আপনার প্রথমে কোনটি শিখতে হবে অ্যান্ড্রয়েড অ্যাপ না ওয়েব ডেভেলপমেন্ট? - SumonBDnet
প্রশ্ন/Question:- Which one do you need to learn first, Android app development or web development? - প্রথমে কোনটা শেখা প্রয়োজন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট নাকি ওয়েব ডেভেলপমেন্ট?
উত্তর/The answer:-
এই প্রশ্নটি নতুনদের মধ্যে খুবই দেখা যায় । আমি বলব দুটোই সহজ যদি আপনি শিখতে পারেন। তবে হ্যা, আগে ওয়েব ডেভেলপমেন্ট জানা থাকলে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট অনেকটা সহজ হবে। কেননা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এর সময় ওয়েবের বিভিন্ন পার্ট আপনাকে হ্যান্ডেল করতে হবে।
প্রথমে কেনো ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন?
আমি আমার অবিগতা থেকে বলছি, আগে ওয়েব ডেভেলপমেন্ট শিখলে আপনার আয়ে এর এক রাস্তা তৈরি হবে গুগল অ্যাডসেন্স থেকে।তেমনি আপনার একটা ভালো একটা সার্পোট বা ব্র্যকআপ তৈরি হবে যা আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট অনেক সহযোগিতা করবে। যা আপনাকে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করার গতি দিগুণ করবে।
তাছাড়াও বর্তমান অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এর সমান সমান ওয়েব ডেভেলপমেন্ট প্রচুর অর্থ উপার্জনের সুযোগ রয়েছে।বাংলাদেশের বেকার প্রতি 100 জনের মধ্যে 80 জন্যই য়েব ডেভেলপমেন্ট শিখে অর্থ আয় করছে। কারণ এটি সহজ ও দ্রত সময়ের মধ্যে শিখে টাকা ইনকাম করা যায়ও পরর্বতীতে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখতেও সহজ হয়। এবং অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট সহজে ও দ্রত শিখে তা থেকে ইনকাম সহজে ও কম সময়ে আসবে।
Comments