আজ বাংলাদেশের “হাওয়া” বাংলা মুভির শুভ মুক্তি | Entertainment-বিনোদন

আজ বাংলাদেশের “হাওয়া” বাংলা মুভির শুভ মুক্তি | Entertainment-বিনোদন
Posted by Admin
Your Ads Here

আজ বাংলাদেশের “হাওয়া” বাংলা মুভির শুভ মুক্তি। Happy release of Bangla movie Hawa | Entertainment-বিনোদন
আজ বাংলাদেশের “হাওয়া” বাংলা মুভির শুভ মুক্তি | Entertainment-বিনোদন
আজ বাংলাদেশের “হাওয়া” বাংলা মুভির শুভ মুক্তি | Entertainment-বিনোদন

অনেক অপেক্ষার অবসন ঘুচিয়ে আজ ২৯ জুলাই আজ মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরি অভিনিত “হাওয়া” । এই ছবির একটি গান সাম্প্রতি সময় ভাইরাল হয়েছে সাদা সাদা কালা কালা ( Shada Shada kala kala ) । অনেক মানুষ অপেক্ষায় ছিল সাদা সাদা কালা কালা গানের মুভি হাওয়া মুক্তির। আজ সে আজ পূর্ণ হলো।

হাওয়া বাংলা মুভির সম্পর্কে সংক্ষেপে - Briefly about Hawa Bangla Movie

হাওয়া বাংলা ছবিটি একটি সাগর একটি চাঁন মাঝি ও একটি মেয়ে নিয়ে একটি বাংলা মুভি। সবাই দেখে মুগ্ধ হয়েছে এসময় এরকম ছবি বাংলাদেশে প্রথম। যা সকল দর্শক দের অবাক করেছে। ছবিটি রিলিজ হওয়ার আগেই দর্শকদের প্রসংশা পেয়েছেন চঞ্চল চৌধুরি দাদা। তরুণ পরিচালক সুমন ভাই তার প্রতিভা তুুলে ধরেছেন এই বাংলা সিনেমা হাওয়া ছবিটির মাধ্যমে। এই বাংলা ছবিটি নিয়ে সবাই আশা বাদি পরিচালক, অভিনেতা, প্রযোজক সংস্থা থেকে শুরু করে বাংলা সিনেমা ভক্ত দর্শক পর্যন্ত। তা আজ বাস্তব হয়ে ওঠেছে।


সাদা সাদা কালা কালা হাওয়ার মুভির গান সম্পর্কে সংক্ষেপে - Briefly about Saada Saada Kala Kala Hawar movie song

বাংলা সিনেমা হাওয়ার গান সাদা সাদা কালা কালা ব্যাপক হারে ভাইরাল হয়েছে। মানুষ গ্রহণ করেছে নিজের গান স্বরুপে। ঠাই দিয়েছে হৃদয়ে। মুখে মুখে এখন সাদা সাদা কালা কালা গানটি। লেখক ও সুরকার হাশিম মাহমুদ তার হৃদয় থেকে গানটি সৃষ্টি করেছেন। তার মাধ্যমে মানুষ আজ তার গান গেয়ে মনে আবেগ অনুভতি প্রকাশ করে যাচ্ছে।
Shada Shada kala kala Song Download


You have to wait 300 seconds.

Generating Download Link...
Download Now



সাদা সাদা কালা কালা গানের লেখক হাশিম মাহমুদ সম্পর্কে - About Hashim Muhmud, author of Sada Sada Kala Kala song



সাদা সাদা কালা কালা গানটির লেখক ও সুরকার হাশিম মাহমুদ। তিনি সম্ভাবত তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়া লেখা করেছেন। তার গান আজ আকাশে বাতাসে মুখে মুখে ভেসে বেড়াচ্ছে। অর্থচ তিনি আজ অসুস্থ। সে মুলত্ব লালন শাহ্ গান থেকে অনুপ্রাণিত হয়ে গানের প্রতি তিনি মনো নিবাস করেন। হাশিম মাহমুদ দীর্ঘ দিন ধরে গান সৃষ্টি ও সুর সৃষ্টি করে আসছিনেন। তার বেশ কিছু গান মানুষের মুখে মুখে থাকলেও সেগুলি রের্কড করে বাজার জাত করা হয়নি।

তিনি দীর্ঘ দিন চারুকলার আছে পাশে থাকতেন তিনি সেখানে না অনুশালন করলে সে জায়গা তার কাছে ভালো লাগতো বলে জানা গেছে। হাশিম মাহমুদের পরিবারে যারা আছেন তাদের একটাই অনুরোধ যে তাকে চিকিৎসা করে সুস্থ করে তার গান সাধনার সৃষ্টির সুযোগ দেয়া হক। জানি না তার চিকিৎসার কত কি হবে। তবে আশা করি তাকে সহযোগিতা হাত বাড়াবে হাওয়া সিনেমার সংশিষ্টরা। যাতে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে ও আবার বাংলার মানুষের জন্য ও বাংলা সিনেমার জন্য গান সৃষ্টি করে।

সকল ভিজিটর দেন ধন্যবাদ সম্পূর্ণ পড়ার জন্য ও ভিজিট করার জন্য। বাংলাদেশ চিরজীবী হক বাংলা এগিয়ে যাক এবং বাংলাদেশের বাংলা সিনেমার উন্নতি হক ও পৃথিবীর সকলের মঙ্গল কামনা করে সমাপ্ত করছি। সাথেই থাকবেন আমাদের আপনাদের জন্যই ছোট্ট প্রয়াস.........
Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

Comments

Post a Comment
Loading comments...