সিলেটে খুবই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। SumonBDnet
Posted by
Admin
Your Ads Here
সিলেটে খুবই ভয়াবহ বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ। SumonBDnet
সিলেটে খুবই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। SumonBDnet |
গত তিন চার দিনের বৃষ্টিতে সিলেটের প্রতিটি শহর গ্রাম অঞ্চল বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হয়েছে সিলেটের প্রতিটি মানুষের। খাবারের থাকার আশ্রয়ের চিন্তা প্রতিটি সিলেটবাসী মানুষের। সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে গিয়ে সহায়তা করেছে এবং আশ্রয়ই দেয়ার চেষ্টা চালাচ্ছে।
গত কয়েক বছরে এমন বন্যা দেখা যায়নি দেশে। এমন এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ যে দুই বেলা দুই মুঠো ভাত খাওয়ার কোন ব্যবস্থা নেই। যদিও বাংলাদেশের অনেকেই সাহায্য করার জন্য এগিয়ে গিয়েছে সিলেটবাসীর কাছে। বড় বড় রাস্তাঘাট জলে ডুবে গিয়েছে। বিদ্যুৎ কেন্দ্র পানিতে থৈ থৈ করছে। মোবাইল ফোনে যোগাযোগ এর কোনো উপায় নেই কারণ বিদ্যুত নেই মোবাইলে চার্জ নেই আমার মোবাইলে কারো টাকাও নেই। কি যে অবস্থায় আছে সিলেটবাসী বন্যার কারণে এটা বলে বোঝানো যাবে না।
কিছুদিন পরেই পদ্মা সেতু উদ্বোধন হওয়ার কথা রয়েছে 25 জুন 2022 এ। এই আনন্দের মধ্যে হঠাৎ করেই বন্যা এসে সিলেটবাসীকে করে দিয়েছে অসহায়। তবে সিলেটবাসীর পাশে সারা বাংলাদেশে রয়েছে সারা বাংলাদেশের মানুষ রয়েছে যে যেভাবে পারছে সহযোগিতা করতে চেষ্টা করছে। আশা করি খুব সহজেই এই দুর্যোগ মোকাবেলা হয়ে যাবে। এবং জয় বাংলা কনসার্ট এ সবাই যোগ দেবে একযোগে সারা বাংলাদেশ।
যদিও সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি হচ্ছে থেকে থেকে। সারা বাংলাদেশ বন্যা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে আমার মনে হয়। সারা দেশ জুড়ে আষাঢ় মাসের মেঘ ছড়িয়ে আছে। কখন যে একধারে আষাঢ়ে বৃষ্টি নেমে পড়ে। সারা দেশে বন্যা যাতে না হয় এটাই ভালো হবে সকল মানুষের জন্য। সৃষ্টিকর্তা পৃথিবীর সকল কে মানুষের ভালো রাখুন সকল কে বিপদ থেকে রক্ষা করুন।
সিলেটে বন্যায় সহায়তায়
বাংলাদেশের সিলেট জেলায় বন্যার কারণের সে জেলার মানুষ দূরদিন কাটাচ্ছে। বন্যাত্ব মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে সেনাবাহিনী, ইউটিউবার সহ নানা পেশা জীবি মানুষ। তাদের খাওয়া-দাওয়া থাকার স্থান করে দিচ্ছে এই হৃদয় বান মানুষ গুলো। যারা মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে জাত-পাত নির্বিশেষে। ভালো থাকুক মানুষ বজায় থাক মানবতা গড়ে উঠুক ভালোবাসার বাংলাদেশ।
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts
Comments