ব্লগিং এর দ্বারা কিভাবে অনলাইনে অর্থ আয় করা যায় - SumonBDnet

Your Ads Here

Learn the best three ways to make money online through blogging by Sumon BD Net - ব্লগিং এর দ্বারা কিভাবে অনলাইনে অর্থ আয় করা যায় তার বেস্ট  তিন টি উপায় জানুন বাই সুমন বিডি নেট
ব্লগিং এর দ্বারা কিভাবে অনলাইনে অর্থ আয় করা যায় তার বেস্ট  তিন টি উপায় জানুন - সুমন বিডি নেট

ব্লগিং করে টাকা উপাজর্নের অনকে উপায় রয়েছে তার মধ্যে সহজ ৩টি  উপায় আজ আপনাদের জনাব।তবে একটা কথা মনে রাখবেন মনে যদি ব্লগিং করে  টাকার আয়ের আশা  বেশি থাকে তাহলে আপনি ব্লগিং করে টাকা আয় করতে পারবেন না। প্রথমে আপনার নিজের প্রতিভা বা কাজ অনেক ভালো মতো করেন তার পর ইনকামের আশা করবেন। অনেকে আছে কাজের আগের টাকা ইনকামের আশা করে বসে থাকে ...তারা কিন্ত তাড়াতাড়ি ইনকাম করতে পারে না। তাই সর্বপ্রথম আপনাকে এর বিষয়ে সর্তক থাকতে হবে আগে থেকেই..... 


ব্লগিং করে টাকা আয়ের আমি যে তিনটি উপায় তা হলঃ গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট প্রোগ্রাম ও বিজ্ঞাপন স্থান

গুগল অ্যাডসেন্সঃ

বিশ্বের প্রতিটি দেশেই জনপ্রিয় ইনকামের বা উপার্জনের সবচেয়ে ভালো ওযেবসাইট। গুগল অ্যাডসেন্স হলো পৃথিবীর সবচেয়ে বড় ও ভালো বিদেশী মুদ্রা আয়ের একটি প্লাটর্ফম। এতে করে দেশে থেকেই বিদেশী ডলার ইনকামের সুযোগ। 
গুগল ওযেবসাইটে লক্ষ লক্ষ বেকার যবকের কর্মসংস্থান গড়ে উঠছে।

আপনার ব্লগে যদি ভালো এবং মানসম্মত কন্টেট (Content) থাকে অনেক বেশি পরিমাণ থাকে এবং অনেক পরিমাণ ভিজিটর থাকে। আনমানিক প্রায় প্রতিমাসে সর্ব নিম্ন 10 থেকে 50 হাজার ভিজিটর থাকে। তাহলে আপনাকে গুগল অ্যাডসেন্স এর ওযেসাইটে অ্যাপলাই (Apply) করতে হবে। অ্যাপলাই (Apply) করলে ও সব নিয়ম কানন  ঠিক থাকলে আপনাকে ৭দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট টি অ্যাকটিভ হয়ে যাবে। তাপর অটো অ্যাড কোড বসিয়ে অ্যাডের মাধ্যমে টাকা আয় করা যাবে। তবে গুগলের সবধরণের নিয়ম শর্ত গুলো অবশ্যই মেনে চলতে হবে।

অ্যাফিলিয়েট প্রোগাম(Affiliate program):

আমরা অনেকে জানি বা অনেকেই জানি না অ্যাফিলিয়েট প্রোগাম এর বিষয়ে। নতুনদের জন্য একটু বলিছি। অ্যাফিলিয়েট প্রোগাম(Affiliate program)  হচ্ছে পূণ্য বিক্রয় করার একটা সিসষ্টেম(System)। এই সিসষ্টেম এর মাধ্যমে সেলার হিসেবে যোগ হয়ে পূন্য বিক্রয় করে পাওয়া যাবে কমিশনের মাধ্যমে অর্থ।

এই সিসষ্টেম টি প্রিয় প্রতিটি কোম্পানির ওযেবসাইট এ থাকে।তার মধ্যে একটি ওযেবসাইট অ্যামাজন (Amazon).

কোম্পানির বিজ্ঞাপনঃ(Advertising)
আপনার যদি ব্লগসাইট বা ওযেবসাইট এ যদি অনেক ভিজিটর থাকে তাহলে অনেক কোম্পানির বিজ্ঞাপন (Advertising) ব্যানার আপনার সাইটে সেট করে তা থেকে প্রতি মাসে আয় করা সম্ভব। এ জন্য আপনার অনেক কোম্পানির সাথে যোগাযোগে রাখতে হবে বা আপনার সাথেই তারা যোগাযোগ করবে।

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Your Ads Here

Newer Posts Newer Posts Older Posts Older Posts
Your Ads Here

1 comment

Loading comments...