দিন দ্য ডে মুভির অলোচনায় অনন্ত - বর্ষা - Sumon bd net
দিন দ্য ডে মুভির অলোচনায় অনন্ত - বর্ষা - Sumon bd net |
দিন দ্য ডে বাংলা মুভি টি মুক্তি পেয়েছে ১০শে জুলাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু করোনা মহামারি কারণে দিন THE DAY মুভিটি মুক্তি দেওয়া হয়নি। তাই সকল যল্পনা কল্পনার পর ১০শে জুলাই মুক্তি দেয় অনন্ত - বর্ষা। মুভিটি প্রযোজনা করে বাংলাদেশ ও ইরান। মুভিটি কয়েকটি দেশে মুক্তি দেওয়া হয়েছে।
অনন্ত - বর্ষার আলোচনা ও সমালোচনার কারণ।
সাম্প্রতি সময় অনন্ত - বর্ষা দিন The day মুভিটি খরচ হওয়া ১০০কোটি টাকার কথা বলায় অনেকে আলোচনা ও সমালোচনা করছে। কিন্তু অনন্ত বর্ষা বলেছে বিশ্বের কাছে আমাদের দেশকে আমি তুলে ধরেছি Din the day মুভিটির মাধ্যমে।
Din the day সিনেমা নিয়ে দর্শকদের কথা।
দিন THE DAY মুভিটি দেখে সাধারণ মানুষের একটি কথা এরকম আরো মুভি চাই অনন্ত বর্ষার কাছে। অনেকেই বলেছে মুভিটি বাইরের উন্নত দেশ গুলোর মতো মুভি টি তৈরি করা হয়েছে সিনেমাটি আসলেই সুন্দর হয়েছে এগিয়ে যাক অনন্ত বর্ষা। ইতিমধ্যেই অনেকে টিকিট পাচ্ছে না। ঈদ শেষ হয়ে গেলেও দিন দ্য ডে মুভিটি ঘিরে আজ ১৯শে জুলাই ঈদের ৯ম দিন পার হয়ে গেলেও মনে হচ্ছে আজও ঈদের দিন আর ঈদের খুশি চলছেই।
আমাদের মতামত।
এই ধরণের সিনেমা আমাদের দেশে ব্যাপক চাহিদা রয়েছে এবং আগামি থাকবে। তাই আমাদের দেশের প্রেম ভালোবাসা সিনেমা তৈরি কুমিয়ে অ্যাকশন মুভি তৈরি করতে হবে। একে আপরকে সমালোচনা না করে যে যার জায়গা থেকে অ্যাকশন মুভি তৈরি তে সহযোগিতা করতে হবে। দর্শক এমনিতেই সিনেমা হলে আসবে। যতই থাক OTT প্ল্যাটফর্ম আমাদের সিনেমার সোনালী দিন সোনালী সন্ধ্যা ফিরবেই। দর্শক ও অনন্ত বর্ষা সহ সকল অভিনেতাকে শুভ কামনা জানাই শেষ করছি।
সকল ভিজিটর দের বলছি আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন ভালো রাখবে। সমাপ্ত
Comments