ব্লগার থেকে ইনকাম করার সবথেকে সহজ উপায় | সুমন বিডি নেট | SumonBDnet
Posted by
Admin
Your Ads Here
ব্লগার থেকে ইনকাম করার সবথেকে সহজ উপায় | সুমন বিডি নেট | SumonBDnetব্লগার থেকে ইনকাম করার সবথেকে সহজ উপায় | সুমন বিডি নেট | SumonBDnet
ব্লগার বা ব্লগস্পটে অথবা ওয়াডপ্রেস দ্বারা আমরা যে সাইট বা ওয়েবসাইট তৈরি করি এবং এর মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রয়োজনীয় তথ্য প্রযুক্তি অথবা যে কোন ইনফর্মেশন তথ্য লিখিতভাবে শেয়ার করি সহজভাবে তাকেই আমরা ব্লগার বলতে পারি।
আমরা অনেকেই চাই যে আমাদের একটি ওয়েবসাইট থাকুক। এই ব্লগার ব্লগস্পট অথবা ওয়ার্ডপ্রেস সাইটের এর মাধ্যমে আমরা ইনকাম করতে চাই। যাতে করে আমাদের কাজ করতে সহজ হয়। কাজের পথে আমাদের কোনো বাধা প্রাপ্ত না হতে হয়। কারণ মানুষের জীবনে অর্থ বিশেষ ভূমিকা পালন করে থাকে।
আজ আমরা যে বিষয়ে বিশেষ তথ্য আপনাদের দিব সেটি হচ্ছে ব্লগার ব্লগস্পট ওয়েবসাইট নিয়ে।
ব্লগার ব্লগস্পট হচ্ছে গুগোল একটি সাইট, এই সাইটে থেকে ফ্রিতে সাইট বা ওয়েবসাইট তৈরি করা যায়। তৈরিকৃত ওয়েবসাইট থেকে ইনকাম করা যায় বলা যায় খুব সহজে অল্প সময়ের মধ্যেই। সময়টুকু কাজে লাগানো যায় ধৈর্য ও সময় দিয়ে এবং মেধার পরিচয় দিয়ে। বলা যায় নিজের ধৈর্য ও সময় দিয়ে নিজের মেধাকে কাজে লাগিয়ে যদি একটি ব্লগস্পট ফ্রী ওয়েবসাইট তৈরি করে। প্রতিদিন নিয়মিত পোস্ট দিলে ভালো একটা ইনকাম করা সম্ভব।কিভাবে পোস্ট লিখব বা তৈরি করব আমি তো কিছু জানিনা?
আপনার যদি এমন প্রশ্ন থাকে তাহলে আপনাদের সহজে কিভাবে পোস্ট লিখবেন কিভাবে জানবেন সে বিষয়ে এখন আপনাদের বলছি।১)প্রথমে আপনাকে একটি বিষয় ঠিক করতে হবে যে বিষয়ে আপনি ভালো লিখতে পারবেন। বিষয় বা সাবজেক্ট ঠিক করার পরে সে বিষয়ের উপরে ইউটিউব থেকে ভিডিও দেখতে পারেন। ভিডিওটি দেখে আপনার নিজের মেধাকে কাজে লাগিয়ে আপনার নিজে থেকে পোস্ট লেখা শুরু করতে পারেন।
২) দ্বিতীয় ভাবে আপনি গুগল এ গিয়ে আপনার সিলেক্ট করা বিষয়টি বা সাবজেক্টে সার্চ করুন। ছাড়ছে অনেকগুলো সাইডে আসবে অনেক লেখা পাবেন। সেখান থেকে 5 থেকে 10 টি সাইটে পড়ুন বিষয়টি ভালভাবে বোঝার চেষ্টা করুন। তারপর নিজের ভাষায় সহজ করে লিখুন এতে আপনি সহজেই লিখতে পারবেন।
৩) তৃতীয় ভাবে আপনি quora.com নামে একটি ওয়েবসাইট রয়েছে। সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। সেখানে আপনার প্রয়োজন চেয়েও বেশী ধরনের পোস্ট বা কনটেন্ট পেয়ে যাবেন। সেই পোস্ট বা কনটেন্ট গুলো ভালভাবে পড়ুন এবং সেগুলি নিজের মত করে লিখে একটি পোস্ট তৈরী করতে পারেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই।
এই সোর্স গুলো ব্যবহার করে যদি আপনি আপনার ব্লগস্পট সাইটে প্রতিনিয়ত 1 থেকে 2 টি পোস্ট লিখতে পারেন এবং সেই পোষ্টটি পাবলিশ করতে পারেন। তাহলে 30 টি পোস্ট হলেই আপনি গুগল এডসেন্সের কাছে আবেদন করতে পারবেন এবং সেখান থেকে ইনকাম শুরু করতে পারবেন। তবে কনটেন্ট কমপক্ষে 1000 ওয়াট হতে হবে। তাহলে গুগল এডসেন্সের অ্যাপ্রুভ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
সতর্কতাঃ ভুলেও কখনো কোন ওয়েবসাইট বা ফেসবুক বা যেকোন সাইট থেকে কনটেন্ট কপি করে ওয়েবসাইটে পোস্ট তৈরী করতে যাবেন না। পোস্টগুলো পড়ে সেখানে নিজের মেধা অনুযায়ী নিজেই লিখে সেগুলিকে আপনার ব্লগার বা ব্লগস্পটে ওয়েবসাইটে পোস্ট দিতে পারেন। কপি করলে অনেক সময় অ্যাডসেন্সে পাওয়া যায় না।
ব্লগার ব্লগস্পট থেকে কিভাবে ইনকাম করা যায়?
ব্লগার ব্লগস্পট ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করা যায়। এই বিষয়ে অনেকেই জানে অনেকেই জানিনা এখন আপনাদের জানাব কিভাবে ব্লগস্পট ব্লগ সাইট থেকে ইনকাম আসে। ব্লগস্পট ব্লগ সাইট থেকে ইনকাম আসে মূলত গুগলের এডসেন্স থেকে আপনার যখন 30 টার উপরে পোস্ট থাকবে আপনার ব্লগস্পট সাইটে। তখন আপনি আপনার ব্লগস্পট সাইট থেকে গুগোল অ্যাডসেন্সে আবেদন করে আবেদন অ্যাপ্রুভ হওয়ার পরে। আপনার ব্লগস্পট ব্লগ সাইটে বিভিন্ন জায়গায় এড কোড বসিয়ে অর্থাৎ গুগল এডসেন্সের বিজ্ঞাপনের এইচটিএমএল কোড বসিয়ে সেই অ্যাড করে বা বিজ্ঞাপনে ভিজিটর দের ব্যানারে ক্লিক পাওয়ার মাধ্যমে একটি ইনকাম জেনারেট হয়।আমার গুগল অ্যাডসেন্স থেকে ইনকামের অর্থ কিভাবে আমার কাছে আসবে বা পাব?
আপনার জেনারেট কৃত অর্থ গুগল এডসেন্স থেকে আপনি আপনার অ্যাডসেন্স একাউন্টে ব্যাংক একাউন্ট যোগ করার মাধ্যমে ব্যাংক একাউন্ট থেকে উত্তোলন করতে পারবেন। আপনার জেনারেট কৃত অর্থ সাধারণত মাসের 22 থেকে 24 তারিখের মধ্যে গুগল এডসেন্স সেন্ট করে থাকে।তবে এই অর্থ পাওয়ার আগে আপনার একাউন্টে 10 ডলার হওয়ার পর গুগল থেকে একটি এডসেন্স চিঠি পাঠাবে। সেই চিঠি টিতে ভেরিফিকেশন কোড থাকবে গুগল একাউন্টে সেই ভেরিফাই কটি দিয়ে ভেরিফাই করতে হবে। এবং ভেরিফাই করলে এবং তারপর 100 ডলার বা তার বেশি হলেও সেই ইনকামের অর্থ আপনি পাবেন। সর্বনিম্ন 100 ডলার না হলে গুগল এডসেন্স আপনাকে প্রেমেন্ট পাঠাবে না কমপক্ষে 100 ডলার হতেই হবে।
আশা করছি তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপরের তথ্য গুলি যদি আপনার মনে থাকে ও অনুসরণ করেন। তাহলে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। ব্লগস্পট ওয়েবসাইটে কন্টিন লেখালেখির মাধ্যমে। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। কাজ করি এগিয়ে যান জীবনে। হিংসা নয় চেষ্টা করুন অবশ্যই সাফল্য আসবেই।
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts
Comments