স্বপ্নজয় পদ্মা সেতুর ২৫ জুন ২০২২ উদ্বোধনের দিন। SumonBDnet
Posted by
Admin
Your Ads Here
স্বপ্নজয় পদ্মা সেতুর সাথে স্মার্ট বাংলাদেশের পথচলা শুরু। ২৫ জুন ২০২২ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের দিন। SumonBDnet |
আজ ২৫ জুন ২০২২ স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের দিন। পদ্মা সেতু উদ্ধোবধনের অনুষ্ঠান সকাল ১০ টায় শুরু হয়। দক্ষিণাঞ্চলের মানুষদের সুদিন শুরু এই ২৫জুন ২০২২ সকাল ১০ টা থেকেই। পদ্মা সেতু উদ্বোবধন করেন ঠিক সকাল ১২.০০টায়। স্বপ্নের পদ্মা সেতুটির দুই তলা, নিচে রেল চলাচল করবে ও উপর দিয়ে চলবে যানবহন। স্বপ্নজয়ী পদ্মা সেতুটির দৈর্ঘ্য রয়েছে ৬.১৫০ কিলোমিটার ও পদ্মা সেতু প্রস্থ ১৮.১০ মিটার। পদ্মা সেতু উদ্বোধনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের মননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
স্বপ্নজয়ী পদ্মা সেতুর সম্পর্কে
স্বপ্নের পদ্মা সেতুটির দুই তলা নিচে রেলচলাচল করবে ও উপড় দিয়ে চলবে যানবহন। স্বপ্নজয়ী পদ্মা সেতুটির দৈর্ঘ্য রয়েছে ৬.১৫০ কিলোমিটার ও পদ্মা সেতুর প্রস্থ ১৮.১০ মিটার। হাসি ফুটেছে দক্ষিণাঞ্চলের মানুষ সহ সারা বাংলাদেশ। মেতে উঠেছে বাংলাদেশ পদ্মা সেতুর উদ্বোধনের উৎসবে। সেজেছে সারা বাংলাদেশ। পিছিয়ে পড়া দক্ষিণাঞ্চল এর ২১জেলার মানুষদের ভাগ্য পরিবর্তন হচ্ছে। তৈরি হবে নতুন নতুন কল-কারখানা অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাবে দক্ষিণাঞ্চল মানুষরা। তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা চালু হচ্ছে নতুন ব্যবসা কমবে বেকারত্ব।
স্বপ্নজয় পদ্মা সেতু কারণে বাংলাদেশের জিডিবি তে ১.২ শতাংশ যোগ হবে। যা বাংলাদেশ কে আরো এগিয়ে নিয়ে যাবে উন্নয়ন এর দিকে। এই স্বপ্নের পদ্মা সেতু স্মাট বাংলদেশের প্রথম ধাপ এভাবে গড়ে উঠবে স্মাট বাংলাদেশ। পরিণিত হবে উন্নয়নশীল দেশ বাংলদেশ।পদ্মা সেতুর জন্য দুই পারে দুইটি থানা রয়েছে। থানা দুইটির নাম দক্ষিণ থানা ও উত্তর থানা। সেতুর পারা পারে যাত্রীদের নিরাপদের জন্য এই দুইটি থানা কাজ করবেন। সেবা দেবে লক্ষ লক্ষ মানুষের।
স্বপ্নজয় পদ্মা সেতুর উদ্বোধনের সাথে স্মার্ট বাংলাদেশে পথচলা শুরু সম্পর্কে
পদ্মা সেতুর উদ্ধোবধনের সাথে সাথে আমাদের বাংলাদেশ একটা বড় দূরর্বলতা কে জয় করেছে বাংলাদেশ। সারা বাংলাদেশের শহরের সাথে যোগ হয়েছে দক্ষিণাঞ্চলের শহর গুলো। উত্তরাঞ্চল এর মানুষ দক্ষিণাঞ্চল এ যেতে পারবে খুব সহজে কম সময়ের মধ্যে আবার দক্ষিণাঞ্চল এর মানুষ উত্তরাঞ্চল এ যেতে পারবে খুবই কম সময়ে। যোগাযোগের আর কোনো বাঁধা রইল না বাংলাদেশে। এখন সবকিছু তে এগিয়ে যাবে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ এ রুপ নিয়েছে।
দক্ষিণাঞ্চলের প্রতিটা গ্রাম শহরে পরিণীত হবে। বাড়বে সাধারণ মানুষের সক্ষমতা। প্রতিটা ঘরে ঘরে উদ্যোক্তা সৃষ্টি হবে। কল-কারখানা থেকে শুরু করে নির্মাণ হবে বড় বড় আইটি ফ্যার্ম,অফিস,আদালত সহ নানা রকম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে মানুষ সহজেই সেবা ও কর্ম পাবে। আরো কিছু প্রতিষ্ঠান তৈরি হবে যেখানে আগে ঢাকাই যেতে হতো এখান দক্ষিণাঞ্চরে প্রতি শহরে এ প্রতিষ্ঠান পাওয়া যাবে।
যেমন পাইকারি মালের জন্য ঢাকায় যেতে হতে এখন থেকে হাতে কাছেই পাওয়া যাবে সবকিছু। আর যেগুলো পাওয়া যাবে সেগুলো হলোঃ হাই স্পরিড ইন্টারনেট লাইন,গ্যাস লাইন, আন্ডার কারেন্ট লাইন( মাটির নিচে দিয়ে কারেন্ট লাইন যা ঢাকায় প্রথম চালু করতে যাচ্ছে তা আমরা সহজে পেয়ে যাব) এধরণের আরো সেবা আমরা সহজেই পেয়ে যাবো। যার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ তৈরি হবে।
কৃষি দিক থেকে পদ্মা সেতুর ভূমিকা
কৃষি খাতে উন্নয়ন হবে। যেমনঃ খেত থেকে সরাসরি ঢাকায় নিয়ে বিক্রয় করতে পারবে কৃষক সব ধরণের উৎপাদিত ফসল সহ যাবতীয় সব কিছু। যা থেকে বেশি দামে বিক্রি করে ভালো লাভোবান হবে কৃষক। এবং কৃষি তে বিপ্লব ঘটবে। এবং কৃষি যন্ত্রপাতি সহজেই ঢাকা থেকে কিনে আনতে পারবে। যাতে করে কৃষি কাজ আরো সহজ হয়েছে ও আগামিতে কৃষি কাজে সবার আগ্রহ আরো বাড়বে।
স্বপ্নজয় পদ্মা সেতুর সাথে স্মার্ট বাংলাদেশের পথচলা শুরু।
২৫ জুন ২০২২ সপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের দিন। SumonBDnet
স্বপ্নজয়ী পদ্মা সেতুর সম্পর্কে ও কৃষি দিক থেকে পদ্মা সেতুর ভূমিকা
স্বপ্নজয় পদ্মা সেতুর উদ্বোধনের সাথে স্মার্ট বাংলাদেশে পথচলা শুরু সম্পর্কে
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts
Comments