অ্যাডসেন্স শপিং লিংক এর মাধ্যমে কিভাবে ইনকাম ব্লগারদের। SumonBDnet
Posted by
Admin
Your Ads Here
অ্যাডসেন্স শপিং লিংক এর মাধ্যমে কিভাবে ইনকাম ব্লগারদের। SumonBDnet | Blogger Adsense Income
অ্যাডসেন্স শপিং লিংক এর মাধ্যমে কিভাবে ইনকাম ব্লগারদের। SumonBDnet | Blogger Adsense Income |
অ্যাডসেন্স শপিং লিংক এই অপশনটি সাম্প্রতিক সময় চালু হয়েছে। এর মাধ্যমে ব্লগার তার কনটেন্ট এর মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে লিংক করতে পারবে এই লিংক এ ক্লিক করলে মোবাইল ফোনের বা পণ্যের বিজ্ঞাপন দেখতে পারবে। আর এখান থেকেই ব্লগারদের ইনকাম আরো বাড়বে।
সাম্প্রতিক সময়ে গুগল অ্যাডসেন্স চালু করেছে তাদের নতুন একটি ইনকাম সোর্স যা ব্লগারদের জন্য অনেক কাজে আসবে এবং ইনকাম অনেক বেড়ে যাবে। যারা ব্লগার হতে চান তাদের জন্য এটা খুব সহায়তা করবে ইনকাম বৃদ্ধির ক্ষেত্রে। অনেক ব্লগার হয়তো বুঝতে পারছে না কিন্তু এটা একটা ওয়েবসাইটের জন্য অনেক ভালো একটা ব্যাপার। কারণ লিংকের অ্যাড/বিজ্ঞাপন গুগোল অ্যাডসেন্সে এর আগে কখনো ছিল না। অনেক ব্লগার বা অনেক ওয়েবসাইটের মালিক বিভিন্ন সাইট থেকে এই ধরনের লিংক এড কালেক্ট করে একটি ইনকাম বেশি পাওয়ার জন্য। গুগোল এটা মাথায় রেখে ব্লগার দের ইনকাম বৃদ্ধি করার জন্য এটা একটা চেষ্টা বলা চলে। যা একজন ব্লগারের আগ্রহ আরো বেড়ে যাবে শতশত গুনে।
এভাবে করেই যদি ব্লগারদের পাশে থাকে পৃথিবীর সবচেয়ে বড় ওয়েবসাইট বা সার্চ ইঞ্জিন কোম্পানি গুগোল ও অ্যাডসেন্স। তাহলে ওয়েবসাইট বা ব্লগের প্রতি মানুষের আগ্রহ ও স্বপ্ন আরো বেড়ে যাবে। তৈরি হবে নতুন নতুন ওয়েবসাইট নতুন নতুন ব্লগার। এর মাধ্যমে আমাদের অর্থনৈতিক ভাবে যেমন লাভোবান হবো তেমনি আমাদের বেকারত্ব কমতে থাকবে।
আমরা যারা অনেক ভালো কিছু করতে চাচ্ছি টাকা দিয়ে ফ্রিল্যান্সিং শিখছি কিন্তু কাজ পাচ্ছি না। এই রকমের মানুষদের জন্য সবচেয়ে ভালো হবে ব্লগ তৈরি করে প্রতিদিন কাজ করে সহজে ইনকাম করা। যেখানে কোনো বাধ্যবাধকতা নেই। ফ্রিল্যান্সিং এ যেমন কাজ করলে ইনকাম করতে পারব আর না করলে ইনকাম করতে পারব না। কিন্তু ব্লগিং এর ক্ষেত্রে সপ্তাহে দুই থেকে তিনটা পোস্ট রেডি করতে পারলেই ব্লগ টি খুব তাড়াতাড়ি র্যাংক এ চলে আসবে এবং তাড়াতাড়ি অর্থ উপার্জন করা যাবে। আর ভালো কাজ করলে তো ইনকাম বৃদ্ধি পাবে খুবই দ্রুত। কাজের আশায় বসে থাকতে হবে না এবং আপনার লেখা বা কনটেন্ট পড়ে বা দেখে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারবে ও মানুষের উপকারে আসবে।
সবচেয়ে সহজে অনলাইন বা ইন্টারনেট থেকে ইনকাম এর সহজ উপায় ব্লগিং। এই সেক্টরে কাজ করছে লক্ষ কোটি মানুষ। অনেকে আয় করছে ঘরে বসে। অনেকে প্রতিষ্ঠান তৈরি করে বেকার দের কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছে ও বেকারত্ব দূর করতে সহায়তা করছে। এমন ভাবেই তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যাক্তা। গুগল মানুষ কে সত্যিই একটি সুন্দর ভবিষ্যৎ দিতে পারবে এটি ছিল ধারণার বাইয়ে। কিন্ত গুগল তা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। ওয়েবসাইট এর মাধ্যমে যে কত কিছু করা সম্ভব তা গুগল তা দেখিয়েছে।
ফ্রিল্যান্সিং থেকে ব্লগিং কত টা ভালো?
আমার মতে ফ্রিল্যান্সিং করা থেকেও ব্লগিং করা অনেক সহজ। আমরা সবাই বুঝি ফ্রিল্যান্সিং করলে অল্প সময়ে বেশি টাকা আয় করা যায়। তাই সবাই ফ্রিল্যান্সিং এর পিছে ছুটি কিন্তু এটা আমরা ভাবি না যে কত জনের মধ্যে কত জন মানুষ কাজ করে সফল হয়েছে। ফ্রিল্যান্সিং শিখে কাজ পেতে পারেন বা নাও পেতে পারেন কোনো ভরসা নেই। কিন্তু ব্লগিং করে নিশ্চিত সফলতা আসবেই। কারণ আপনার ওয়েবসাইটে ১০থেকে ১৫ টা পোস্ট থাকলেই ইনকামে জন্য আবেদন করতে পারবেন। আর এই ১৫টা পোস্ট করতে সময় লাগে ৫থেকে ৭দিন।তাও আবার ৩ থেকে ৫ ঘন্টা সময় প্রতিদিন দিলে ১৫টা পোস্ট তৈরি করা সম্ভব। যখন খুশি তখন পোস্ট দিতে পারবেন কোনো সমস্যা নেই। ফ্রিল্যান্সিং এর মতো ১০ ঘন্টা নিজেকে কষ্ট দিয়ে কাজ করতে হবে না। তাই আপনিও চাইলে ব্লগিং জগতে আসতে পারেন।
আমাদের সাথেই সবসময় থাকবেন আশা করছি তথ্য ও প্রযুক্তি আপনাদের মাঝে দিতে পারব। যাতে করে নিজেরাও ইনকামের রাস্তা তৈরি করে নিতে পারেন। আপনারা হয়তো বলবেন আপনার সাইটে তথ্য ও প্রযুক্তি জেনে কিভাবে ইনকামের রাস্তা তৈরি করা সম্ভব। আমি বলব, আমরা যে সকল তথ্য ও প্রযুক্তি গুলো শেয়ার বা পোস্ট করি সে সকল গুলো আপনার অজানা কে জানতে সহযোগিতা করবে। আর তথ্য ও প্রযুক্তি জানা থাকলে সেগুলো ব্লগিং হক আর ইউটিউবিং হক এর মাধ্যমে শেয়ার করলে এমনিতেই ইনকাম করা সম্ভব। সামনে আরো তথ্য ও প্রযুক্তি নিয়ে আসব আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ....
#ব্লগিং করে ইনকাম #Income through blogging
#ইউটিউবিং করে ইনকাম #Income from YouTube
#লেখা-লেখি করে ইনকাম #Income by writing
#ফ্রিল্যান্সিং করে ইনকাম সহজ নাকি ব্লগিং #Is Freelancing Income Easy Or Blogging?
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts
Comments