ডিজিটাল বাংলাদেশে মহাআকাশ অবলোকন কেন্দ্র - Sumonbdnet
Posted by
Admin
Your Ads Here
ডিজিটাল বাংলাদেশে মহাআকাশ অবলোকন কেন্দ্র - Mahaakash Observation Center in Digital Bangladeshডিজিটাল বাংলাদেশে মহাআকাশ অবলোকন কেন্দ্র - Mahaakash Observation Center in Digital Bangladesh
পৃথিবীর সকল উন্নত ও ডিজিটাল দেশগুলোর মধ্যে বাংলাদেশও উন্নত এবং ডিজিটাল হিসাবে পৃথিবীর বুকে তুলে ধরেছে। অন্য সব ডিজিটাল দেশগুলোর মতো বাংলাদেশেও মহাকাশে স্যাটেলাইট সহ আইসিটি যন্ত্রে পাঠিয়েছে। বাংলাদেশের স্যাটেলাইট নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
বর্তমানে বাংলাদেশে নতুন নতুন আইসিটি যন্ত্র আবিষ্কার হচ্ছে। ফলে বাংলাদেশ আরো ডিজিটাল হচ্ছে। পৃথিবীর সকল উন্নত ও ডিজিটাল দেশগুলোর মত বাংলাদেশেও মহাকাশে নিয়ে গবেষণা চালানো হয়। তাই মহাআকাশ নিয়ে গবেষণা আরো সহজ ও সুবিধা জনক করতে বাংলাদেশে তৈরি হচ্ছে মহাআকাশ অবলোকন কেন্দ্র।মহাআকাশ অবলোকন কী?
মহাআকাশ অবলোকন বলতে এক কথায় বুঝায় মহাআকাশ গবেষণাগার অর্থাৎ যেখান থেকে বিজ্ঞানীরা মহাআকাশ সম্পর্কে খবরা-খবর নেন, বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং মহাআকাশ পর্যবেক্ষণের ও গবেষণা করেন। যেখানে থেকে এই গবেষণা চালানো হয় তাকে বলে মহাআকাশ অবলোকনবাংলাদেশের মহাআকাশ অবলোকন কেন্দ্রটির কী নাম দেওয়া হয়েছে?
বাংলাদেশের মহাআকাশ অবলোকন কেন্দ্রটির নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মহাআকাশ অবলোকন কেন্দ্র। পৃথিবীকে পূর্ব- পশ্চিমমে বেষ্টন করে রাখা বিষুবরেখা কর্কপক্রান্তি ও মকরক্রান্তি রেখার সঙ্গে উত্তর- দক্ষিণে বিস্তৃত চারটি দ্রাঘিমা রেখার সংযোগস্থল মোট ১২টি। মহাআকাশ পর্যবেক্ষণের জন্য এ স্থলগুলোতে আর্দশ। ১২টি বিন্দুর একটি হয়েছে বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গারদিয়া গ্রামে। ভৌগলিক অবস্থানেই নির্মিত হচ্ছে দেশের প্রথম মহাআকাশ অবলোকন কেন্দ্র বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান মহাআকাশ অবলোকন কেন্দ্র। ১জুন ২০২১ জাতীয় অর্থনৈতিক পরিষদে নির্বাহী কমিটির সভায় ২১৩ কোটি ৩৯ লাখ টাকা খরচ করে।বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান মহাআকাশ অবলোকন কেন্দ্র প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশের মহাআকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান(SPARRSO)-এর সহয়তায় একেন্দ্রে নির্মাণ করা হবে। কর্কটক্রান্তি রেখা ও ৯০ডিগ্রি পূর্ব দ্রাঘিমার সংযোগস্থল হওয়ায় ফরিদপুরের ভাঙ্গয় প্রকল্পটি নির্মাণের প্রস্তাব দেন কথা সাহিত্যিক জাফর ইকবাল। প্রকল্পিটি উদ্দেশ্য মহাআকাশ অবলোকন কেন্দ্র স্থাপনের মাধ্যমে জনসাধারণের জন্য মহাআকাশ পর্যবেক্ষণের সুযোগ সৃষ্টি করা।
বঙ্গবন্ধু মহাআকাশ অবলোবঙ্গবন্ধু মহাআকাশ অবলোকন কেন্দ্র কোন কেন্দ্র কত উচ্চতা বিশিষ্টয় মহাআকাশ অবলোকন করা যাবে?
আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু মহাআকাশ অবলোকন কেন্দ্র ১০০মিটার উচ্চতাবিশিষ্ট এ কেন্দ্র থেকে টেলিস্কোপের মাধ্যমে মহাআকাশ অবলোকন করা যাবে।
মহাআকাশ পর্যবেক্ষণের করে আমারা কী শিখতে পারবো?
আমাদের অনেকেরই মহাআকাশ নিয়ে অনেক কিছু জানতে চাই। আবার মহাআকাশ নিয়ে অনেক কিছু শিখতে চাই। মহাআকাশে কী আছে? মহাআকাশ কী মহাআকাশের গ্রহণ উপগ্রহ সম্পর্কে অনেক কিছু জানার আছে। মহাআকাশ বিঙ্গানচর্চার প্রসারে তথা বিঙ্গানমনস্কতা সৃষ্টিতে উৎসাহিতকরণ;ও শিক্ষাবাবান্ধব বিনোদনের মাধ্যমে বিঙ্গান শিক্ষারপ্রতি আগ্রহ সৃষ্টি করা এবং শিক্ষার্থ ও গবেষণা সুযোগ সৃষ্টি করেবঙ্গবন্ধু মহাআকাশ অবলোবঙ্গবন্ধু মহাআকাশ অবলোকন কেন্দ্র কোন কেন্দ্র কত উচ্চতা বিশিষ্টয় মহাআকাশ অবলোকন করা যাবে?
আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু মহাআকাশ অবলোকন কেন্দ্র ১০০মিটার উচ্চতাবিশিষ্ট এ কেন্দ্র থেকে টেলিস্কোপের মাধ্যমে মহাআকাশ অবলোকন করা যাবে।
মহাআকাশ পর্যবেক্ষণের জন্য কারা কারা অংশগ্রহণ করতে পারবে?
এতে দেশি-বিদেশি বিজ্ঞান শিক্ষার্থীসহ বিভিন্ন অন্তর্জাতিক অ্যাস্টোনমি বা অ্যাস্ট্রোফিজিকস অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা এসে মহাআকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করতে পারবে।-
বাংলার তথ্য ও প্রযুক্তি ওয়েবসাইট Sumonbdnet.com
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র কোথায়
ফরিদপুরে হচ্ছে দেশের ১ম মহাকাশ অবলোকন কেন্দ্র - Sumon BD net
ফরিদপুর থেকে মহাকাশ অবলোকন করা যাবে - Sumon BD net
ফরিদপুরে হচ্ছে দেশের ১ম মহাকাশ অবলোকন কেন্দ্র - Sumon BD net
ভাঙ্গায় হচ্ছে দেশের প্রথম মহাকাশ অবলোকন কেন্দ্র - Sumon BD net
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Your Ads Here
Newer Posts
Newer Posts
Older Posts
Older Posts
Comments