জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।SumonBDnet

জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।SumonBDnet
Posted by Admin
Your Ads Here

জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। Fuel oil prices have increased । বিশ্ব বাজারেও জ্বালালি তেলে বেশি বেড়েছে ডলারে দাম। SumonBDnet
জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।SumonBDnet
জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।SumonBDnet

বিশ্বের প্রতিটি দেশেই বেড়েছে জ্বালানি তেলের দাম। তার সাথে বেড়েছে ডলার এর দাম ও। এটা নিয়ে সবাই মাথায় চিন্তা ঘুপাক খাচ্ছে। জ্বালানি তেলের সাথে প্রতিটি দেশের প্রতিটি মানুষের জীবন নির্বাহের সম্পর্ক রয়েছে। কারণ জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে তার সাথে মানুষের জীবন যাত্রার সবস্ত কিছুর মূল্য বৃদ্ধি পায় ও পাচ্ছে তাই। প্রতিটি মানুষের জ্বালানি তেলে উপর সব কিছু নির্ভর করে।

ডলার এর দাম বৃদ্ধি সম্পর্কে । About the increase in the value of the dollar

কয়েক মাস ধরে ধীরে ধীরে বিশ্বের সর্বচ্চ মুদ্রা ডলার এর দাম ক্রমেই বৃদ্ধি পেছে। তার কারণে বিশ্বে প্রতি জিনিসের দাম বেড়েছে। গোটা বিশ্ব যে মুদ্রা দ্বারা আমদানি ও রপ্তারি করে তার বেড়ে যাওয়ায় বিপদে পরেছে বিশ্বের অনেক দেশই। ডলার ছাড়া আমদানি ও রপ্তানি কখন সম্ভব না এখন পর্যন্ত। ডলার পৃথিবীর এমন একটা জায়গার দখল করে নিয়েছে যে তার বিকল্প অন্য কিছু এখন পযন্ত ভাবা যাচ্ছে না। তাই সব কিছু দাম বাড়ার মূল কারণ বলে জানা গেছে ডলার এর সংকট ও দাম বৃদ্ধি।

জ্বালানি তেল এর দাম বুদ্ধি সম্পর্কে । Fuel prices are about intelligence

ডলার এর পরে এবার দাম বৃদ্ধি পেল বহু ও সব সময় ব্যবহিত জ্বালানি তেল। এর কারণে সকল প্রকার দৈনিক ব্যবহিত দ্রব্যের মূল্য বাড়ছে। এতে কষ্টে পড়েছে সাধারণ মানুষ।কারণ মোটরসাইকেল, বাস, মাইক্রোবাস, ট্রাক সহ আরো নানা ধরণের যানবাহন রয়েছে। এসব যানবাহন সব জ্বালানি তেলে চলে থাকে। আর এই বাহন গুলোর জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সকল মানুষ যুক্ত থাকায় দূরভোগ প্রহাচ্ছে। বেড়ে গেছে এই যানবাহনে ভাড়া। ভাড়া বেড়ে যাওয়ায় বেড়েছে সকল দ্রব্যর দাম।

ডলার এর দাম বাড়তে না বাড়তে তার মধ্যে এ পর্যায়ে বাড়লো জ্বালানি তেলের দাম। ডলার ও জ্বালানি তেলে এই দাম বাড়ায় বেড়েছে সকল প্রকার দ্রব্যর দাম। একদিকে ডলার অন্য দিকে জ্বালানি তেল। খুব কষ্টে যাবে সকল মানুষের জীবন।

জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। Fuel oil prices have increased ।
বিশ্ব বাজারেও জ্বালালি তেলে বেশি বেড়েছে ডলারে দাম।
ডলার এর দাম বৃদ্ধি সম্পর্কে । About the increase in the value of the dollar
জ্বালানি তেল এর দাম বুদ্ধি সম্পর্কে । Fuel prices are about intelligence

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

Comments

Post a Comment
Loading comments...