি দেখা সহ নানা রকম সুবিধা দিচ্ছে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট এর কাজ কি?
ইতিমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সরকারি বেসরকারি সব টেলিভিশন এর চ্যানেল সম্প্রসারণ হয়েছে। বাংলাদেশ বেতারের সম্প্রসারণ কার্যক্রম সম্পন্ন হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে। দেশের দুর্গম ও উপকূলীয় এলাকায় ৩১ টি দীপ এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যান্ড উইথের আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে সেখানে কম খরচে বা বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা দেওয়া সম্ভব হবে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট এর সুবিধাঃ
বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে ৩ ধরনের সুবিধা লাভ করা যায়। টিভি চ্যানেল গুলো সাধারণত তাদের সম্প্রসারণ কাজ সঠিকভাবে পরিচালনার জন্য স্যাটেলাইট এর সার্ভিস নিয়ে থাকে। অন্য দিকে বঙ্গবন্ধু -১ স্যাটলাইট ব্যান্ড উইথের বিক্রি করে অনেক বেশি বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। আবার দেশের টিভি চ্যানেল গুলো ব্যবহার করছে বলে দেশের টাকা দেশেই থাকছে। এতে আমাদের অন্য দেশের কাছে যেতে হচ্ছে না।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের -১ এর কারিগরি বৈশিষ্ট্যঃ
বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারিগরি নকশা তৈরি এবং এর প্রস্তুতিকরণ পরীক্ষা এবং একই কক্ষ পথে উৎক্ষেপণ দায়িেত্ব ছিল থ্যালেস এলেনিয়া স্পেস কোম্পানি। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর আয়ু কাল ১৫ বছর। বঙ্গবন্ধু স্যাটেলাইট মূল কাজ হলো টিভি সম্প্রচার, ভিস্যাট এবং ডিসিএইচ। বি এস ১ স্যাটেলাইটটি ২৬ টি ইউ ব্যান্ড ইউথ এবং ১৪ টি সি ব্যান্ড ট্রান্সপন্ডার সজ্জিত হয়েছে। ১১৯ দশমিক ১ পূর্ব দ্রাঘীমার মধ্য পথের অবস্থান এ আছে। ইউ ব্যান্ডের আওতায় আছে বাংলাদেশ, বঙ্গোপসাগরে তার জল সীমাসহ ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা,ফিলিপাইন এবং ইন্দোনেশীয়া এলাকা। উল্লেখ্য যেহেতু বাংলাদেশ ৯০ দশমিক ৪ দাঘীমা কক্ষপথে থাকা ভূ স্থির উপগ্রহ এর (জিওসেটশনারি স্যাটেলাইট) সবচেয়ে অনুকূল আওতায় (আবাটিমাম কভারেজ) বাংলাদেশের স্থলও জলসীমা পড়ছে না।ব রং এর খুব উচ্চমান সুবিধা পাবে ইন্দোনেশীয়া ও ফিলিপিনো দেশ গুলো।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের -১ এর মেয়াদকালঃ
উল্লেখ্য যে ২০১৮ সালে স্যাটেলাইট -১ এর নির্মাণ এবং উৎক্ষেপণের পুরো পরিকল্পনা ব্যয় হয়েছিল ২হাজার ৭৬৫-কোটি টাকা। উৎক্ষেপণের সময় থেকে স্যাটেলাইটটির মেয়াদ কাল আয় ১৫ বছর বলা হলেও মেয়াদকাল আর ৩-বছর বাড়িয়ে-১৮ সম্প্রসারণ করা সম্ভব বলে জানা গেছে।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর আয় এ পর্যন্তঃ
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর-৩-বছরে আয় করেছে ৩০০কোটি টাকার ও বেশি বলে জানানো হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোম্পানি থেকে। আগীতে আরো বেশি আয় করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। বর্তমানে বাংলাদেশ টেলিভিশন সহ টিভি চ্যানেল এই স্যাটেলাইটির সেবা নিয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশ বেতার এবং ডিসিএইচ অপারেটর আকাশ এই স্যাটেলাইট ব্যবহার করে গ্রিরাহকদের সেবা দিচ্ছে বলে জানিয়েছেন কোম্পানিটি।
বাংলাদেশ স্যাটেলাইট কত তম দেশঃ
বাংলাদেশ হচ্ছে পৃথিবীর ৫৭ তম স্যাটেলাইট দেশ। এর মাধ্যমে মহাকাশে নাম লেখালো বাংলাদেশ।
বাংলাদেশে বিষয়টিকে ন্যাশনাল পাইড এবং বাঙালি জাতির গৌরব এর অংশ হিসেবেই দেখছে।
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts
Comments