যে কাজ গুলো জানলে ইন্টারনেট থেকে ইনকাম করা সম্ভব।। Sumon BD net
যে কাজ গুলো জানলে ইন্টারনেট থেকে ইনকাম করা সম্ভব।। Sumon BD net |
শুরু করছি তাহলে ....
ইন্টারনেট দুনিয়া টা অনকে বড় এখানে রয়েছে হাজার হাজার কোটি কোটি রকমে কাজ তার মধ্যে সহজ যে কাজ গুলি সেগুলো বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার কাছে সহজ হলেও প্রথমে আপনাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে। কাজ করতে করতে সবই সহজে পরিণিত হয়। যে কাজ গুলো ছাড়া আসলে ইন্টানেটের কাজ শুরু করা সম্ভব না।
প্রথমে আপনার টাইপিং(Typeing) /লেখা-লিখি শিখতে হবেঃ
টাইপিং (Typeing) মানে আমরা বাংলা ভাষায় বলি লেখা-লেখি। এই টাইপিং আপনার সারা জীবনে কাজে আসবে হোক না ইন্টারনেট বা কম্পিউটার দুই সেক্টারে এই টাইপিং এর সর্ব প্রথমে প্রয়োজন হয়। চাকরি (Job) করতে গেলে টাইপিং (Typeing) যেকোনো অফিসে বা অফিসিয়াল কাজে (In official work) বাধ্যত্বমূলক (Compulsory) তাই সর্বপ্রথম রটাইপিং (Typeing) শিখুন।
দ্বিতৃীত্ব আপনাকে গ্রাফিক্স ডিজাইন(Graphics design)/ফটোশপ(Photoshop) শিখতে হবেঃ
আমরা অনেক সময় নিজেদের ছবি সাঁজিয়ে সুন্দর করে তুলি বা চেষ্টা করি তা অনেক সময় ভালো হয় অথবা খারাপ হয়। এর কারণ আমাদের গ্রাফিক্স ডিজাইন(Graphics design)/ফটোশপ(Photoshop) এর আমাদের শিক্ষা নেই। আমরা শিক্ষা নেওয়ার পার আমরা নিজেদের ছবি যেমন গ্রাফিক্স(Graphics) এর মাধ্যমে সুন্দর করে তুলেতে পারব তাছাও আমরা গ্রাফিক্স ডিজাইন(Graphics design) এর ইন্টারনেটে হাজার হাজার কাজ পেয়ে যাব।
তৃতীয়ত্ব ওসেবসাইট ডেভেলভমেন্ট (Website development) শিখতে হবেঃ
আমরা দিন দিন ওযেবসাইটের উপর নিরভর হয়ে পরছি। বিশ্বে ওযেবসাইট এর ব্যবহার হচ্ছে ব্যবসা থেকে শুরু করে অফিসিয়াল ও ব্যক্তিগত সব জায়গায় ওযেবসাইটের চাহিদা রয়েছে। তাই ওসেবসাইট ডেভেলভমেন্ট (Website development) শিখুন।
আশা করি আপনাদের এ পোষ্ট থেকে কিছু টা হলেও ধারণা দিতে পেরেছি। আপনাদের জন্য এই পোষ্ট এ যে তিনটি বিষয়ে আলোচনা করা হয়েছে সে সহজ তিনটি বিষয়ের উপরে আলাদা আলাদা আরো পোষ্ট থাকবে।
পোষ্ট এর মধ্যে কোনো কিছু না বুঝলে থাকলে আমাকে কমেন্ট অথবা মেসেঞ্জার মেসেজ দিন।ধন্যবাদ সাথেই থাকবেন.......
SumonBDnet.com এর সাথেই থাকবেন যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যেভাবে আমাদের সাথে যোগাযোগ করবনে ভিজিট করতে পারবেন SumonBDnet.com অথবা ফেসবুক মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন। আমরা আপনার জন্য সর্বচ্চ চেষ্টা করব আপনার সমস্যা সমাধানের জন্য।
Comments