ফেসবুক রিলস এর মাধ্যমে ইনকাম| Sumonbdnet
ফেসবুক রিলস এর মাধ্যমে ইনকাম| Sumonbdnet |
ফেসবুক রিলস এর মাধ্যমে ইনকাম| Sumonbdnet
ফেসবুক সাধারণ মানুষের থেকে শুরু করে বিশ্বের সকল মানুষের একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট। এখানে সকল তথ্য গান বিনোদন যেকোনো ঘটনা সহ আরো নানা রকম ভিডিও রয়েছে। আর ফেসুবক পেজ থেকে এধরণের ভিডিও আপলোড দেয়া হয়। আর এর মাধ্যমে অর্থ উপার্জন করছে বিভিন্ন দেশের মানুষ। আর এর সাথে মানুষের কর্ম তৈরি হচ্ছে Video Creator বা Content Creator। দিন দিন বেকার কমছে বিভিন্ন দেশে। এটা ছিল পেজের মাধ্যমে কিন্তু এখন আর পেজের মধ্যে থাকছে না এখন প্রতিটি প্রোফেশনাল ফেসবুক আইডির মাধ্যমে হবে রিলস এর ভিডিওর মাধ্যমে অর্থ আয়।
হ্যা টা সত্য যে ফেসবুক রিলস এর মাধ্যমে টিকটকের মতো ১৬ সেকেন্ট এর ভিডিওর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবে সাধারণ মানুষরা। এখন আর পেজের প্রয়োজন হবে না। তাই মানুষের একটি প্রোফেশনাল আইডিতে অর্থ উপার্জনের রাস্তা তৈরি হলো। এই রিলস এর মাধ্যমে সবাই এই সুবিধা নিতে পারবে। এতে সকল গরিবের অনেক টা সহযোগিতা হবে। ফেসবুক সকল ইউজার দের জন্য যে এটা ভেবেছে এটাই অনেক বড় ব্যাপার।
মানুষের যে অর্থ উপার্জন না করার কষ্ট কমবে বলে ধারণা করা যাচ্ছে। আসবে অনেক খুশির বাতাস সেই খুশির বাতাসে মানুষের প্রাণ খুলে নিশ্বাস নিতে পারবে। এগিয়ে যাক বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশের প্রযুক্তি। তাই সবাই অযথা অনলাইনে সময় নষ্ট না করে ইনকামের চেষ্টা করুন। দেখবেন আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তার মধ্যে ফেসবুকে ইনকাম করা সবচেয়ে সহজ।
ফেসুবকে কি ভিডিও আপলোড দিয়ে ইনকাম করব।
অনেকের এই প্রশ্নটি থাকে এবং ভিডিও তৈরি করতে ব্যর্থ হয়। কিন্তু ফেসবুকের মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশ করবেন। এতে আপনার প্রতিভা প্রকাশ পাবে অন্য দিকে অর্থ আয় করতে পারবেন। এভাবে করেই অনেকে এগিয়ে গিয়েছে সার্ফল্যের দিকে। তাই সার্ফল্যে অর্জন করতে চাইলে কষ্ট করে হলেও মানুষের দেখার মতো ভিডিও তৈরি করুন।
ধন্যবাদ জানাই সকল ভিজিটরদের। যারা আমাদের ওয়েবসাইটি ভিজিট করে আমাদের দেয়া তথ্য গুলো কষ্ট করে পড়েন।আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর আপনাদের উপকারে আসলে আমাদের কষ্ট স্বার্থক। সবার জন্য শুভকামনা রইল................
Comments